২০২০ আইপিএল থেকে সরে দাঁড়িয়ে ছিলেন সুরেশ রায়না। করোনাকালে তাঁর সরে দাঁড়ানো নিয়ে নানা মহলে নানা জল্পনা হয়েছিল। কোথাও দাবি করা হয়েছিল মনের মতো হোটেল রুম না পাওয়াতেই নাকি তিনি সরে দাঁড়িয়ে ছিলেন। এরই মধ্যে সামনে এসেছিল 🐎মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তাঁর সম্পর্কে অবনতির জল্পনাও। সেই নিয়ে মুখ খুলেছিলেন সিএসকের মালিকও। যদিও সেই নিয়ে এতদিন খুব বেশি কথা বলতে দেখা যায়নি দুজনের কাউকেই। ২০২১ সালেই ফের চেন্নাই সুপার কিংসের জার্সিতে ফিরেছিলেন সুরেশ রায়না। কিন্তু পারফরমেন্স তেমন ছিল না। যদিও তাঁর দল চ্যাম্পিয়ন হয়। ফলে পরবর্তী সময় দল থেকে সরে দাঁড়িয়েছিলেন। অবশেষে ২০২০ সালের আইপিএলের সময় হওয়া সেই বিতর্ক নিয়েই মুখ খুললেন সুরেশ রায়না। সেবছর মার্চ মাস থেকেই গোটা দেশে গ্রাস করেছিল করোনা আতঙ্ক। ফলে আইপিএলও তখন বন্ধ হয়ে গেছিল। এরপর বছর শেষের আগে༺ মিলিয়ন ডলার ক্রিকেট লিগ চালু করার সিদ্ধান্ত নেয় বিসিসিআই। সেবার গোটা আইপিএলেই তাঁর না খেলার কারণ অবশেষে স্পষ্ট করলেন রায়না।
আরও পড়ুন-IPL 2024- সুস্থ হয়ে উঠছেন শিখর, তবে কবে ক্যাপ্টেন মাঠে ফিরবেন, জানেন না PBKS-র স🍷হকারী কোচ
এবারের আইপিএলে ক্রিকেট বিশ্লেষকের ভূমিকায় দেখা যাচ্ছে চিন্না থালাকে। এক সময় ধোনির সতীর্থকে মাঝে মধ্যেই ধোনিকে নিয়ে প্রশ্ন করা হয়। কদিন আগেই তিনি বলেছেন, আগামী মরশুমেও খেলতে পারেন এসএসডি। নিজের গ্যারেজে থাকা গাড়ি ধোনি নাকি নিজেই ঠিক করেন, এসবই মজার তথ্য ফাঁস করেছেন রায়না। এরই মধ্যে তাঁর কাছে প্রশ্ন আসে ২০২০ আইপিএলে দলের সঙ্গে না থাকা নিয়ে। সঙ্গে উঠে আসে হোটেল রুম বিতর্ক💧 প্রসঙ্গ। এবার বিষয়টি খোলসা করলেন প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটার, যিনি ধোনির সঙ্গেই একই সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন।
আরও পড়ুন-IPL 2024-SRK সেরা💙 মালিক! আমায় বলেছিল যে𝓀 যতদিন KKR-এ আছো, ততদিন একাদশে থাকবে-গম্ভীর
২০২০ সালে আরবে হওয়ার আইপিএলে করোনা থেকে ক্রিকেটারদের সুরক্ষিত করতে ‘Bio Bubble’ পদ্ধতি নিয়েছিল আইপ꧂িএল কর্তৃপক্ষ, যাতে ক্রিকেটাররা অন্য কোথাও যেতে না পারে এবং সংক্রমণ না ছড়ায়। সেই নিয়েও রায়না তখন মুখ খুলে বলেছিলেন, এই পদ্ধতি মোটেই বাস্তবসম্মত নয়। এরপরই শুরু হয় হোটেল রুম পছন্দ না হওয়ার তত্ব।
আরও পড়ুন-IPL 2024-রোহি꧑তের পছন্দ নয়, তাই ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম ভেবে দেখবে BCCI
সমস্ত গুঞ্জন উড়িয়ে এক সাক্ষাৎকারে সুরেশ রায়না বলছেন, ‘২০২০ আইপিএলে করোনার জন্য এমনিতেই সকল♌ে মানসিক চাপে ছিল। তারই মধ্যে আমাদের পরিবার সদস্যদে♛র খুন করা হয় পাঠানকোটে। এর ফলে আমার বাবা খুব চিন্তায় ছিল। পরিবারের বাকিরাও খুব আতঙ্কিত ছিল। সেই সময় আমার মনে হয়েছিল ক্রিকেট পরেও খেলা যেতে পারে, কিন্তু পরিবার আগে। এরপর ধোনি এবং টিম ম্যানেজমেন্টকে জানিয়েছিলাম সিদ্ধান্তের কথা। পরের বছর আইপিএলে ফিরেই চ্যাম্পিয়ন হয়েছিলাম। কিন্তু Bio Bubble-এর নিয়ম ছিল সেখান থেকে কেউ বেরোলে আর ফিরতে পারবে না। বেরোতে গেলে যদি ১৫দিন সময় লাগে, যখন প্রত্যেক দিনই কেউ করোনা আক্রান্ত হচ্ছে, তারপর দেশে ফিরেও তো ১৫দিন আইসোলেশনে থাকতে হত। তাই বিষয়টা বাস্তবসম্মত নয় বলেছিলাম’।