টি২০ বিশ্বকাপে এবার নজর কেড়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভারতীয় বংশদ্ভূত ক্রিকেটার সৌরভ নেত্রভালকর। মুম্বইয়ের এই ছেলে অতীতে খেলেছেন ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের হয়ে, খেলেছেন মুম্বইয়ের হয়েও। পড়াশোনার জন্য ম♌ার্কিন মুলুকে এসেছিলেন, এরপর ভালো চাকরির প্রস্তাব পেয়ে সেখানেই থেকে গেছেন সৌরভ। কিন্তু ক্রিকেটপ্রেম থেকে নিজেকে দূরে সরিয়ে নিতে পারেননি তিনি। কানাডা, পাকিস্তান ম্যাচে নজর কাড়ার পর ভারতের বিপক্ষেও দুই তারকা ব্যাটার রোহিত শর্মা এবং বিরাট কোহলির উইকেট তুলে নেন এই বাঁহাতি পেসার। ম্যাচ শেষে সৌরভকে🎐 নিয়ে মজাদার পোস্ট করলেন প্রাক্তন জাতীয় ক্রিকেটার ওয়াসিম জাফার, প্রশংসায় ভরালেন নেত্রভালকরকে।
আরও পড়ুন-শেষ ১৩ বলে ৩৭ রান!T20 WCup-এ দশম উইকেটে পার্টনারশিপের রেকর্ড শেরফান🐈 রাদারফো♌র্ডের
পাকিস্তানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের চমকপ্র🍃দ পারফরমেন্সের কারিগর ছিলেন সৌরভ নেত্রভালকর। বল হাতে প্রথমে ২ উইকেট তুলে নিয়েছিলেন মাত্র ১৮ রানে। এরপর সুপার ওভারেও দলকে জয় এনেꦗ দেন সেই সৌরভই। একই ধারা বজায় রেখে ভারতের বিপক্ষেও দুই সেরা টি২০ ব্যাটারকে আউট করেন সৌরভ, তার মধ্যে বিরাট শিকার হন গোল্ডেন ডাকের। এরপরই তাঁকে নিয়ে পোস্ট করলেন মুম্বই দলের দীর্ঘদিন খেলা প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম জাফর। বললেন আরও বেশি সুযোগ দেওয়া উচিত ছিল সৌরভকে। উল্লেখ্য কানাডার বিপক্ষেও মাত্র ৪ রানের ইকোনমিতে বোলিং করেছিলেন তিনি।
আরও পড়ুন-‘ব💜ুমরাহ-র থেকে শিখেছি,এখন কাজে লাগাচ্ছি’, কোন অস্ত্রের কথাౠ বললেন আর্শদীপ?
কি বললেন ওয়াসিম জাফর?
২০২১ সালের নভেম্বরে সৌরভ নেত্রভালকর ট্যুইটারে একটি পোস🎐্ট করেছিলেন। সেখানে তিনি ওয়াসিম জাফরকে উদ্দেশ্য করে লিখেছিলেন, ‘এখনও আমার মনে রয়েছে সেই বিশেষ দিনের কথা, যেদিন তোমার হাত থেকে প্রথম রঞ্জি ট্রফি ক্যাপ পেয়েছিলাম ’। মার্কিন যুক্তরাষ্ট্র দলে ততদিনে যোগ✃ দিয়ে ফেলেছেন সৌরভ, কিন্তু ভোলেননি জাফরকে। এবার পাল্টা তাঁর প্রশংসা করে ওয়াসিম জাফর সেই পোল্ট উল্লেখ করে লিখলেন, ‘রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের হয়ে ওকে আরও বেশি সুযোগ দেওয়া উচিত ছিল ’।
আরও পড়ুন-চিরশত্রু পাকিস্তানকে সাহায্য রোহিতদের! অবশ্য শুক্রবারই স্বপ্নভঙ্গ হতে ❀পারে বাবরদের
এর আগে অবশ্য সৌরভ নেত্রভালকরকে নিয়ে ব্যবসায়ী এলন মাস্ককেꦬও ট্যুইট করেছিলেন ওয়াসিম জাফর। এক পোস্টে এলন মাস্ক লিখেছিলেন ভারতীয় প্রতিভাদের দ্বারা মার্কিন যুক্তরাষ্ট্র সমৃদ্ধ হচ্ছে, তখন সৌরভের দুটি ছবি পোস্ট করে ওয়াসিম জাফর পাল্টা লিখেছিলেন, মাঠে এবং মাঠের বাইরে, দুই বিভাগেই মার্কিনদের সমৃদ্ধ করছে ভারতীয় প্রতিভারা। সেই ট্যুইট এখন ভাইরাল সোশাল মিডিয়ায়। মার্কিন যুক্তরাষ্ট্র দল যদি সুপার এইটে পৌঁছায়, তাহলে আবির্ভাবেই ইতিহাস গড়ার কার🐭িগর হিসেবে সৌরভ নেত্রভালকরের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে সেদেশের ক্রিকেট ইতিহাসে।