লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে দল হেরেছে কিন্তু তাতে কী! চেন্নাই সমর্থকদের অনেকে খুশি মহেন্দ্র সিং ধোনির ব্যাটে শেষ বলে বাউন্ডারি দেখে। যে জন্য তাঁরা মাঠে আসেন। একই সঙ্গে খোশ মেজাজে থাকা এমএসডিকে দেখেছে টিভির দর্শকরা। মহেন্দ্র সিং ধোনি যখন ড্রেসিং রুমে থাকেন, তখন সব সময়ের জন্যই তাঁর দিকে তাক করে থাকে ক্যামেরা। সচরাচর কোনও ক্রিকেটার আউট হলে সম্প্রচারকারী সংস্থা বিজ্ঞাপন দেখাতে শুরু করে, কিন্তু জাদেজা বা শিবম দুবে আউট হলে সেই বিজ্ঞাপন নেওয়ার ঝুঁকি নিতে পারে না সম্প্রচারকারী সংস্থা। কারণ একজন, তিনি মহেন্দ্র সিং ধোনি। অনেক সমর্থকদের মতে, চেন্নাইয়ের গোটা ব্যাটিং টিভিতে দেখার কারণ শেষ পর্যন্ত মাহির ব্যাটিং দেখতে পাওয়া। কিন্তু ধোনি ব্যাটিং না পেলে অনেক সময়ই দর্শকরা টিভির সুইচ বন্ধ করে দেন🎶 মনের দুঃখে। সেই এমএসডিকে এবার দেখা গেল একেবারে ভিন্ন মেজাজে। ক্যামেরাম্যান তাঁকে জুম করে দেখাতে চাইছেন, বুঝতে পেরে মজা করেই ড্রেসিং রুমের ভিতর থেকে বোতল ছুড়তে গেলেন মাহি। ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়ে গেছে নেট মাধ্যমে।
আরও পড়ুন-IPL -শেষের দিকে KKR আমার সঙ্গে ভালো ব🐼্যবহার করে♕নি, রেগে লাল IPL জেতানো প্রাক্তন তারকা
সম্প্রচারকারী সংস্থার তরফে দেওয়া এক পরিসংখ্যানে দেখা গেছে, মহেন্দ্র সিং ধোনি ব্যাট করতে নামার সময়ই স্টেডিয়ামে সব থেকে বেশি আওয়াজ ওঠে, প্রায় ১৩০ ডেসিবেলের কাছাকাছি। ফলে এহেন তারকার জন্য একটি ক্যামেরা যে আলাদা করে বরাদ্দা করা থাকবে🔜ই তাঁর প্রতি মূহূর্তের হালচাল দর্শকদের দেখানোর জন্য, তা স্বাভাবিক। সেরকমভাবেই লখনউয়ের বিপক্ষে ম্যাচের ১৭তম ওভারে ধোনিকে জুম করে দেখানোর চেষ্টা করছিলেন ক্যামেরাম্যান। তখনই ক্যামেরার দিকে তাক করে বোতল ছোড়ার ভান করেন মাহি। মুখ সিরিয়াস করে রাখলেও কারোরই বুঝতে অসুবিধা হয়নি ধোনির এই মজা। এই ভিডিওই পরে ভাইরাল হয়ে গেছে নেটমাধ্যমে। ড্রেসিং রুম থেকে বিষয়গুলো যে ধোনি বেশ উপভোগই করছেন তা বলাই যায়। লখনউয়ের বিপক্ষে শেষ দু'বল আগে খেলতে নামেন এমএসডি। এক বল খেলার সুযোগ পেতেই চিপকে সেই বলে বাউন্ডারি মারেন সিএসকের প্রাণ ভোমরা।
আরও পড়ুন-IP♍L 2024-মানুষের মধ্যে ভগবান! SRH-র বিস্ফোরণের মধ্যেও বুমরাহের বোল𓂃িং দেখে মুগ্ধ স্টেইন
ম্যাচে চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়েকওয়ার শতরান করেন। তবে তাঁর দল জিততে ব্যর্থ হয়। মার্কাস স্টইনিসের অনবদ্য ইনিংসে সৌজন্যে ম্যাচ জিতে নেয় লখনউ দল। চেন্নাইয়ের প্রথম 🦩অধিনায়ক হিসেবে আইপিএলে শতরান আসে রুতুর ব্যাট থেকে। কিন্তু দল হেরে যাওয়ায় স্বাভাবিকভাবেই মন খারাপ তাঁর।
আরও পড়ুন-ক্যারাটে কমব্যাট 𝐆লিগে ভারতের পতাকা হাতে পাকিস্তানের অ্যাথলিট, ভাইরাল ভিডিয়ো
রবিবার ফের ঘরের মাঠে খেলতে নামবে সিএসকে। সেই ম্যাচে মাহির দলের প্রতিপক্ষ প্যাট কামিন্সের সানরাইজার্স হায়দরাবাদ। ট্রাভিস হেড, অভিষেক শর্মাদের সঙ্গে পাথিনারা, মুস্তাফিজুররা কতটা লড়াই দেন, দেখা যাবে সেই ম্যাচ🍌েই।