আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে হেরে গেছে কলকাতা নাইট রাইডার্স। এবারের আইপিএলে এটাই প্রথম হার কলকাতার। টানা তিন ম্যাচে জ💖য়ের পর হঠাৎই খারাপভাবে হারতে হওয়ায় স্বভাবতই মনোবল ধাক্কা খেয়েছে ক্রিকেটারদের। এরই মধ্যে ম্যাচ শেষে ড্রেসিং রুমে ক্রিকেটারদের ঘুরে দাঁড়ানোর বার্তা দিলেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। খেলায় হার জিত থাকবেই, ভেঙে পড়লে চলবে না। পরের ম্যাচ থেকেই ক্রিকেটারদের ঘুরে দাঁড়ানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ করলেন নাইটদের কোচ।
আরও পড়ুন-ব্যাজবল ꦬনিয়ে লাফালেই হবে না, কমন সেন্স ব্যবহার করতেও হবে, বার্তা বয়কটের
চেন্নাইয়ের মাঠে কলকাতাকে মহেন্দ্র সিং ধোনির দল হারিয়ে দেয় ৭ উইকেট। হাতে তখনও ছিল ২ ওভারের বেশি। ফলে সহজ জয়ই পায়ꦛ চেন্নাই। হঠাৎ করেই দলের এমন খারাপ পারফরমেন্সে স্বভাবতই মনমরা হয়ে পড়েন ক্রিকেটাররা। কেকেআরের তরফে একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে ড্রেসিং রুমে গিয়ে দলের ক্রিকেটারদের চাঙ্গা করতে ভোকাল টনিক দিচ্ছেন নাইট রাইডার্সের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। চেন্নাইয়ের বিপক্ষে একটা ওভারই কার্যত ম্যাচের মোর ঘুড়িয়ে দিয়েছিল। সপ্তম ওভারে জাদেজার জোড়া উইকেট। নারিন এবং অংকৃষকে সাজঘরে ফেরাতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে নাইট রাইডার্সের ব্যাটিং লাইন আপ।
৩ রান করে ফিরে যান ভেঙ্কটেশ আইয়ার, ৯ রানে সাজঘরে ফেরেন নাইট রাইডার্সের বড় ভরসা রিঙ্কু সিং। এরপর অধিনায়ক শ্রেয়সের ধরে খেলা ছা়ড়া আর কোনও উপায়ও ছিল না। তবে ফিল্ডিংয়ে যে নজর দিতেই হবে নাইটদের, তা বলাই বাহুল্য। কারণ চেন্নাইয়ের বিপক্ষেও সহজ ক্যাচ মিস করেন রমনদীপ সিং। ব্যাট হাতেও তিনি নজর কাড়তে ব্যর্থ হয়েছেন। সুনীল নারিন, অংকৃষ রঘুবংশী ভালো স্কোরে পৌঁছে দিলেও কেন তাড়াহুড়ো করতে গেলেন ভেঙ্কটেশ আইয়ার? এছাড়ও ব্যাটিংয়ের ক্ষেত্রে স্ট্র্যাটেজি নিয়েও প্রশ্ন উঠছে। শেষদিকে যখন রাসেল মাঠে নামেন তখন ম্যাচে বাকি ছিল আর মাত্র ২০ বল। ফলে রাসেলের মতো ফর্মে থাকা ব্যাটসম্যানকে কেন একটু সেট হয়ে অ্যাটাকে 🐈যাওয়ার সুযোগ দিলেন না কোচ, মেন্টররা, এই প্রশ্ন তুলছেন অনেকে।
ম্যাচ শ💧েষে অবশ্য দ্রত হার ভুলে সামনের দিকে ক্রিকেটারদের তাকাতে বলছেন কোচ। ড্রেসিং রুমে হতাশ হয়ে বসেছিলেন বরুণ চক্রবর্তী, রিঙ্কুকা। সেখানে গিয়ে পণ্ডিত বলেন, ‘বুঝতে পারছি সকলেরই মন খারাপ। এটা দুর্ভাগ্য। আমাদের নিশ্চিত করতে হবে যে খℱুব তাড়াতাড়ি সকলে ঘুরে দাঁড়াবো। সামনে পরপর ম্যাচ রয়েছে। শারীরিক এবং মানসিক দিক থেকে ঘুরে দাঁড়াতে হবে। যাতে কোনও চোট আঘাতও না আসে’।
আরও পড়ুন-IPL 2024-সাদা বলে সেরা ওপেনার বাটলার বললেন সাঙ্🀅গাকারা, রোহিতকে ♏উপেক্ষা?
কলকাতা নাইট রাইডার্সের পরের ম🧜্যাচ এবারের আইপিএলের অন্যতম শক্তিশালী দল লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে। সেখানে দলে কোনও পরিবর্তন আসে কিনা এখন সেটাই দেখার।