চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের জন্য আইসিসি যে টাকা দিয়েছে, সেটা কি নয়ছয় করেছে পাকিস্তান? মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে বৃষ্টির জন্য অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার ম্যাচ ভেস্তে যাওয়ার মধ্যেই ঘুরিয়ে সেই প্রশ্ন তুললেন মহম্মদ কাইফ। আসলে বৃষ্টি সত্ত্বেও রাওয়ালপিন্ডির পুরো মাঠ যে ঢেকে রাখা হয়নি, তা নিয়ে উষ্মাপ্রকাশ করেন ভারতের প্রাক্তন তারকা। আর সেই রেশ ধরেই তিনি বলেন, ‘এটা অত্যন্ত লজ্জার বিষয় যে রাওয়ালপিন্ডির মাঠের পুরো অংশটা কভার দিয়ে ঢেকে রাখা হয়নি। এই বিষয়টার কেউ সমাধান না করায় দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়ার মতো এরকম একটা গুরুত্বপ🦹ূর্ণ ম্যাচ ভেস্তে যেতে পা𝐆রে (পরবর্তীতে ভেস্তেও গিয়েছে)। আইসিসি যে টাকা দিয়েছে, সেটা কি আয়োজকরা আদৌও ঠিকভাবে ব্যবহার করছে?’
সেই বিষয়টি নিয়ে অবশ্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) তরফে꧃ কিছু জানানো হয়নি। কিন্তু রাওয়ালপিন্ডিতে যা ঘটল, তাতে কিছুটা হলেও ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া। দু'দলই গ্রুপ ‘বি’-র প্রথম ম্যাচ জিতে গিয়েছিল। অস্ট্রেলিয়া হারিয়েছিল ইংল্যান্ডকে। আর আফগানিস্তানকে হারিয়ে দিয়েছিল দক্ষিণ আফ্রিকা।
আজ জিতলেই সেমিতে পৌঁছে যেত অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া আশা করেছিল যে প্রোটিয়াদের আজ হারিয়ে দিয়ে চার পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে পৌঁছানোর পাশাপাশি সেমিফাইনালে উঠে যাবে। কারণ ওই ম্যাচে জিতলꦕে অজিদের পয়েন্ট হত চার। প্রোটিয়াদের ঝুলিতে থাকত দুই পয়েন্ট। আর বুধবার আফগানিস্তান এবং ইংল্যান্ডের মধ্যে যে দল জিতবে, তার পয়েন্ট হবে দুই।
সেই পরিস্থিতিতে গ্রুপ ‘বি’-র সর্বাধিক দুটি দলেরই চার পয়েন্ট হতে পারত। তাই মঙ্গলবার জিতলেই সেমির টিকিট নিশ্চিত হয়ে যেত অজিদের। পরের ম্যাচটা তুলনামূলকভাবে ‘দুর্বল’ আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নামবেন স্টিভ স্মিথরা। এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দু'দলের যা ফর্ম, তাতে ওই ম্যাচটা জিততে অজিদের বেশি বেগ পেতে হত না। এমনকীಌ হেরে গেলেও কোনও অসুবিধা হত না অজিদের।
প্রোটিয়ারা জিতলেও সেমির টিকিট নিশ্চিত হত না
আবার দক্ষিণ আফ্রিকা মঙ্গলবার জিতে গেলে প্রোটিয়াদের সেমিফাইনালের টিকিট নিশ্চিত না হলেও শেষ চারের দিকে একটা পা বাড়িয়ে রাখত। কারণ প্রোটিয়ারা জিতলে তাঁদের চার পয়েন্ট হত। আর বুধবার যদি আফগানদের হারিয়ে দেন ইংরেজরা, তাহলে গ্রুপ লিগের সব ম্যাচের শেষে তিনটি দলের ಌপয়েন্ট চার হতে পারত - অস্ট্রেলিয়া (আফগানিস্তানকে হারাবে ধরে), দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড (আফগানিস্তান ও প্রোটিয়াদের হারাবে ধরে)।
কিন্তু সেটা না হওয়ায় আপাতত গ্রুপ ‘ౠবি’-তে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার ঝুলিতে তিন পয়েন্ট থাকল। দু'দলই যদি নিজেদের শেষ ম্যাচ জিতে যায়, তাহলে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফ🔜ির সেমিফাইনালে পৌঁছে যাবে। ইংল্যান্ড এবং আফগানিস্তান ম্যাচের ফলাফল কী হবে, সেদিকে তাকিয়ে থাকতে হবে না। কিন্তু নিজেরা হেরে গেলেই প্রোটিয়া এবং অজিদের বিপদের মুখে পড়তে হবে। তখন চলে আসবে অঙ্কের জটিলতা।