অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামার আগে ওমানের অধিনায়ক আকিব ইলিয়াস বলেছিলেন, ‘একবার মাঠে খেলতে নেমে যাওয়ার পরে কোন দল বড় বা কোন দল ছোট তা একেবারেই গুরুত্বপ༒ূর্ন নয়। এই ম্যাচটা আর পাঁচটা ম্যাচের মতোই আরও একটা ম্যাচ আমাদের কাছে।’ এমন কথা বলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিলেন ওমানের অধিনায়ক আকিব ইলিয়াস। তবে তাঁর সেই 🍎কথা বেশিক্ষণ টিকল না। টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর ১০ নম্বর ম্যাচে ৩৯ রানে হারল ওমান। এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ওমানের বিরুদ্ধে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৬৪ রান তুলেছিল অস্ট্রেলিয়া। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৫ রান তোলে ওমান।
আরও পড়ুন… পাকিস্তানের 🐓বিরুদ্ধেও কি তিন নম্বরে ব্যাট করবেন ঋষভ পন্ত? উত্তর দিলেন টিম ইন্♈ডিয়ার ব্যাটিং কোচ
ম্যাচের পরে কী বললেন ওমানের অধিনায়ক আকিব ইলিয়াস-
ম্য়াচের পরে ওমানের অধিনায়ক আকিব ইলিয়াস বলেন, ‘প্রথম ম্যাচে আমরা কম টার্গেট ডিফেন্ড করেছিলাম, অনেকদিন পর সুপার ওভার খেলেছিলাম। আজ অস্ট্রেলিয়ার মতো দলের বিরুদ্ধে খেললাম। টার্নিং ট্র্যাকে আমাদের বোলাররা ভ♛ালো করতে পারে। আমাদের বোলারদের কৃতিত্ব দিতেই হবে।’ এরপরে ম্যাচের আগে তার মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে আকিব ইলিয়াস বলেন, ‘মিডিয়া আমরা যে ইতিবাচক জিনিসগুলি দেখেছি তা দেখায় না। তারা শীর্ষ খেলোয়াড় এবং আমরা তাদের সম্মান করি। আমাদের বোলাররা ভালো করেছে। ১৪তম ওভার পর্যন্ত খেলায় আমাদের দখল ছিল।’
এরপরে তিনি দলের ফিল্ডিং♋ নিয়ে বলেন, ‘আমি একটি ক্যাচ নিতে সফল হয়েছি, আমাদের একজন প্রাক্তন অধিনায়ক জিশান একটি ক্যাচ ফেলেছিলেন এবং সেটি অনেক উঁচুতে ছিল। আমি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এমন ক্যাচ (ম্যাক্সওয়েলের বলে) নিতে চেয়েছিলাম।’
আরও পড়ুন… পাকিস্তানের বিরুদ্ধেও কি তিন নম্বরে ব্যাট করবেন ঋষভ পন্ত? উত্তর দিলেন টিম ইন♌্ডিয়ার ব্যাটিং কোচ
আকিব ইলিয়াস জানালেন ঘুরে দাঁড়াবে ওমান
নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারেনি ওমান। সেই কথাটাই জানান ওমানের অধিনায়ক আকিব ই𒈔লিয়াস। তিনি বলেন, ‘আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারিনি। আমরা তখন পরিকল্পনা পরিবর𓆏্তন করি। আমাদের ব্যাটিং নিয়ে কাজ করতে হবে। আমরা অতীতেও করেছি। পাওয়ারপ্লেতে আমরা ভালো ব্যাট করতে পারলে সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে এবং ব্যাটার হিসেবে আমাকে সেখানে ভালো করতে হবে। আশা করি আমরা পরের ম্যাচে আরও ভালোভাবে ফিরে আসব।’
আরও পড়ুন… রোনাল্ডো-মেসির পরেই রয়েছে তাঁর নাম! খেলছেন তিন উপমহাদেশে- দেখে নিন সুনীল ছেত্রী🐟র গড়া একাধিক রেকর্ড
বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর দশম ম্যাচে ওমানের মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া বড় জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে, এদিনের অন্য ম্যাচে উগান্ডাও তাদের ম্যাচ জিতেছে। ওমানকে ৩৯ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। আর উগান্ডা কম স্কোরিং ম্যাচে পিএনজ💜িকে ৩ উইকেটে হারিয়েছে। উগান্ডা বনাম পাপুয়া নিউ গিনির ম্যাচ, যদিও কম স্কোরিং ছিল, বেশ আকর🧔্ষণীয় ছিল। একই সময়ে, অস্ট্রেলিয়া কিছুটা সমস্যা অনুভব করলেও একতরফা জয় নিবন্ধন করতে সফল হয়।