জেতা ম্যাচ মাঠেই ফেলে এল দঃ আফ্রিকা দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সহজ জয় পেতে পারত দ্বিতীয় টি২০তে। কিন্তু মিডল অর্ডারের ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচ জেতা তো হলই না, এমনকি সিরিজও হাতছাড়া হল টি২০ বিশ্বকাপের রানার্স আপদের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি২০ হেরে চাপে ছিল দঃ আফ্🍷রিকা দল। দ্বিতীয় টি২০ জিততে পারলে সিরিজে সমতা ফেরাতে পারত দঃ আফ্রিকা। সেই মতো রান তাড়া করতে নেমে ঝড়ের গতিতেই শুরু করেছিলেন রিজা হেনড্রিকসরা। কিন্তু মিডল অর্ডার সেই খেলা ধরে রাখতে পারল না। ফলে পরপর উইকেট খুইয়ে ম্যাচ এꦬবং সিরিজ হাতছাড়া হল দলের। ওসেস্ট ইন্ডিজের ১৭৯ রানের জবাবে, ১৯.৪ ওভারেই ১৪৯ রানে অলআউট হয়ে গেল দঃ আফ্রিকা দল।
আরও পড়ুন-গোল করলেন, করালেন💃! জেসিনের দুর্দান্ত ফুটবলে পিয়ারলেসকে ২-১ গোলে🍒 হারাল ইস্টবেঙ্গল
প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭০ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ দল। ৪১ রান করেন শাই হোপ, অধিনায়কꦆ রভম্যান পাওয়েল ২২ বলে করেন ৩৫ রান। ১৮ বলে ২৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন শেন রাদারফোর্ডও। লিজাড উইলিয়ামসে নেন ♓তিন উইকেট। নিজেদের ঘরের মাঠে ক্যারিবিয়ান ব্রিগেড ভদ্রস্থ রানের লক্ষ্যমাত্রা রাখে দঃ আফ্রিকা দলের জন্য।
আরও পড়ুন-রেলকে বেলাইন করল মোহনবাগান! কলকাতা লিগে ৮-১ গোলে দুরন্ত🅘 জয় সবুজ মেরুন শিবিরের
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৪.৪ ওভারেই ♓৬৩ রান তুলে ফেলে দঃ আফ্রিকা। ২০ রান করে এরপর আউট হন রায়ান রিকেলটন। ১৮ বলে ৪৪ রানের দুরন্ত ইনিংস খেলেন রিজা হেনড্রিকস, তখন দেখে মনে হচ্ছিল ম্যাচ অনায়াসেই জিতে যাবে প্রোটিয়ারা🍒। আইডেন মার্করাম ৯ বলে ১৯ রান করেন। এরপর ধৈর্যশীল ইনিংস খেলে ২৮ রান যোগ করেন ট্রিসটান স্টাবস। তবে নিজেদের ওপর চাপ বাড়িয়ে ফেলেন ভ্যান ডার রুসোরা। অতিরিক্ত বল অপচয় করে ফেলতেই মিডল অর্ডারের ওপর চাপ পড়ে যায়। সেই চাপ কাটাতে না পেরে পরপর উইকেট হারিয়ে ম্যাচ হাতছাড়া করে দঃ আফ্রিকা।
আরও পড়ুন-MLS- ভিডিয়ো, দুরন্ত সুয়🧸ারেজ,জিততে অসুবিধা হল না মেসিহীন মিয়ামির! মুখไে হাসি ফুটল LM10-র
শেষদিকের ৬টি ব্যাটারের মধ্যেই কেউই আর দুই অঙ্কের স্কোরে পৌꦜঁছাতে পারেননি, আর তাতেই ম্যাচ এবং সিরিজ দুই হাতছাড়া হয় দঃ আফ্রিকা দলের। তিন ম্যাচের টি২০ সিরিজে ২-০ ফলে এগিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ দল।