২০২৪ আইপিএলের শুরুটা একদমই ভালো হয়নি মুম্বই ইন্ডিয়ান্সের। প🐎্রথম তিন ম্যাচ হারের পর মুম্বই ঘুরে দাঁড়াচ্ছিল। কিন্তু এরই মধ্যে ফের ছন্দপতন হয়েছে রোহিত, কিষানদের। গত পাঁচ ম্যাচের মধ্যে ফের দুটিতে হেরেছে হার্দিক পান্ডিয়ার দল। রাজস্থান রয়্যালসের বিপক্ষেও যশস্বী জয়সওয়ালের শতরানের জেরে মুম্বইকে হারতে হয়েছে। প্রায় প্রতি ম্যাচেই সমালোচনার মুখে পড়ছেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তিনি নিজে বল বা ব্যাট হাতে নজর কাড়তে পারছেন না। অধিনায়কত্বের দিক থেকেও এমন কিছুই তিনি করেননি যাতে তাঁর দল ঘুরে দাঁড়াতে পারে।
দলের মোটিভেশন লেভেলও এতটাই কমে গেছে, যে গত ম্যাচে তিনটি ক্যাচ মিস করেছে ফিল্ডাররা। অন্যান্য সময়ের মতো কেউ সেভাবে হতাশা বা রাগ, কিছুই দেখাননি। যার মধ্যে দুটি অত্যন্ত সাধারণ মানের ক্যাচ ﷽মিস হয়েছে। অধিনায়ক হিসেবে দলে এসেই প্রথম বছরেই ফ্লপ। এরই মধ্যে হার্দিকের পাশে দাঁড়াতে গিয়েই ভারত অধিনায়ক রোহিত শর্মার পারফরমেন্স নিয়েই প্রশ্ন তুলে দিলেন বিরেন্দ্র সেহওয়াগ। তাঁর মতে, গত কয়েক মরশুমে মুম্বইকে সাফল্য দিতে পারেননি রোহিত শর্মা, সেই ওকারণে হার্দিককে আনা হয়েছে। রোহিত নিজেও গত কয়েকটি আইপিএলে খুব বেশি রান পাননি, তাই তাঁকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই মনে করছেন সেহওয়াগ।
আরও পড়ুন-IPL 2024-মানুষের মধ্যে ভগবান! SRH-র বিস্ফোরণের মধ্যেও বুমরা🐟হের বোলিং দে♒খে মুগ্ধ স্টেইন
ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে বিরেন্দ্র সেহওয়াগ বলেন, ‘ আমার মনে হয় না হার্দিকের ওপর চাপ বাꦕড়ছে। কিন্তু প্রত্যাশার চাপ পূরඣণ করতে গিয়ে হার্দিক নিজেই হয়ত নিজের ওপর বাড়তি চাপ নিয়ে ফেলছে। শেষ কয়েক বছর ধরেই মুম্বই ইন্ডিয়ান্সের পরিস্থিতি অনেকটা একই রকম। অধিনায়ক হিসেবে রোহিত রান করেনি। দলকেও আইপিএল চ্যাম্পিয়ন করতে পারেনি। ’
আরও পড়ুন- IPL 2024- চুক্তি থেকে বাদ, আইপিএলে শতরানের পর জাতীয়💜 দলে ফেরার স্বপ্ন দেখছেন স্টইꦓনিস
হার্দিককে সেহওয়াগের পরামর্শ, ' মুম্বই টিম ম্যানেজমেন্ট এবং সমর্থকরা জানে যে এই পরিস্থিত🌠িতে তাঁরা আগেও ছিল, তাই টিম হিসেবে সকলে পারফর্ম করলেই দলের ঘুরে দাঁড়ানো সম্ভব। তবে হার্দিকের ওপর একটা চাপ আছে ব্যাট আর বল হাতে ভালো পারফর্মেন্স করার। হার্দিককে যদি ভালো পারফর্ম করতে হয়, তাহলে ব্যাটিং অর্ডারে ওপরের দিকে আসতে হবে। শেষদিকে নেমে যখন ১৮ বল বাকি, তখন নিজেকে মেলে ধরার সুযোগ সেভাবে আসেনা। তাই হার্দিককে সবার আগে নিজেকে সুযোগ দিতে হবে। ব্যাটে আর বলে ꦗভালো পারফর্মেন্স করতে পারলে ওর অধিনায়কত্বও অনেক বেশি খুলবে।
আরও পড়ুন-IPL 2024- সারাক্ষণ ধোনি, ধোনি কী! ⭕ক্যামেরাম্যান ফোকাস করতেই বোতল ছোড়ার ভয়ജ দেখালেন মাহি, দেখুন ভিডিয়ো