💟 কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে দীর্ঘদিন খেলেছেন। দলকে অনেক সাফল্যই দিয়েছেন। জিতেছেন দেশের হয়ে টি২০ বিশ্বকাপও। কিন্তু এহেন রবিন উথাপ্পাকেই এক সময় অপমানিত হতে হয়েছিল কলকাতা নাইট রাইডার্সে, হঠাৎই বিস্ফোরক প্রাক্তন তারকা ক্রিকেটার। খারাপ পারফরমেন্সের জন্য তিনি দলের মধ্যে সিনিয়র ক্রিকেটার হওয়া সত্বেও প্রাপ্য সম্মান পাননি বলে দাবি করেছেন নাইট রাইডার্সের প্রাক্তন এই ব্যাটার। ২০১৯ সালের কথা তিনি বলতে চেয়েছেন, যেই মরশুমে তিনি দলের হয়ে খুব বেশি রান করতে পারেননি বলে সর্বস্তরেই সমালোচিত হয়েছিলেন। ২০১৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে খেলেছেন উথাপ্পা। এরপর খারাপ পারফরমেন্সের জন্য তাঁকে দলে রাখতে চায়নি কেকেআর টিম ম্যানেজমেন্ট। পরের বছর রাজস্থান রয়্যালসে যোগ দেন। শেষ পর্যন্ত কেরিয়ার শেষ করেন মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের জার্সিতে।
💫আরও পড়ুন-IPL 2024-SRK সেরা মালিক! আমায় বলেছিল যে যতদিন KKR-এ আছো, ততদিন একাদশে থাকবে-গম্ভীর
🔯২০১৯ সালে আইপিএলে নিজের চেনা ছন্দে ছিলেন না রবিন উথাপ্পা। ব্যাটে যাও বা রান আসছিল, তা আসছিল অত্যন্ত ধীর গতিতে। যা নিয়ে তাঁর ওপর বিরক্ত ছিল টিম ম্যানেজমেন্ট। সেই মরশুমে ১২টি ম্যাচে রবিন করেছিলেন মাত্র ২৮২ রান, স্ট্রাইক রেট ছিল ১১৫। আইপিএলে এত কম স্ট্রাইক রেট হলে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। তবে তাঁর খারাপ সময় যখন সকলের সমর্থন প্রয়োজন ছিল, তখনই তাঁকে অসম্মানিত করা হয়েছে বলে অভিযোগ করছেন রবিন। একজন সিনিয়র ক্রিকেটার হিসেবে দলে যেরকম সম্মান তাঁর প্রাপ্য ছিল, তিনি তা পাননি বলেই অভিযোগ করছেন উথাপ্পা। অবশ্য পরের দুই মরশুমে কলকাতা ছাড়ার পর তিনি গোটা আইপিএলে ২০০ রানের গণ্ডিও টপকাতে পারেননি।
༒আরও পড়ুন-১৫ মাস আগে খেলেছেন শেষ ম্যাচে, ৩০-এ টেনিসকে বিদায় ২ বারের স্লাম চ্যাম্পিয়নের
🍌অতীতে বেশ কয়েকবারই রবিন, নাইটদের বিরুদ্ধে মুখ খুলেছেন। গৌতম গম্ভীর চলে যাওয়ার পর তাঁকে একঘরে করে দেওয়ার অভিযোগও করেছিলেন কর্ণাটকের এই ব্যাটার। এবার নাইট টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে অভিযোগ করে রবিন বলছেন, 'কলকাতার হয়ে শেষ ম্যাচে আমি খারাপ পারফরমেন্স করেছিলাম। ওই দিনটা আমার জীবনে দুর্বিষহ ছিল। সকলেই সমালোচনা করছিল। আমি সেই ম্যাচের পর দু-তিন মাসের জন্য সোশাল মিডিয়ায় কমেন্ট সেকশন পর্যন্ত বন্ধ করে রেখেছিলাম। সিনিয়র ক্রিকেটার হিসেবে শেষের দিকে আমি খুব একটা ভালো ব্যবহার পাইনি ম্যানেজমেন্টের থেকে '।
꧒আরও পড়ুন-IPL 2024-‘ধোনিকে সব জানিয়ে ছিলাম’…বিতর্ক নিয়ে মুখ খুললেন সুরেশ রায়না
🌜সেই সময় স্ত্রী এবং এক সদ্যজাত সন্তান রয়েছে তাঁর পরিবারে। তার মধ্যে এই পরিস্থিতি কাটিয়ে ওঠা কতটা কঠিন ছিল, তাই বলছিলেন রবিন। সঙ্গে বলছেন, ভবিষ্যৎ-এ যদি কখনও বই লেখেন, তাহলে এই বিষয়টি নিশ্চই তুলে ধরবেন।