বিশ্ব মঞ্চে ভারতের অবস্থান নিয়ে অত্যন্ত আশাবাদী প্রাক্তন বꦡ্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস। শনিবার তিনি বলেন, 'চিনের ক্রমবর্ধমান হুমকি-হুঁশিয়ারি' এবং বিশ্বব্যাপী বিভিন্ন সমস্যা সমাধ🐼ানে রাষ্ট্রসংঘ যখন অক্ষম, সেই প্রেক্ষাপটে কোয়াড এবং জি-৭-এর মতো বিকল্প ব্যবস্থাপনাগুলির মূল অংশ ভারতকেই হতে হবে।
২২তম হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটের মঞ্ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚচে এদিন বক্তৃতা করেন লিজ ট্রাস। তিনি গণতন্ত্র ও আইনের শাসনের প্রতি সংশ্লিষ্ট দেশের দায়বদ্ধতার নিরিখে ভারত ও চিনের মধ্যে পার্থক্য তুলে ধরেন এবং বলেন, ভারত 'ভবিষ্যতে বিরাট নেতৃত্ব পালন করবে'।
প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রীর আশা, ভারত ও ব্রিটেন একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পাদন করতে সক্ষম হবে। কারণ, সেক্ষেত্রে দুই দেশই প্রযুক্তি, প্রতিরক্ষা এবং কৃষির মতো প্রধান ক্ষেত্রগুলিতে নতুন-নতুন সুযোগ লাভ করবে꧒। পাশাপাশি, তিনি অবৈধ অভিবাসন নিয়ে ব্রিটেনে♊র উদ্বেগ প্রসঙ্গেও কথা বলেন।
বিশ্ব মঞ্চে ভারতের ভূমিকার গুরুত্ব দিয়ে লিজ ট্রাস বলেন, 'আমি মনে করি কোয়াডে ভারতের ভূমিকা মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং জাপানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষত, যখন আমরা চিনের কাছ থেকে ক্রমবর্ধমান হুমকি পাচ্ছি। বিশ্বব্যাপী বিভিন্ন সমস্যা সমাধানের মঞ্চ হিসাবে রাষ্ট্রসংঘ এখন 💛আর সেভাবে কাজ করছে না। পরিবর্তে আমরা কোয়াড এবং জি-৭-এর মতো বিকল্প ব্যবস্থাপনার উত্থান দেখেছি। আমি মনে করি, আমরা এই ধরনের আরও উন্নয়ন আগামী দিনে দেখব। এবং ভারতকে সেই ব্যবস্থার মূল অংশ হতে হবে।'
একইসঙ্গে, বিশ্বের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মুখ খোলেন ট্রাস। তিনি বলেন, 'দুঃখজনকভাবে, আমি মনে করি কর্তৃত্ববাদী শাসনের দিকে ক্ষমতার ভরকেন্দ্র ঝুঁকতে শুরু করেছে। ইরানকে আমরা কখনও এতটা বেপরোয়া হতে দেখিনি। আমরা কখনও রাশিয়াকে এভাবꦓে কর্তৃত্ব ফলাতে দেখিনি। আ🌜র চিন তো আছেই।'
তিনি বলেন, 'আমি ভারত ও চিনের মধ্যে পার্থক্য করব। ভারত একটি গণতান্ত্রিক দেশ। ভারত আইনের শাসন সুরক্ষিত রাখতে চায়। বাকস্বাধীনতার মতো বিষয়গুলি বজায় রাখতে চায়। কিন্তু, চিন ꦰএকেবারেই এর থেকে অন্যরকম।'
প্রসঙ্গত, ২০২২ সালের সেপ্টেম্বর মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করেন লিজ ট্রাস। তিনি ভারত ও যুক্তরাজ্যের মধ্যেকার দ্বিপাক্ষিক সম্পর্ককে 'অত্যন্ত ইতিবাচক' হিসাবে বর্ণনা করেছেন। তাঁর আশা, শীঘ্রই এই দুই র🍒াষ্ট্র বাণিজ্যিক সম্পর꧙্ক আরও পোক্ত করতে সক্ষম হবে।