কলকাতা লিগে বড় জয় পেল মোহনবাগান সুপার জায়ান্টস দল। সুপার সিক্সের আশা জিইয়ে রাখতে গেলে এই ম্যাচে জিততে হত মোহনবাগানকে। এই ম্যাচ শুক্রবার হওয়ার কথা ছিল।ꦺ খেলা সেদিন পিছিয়ে গেছিল ডুরান্ড কাপেও মোহনবাগানের ম্যাচ থাকায়। রেলওয়ে এফসির বিরুদ্ধে সেই ম্যাচেইর দিন পরিবর্তন করেন রবি💟বার বিকেল তিনটেয় খেলা দেওয়া হয়েছিল বাগানের। সেখানে জ্বলে উঠলেন সেরটো, সালাহউদ্দিনরা। প্রথমার্ধের মধ্যেই ৬ গোল করে ফেলে সবুজ মেরুন শিবির। প্রথমে অবশ্য রক্ষণভাগের ভুলে গোল হজমও করেছিল মোহনবাগান। এক্ষেত্রে সুমিত রাঠিরও কিছু দোষ ছিল। তবে এরপরই খেলা ধরে নেয় বাগান, আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁদের। ২০ মিনিটে আসে প্রথম গোল, এরপর গোলের বন্যা দেখা যায় মাঠে।
আরও পড়ুন-বিরতির মাঝেই পার্কে কার্ডিও অনুশীলনে🅘 ব্যস্ত ভারত অধিনায়ক! ভাইরাল হিটম্যানের ভিডিয়ো…
ম্যাচের ২০ মিনিটেই ডান প্রান্ত থেকে ভাসানো সেন্টারে সেরিটো হেডারে গোল করে সমতায় ফেরায় মোহনবাগান সুপার জায়ান্টসকে। এর দুমিনিটের মধ্যেই এগিয়ে যায় বাগান। এবারও সেই ডানপ্রান্ত থেকে বাড়ানো☂ পাসে মাথা ছুঁইয়ে গোল করে দলকে এগ🐬িয়ে দেন আদিল আবদুল্লাহ। ৩১ মিনিটে সেন্টার করতে যান রবি বাহাদুর রানা, কিন্তু সেই বল ডিফ্লেক্ট হয়ে রেলওয়ে এফসির গোলে ঢুকে যায়, ব্যবধান ৩-১ হয়ে যায় মোহনবাগানের পক্ষে।
আরও পড়💮ুন-‘আমার কাজ তুমি সহজ করে দিয়েছ…’ বন্ধু শিখরের অবসরে আবে𝓡গঘন বার্তা ভারত অধিনায়কের!
৩৩ মিনিটের মাথায় বক্সের ভিতর সেরিটোকে ফাউল করে প্রতিপক্ষ দলের ডিফেন্ডাররা। ওয়ান টু ওয়ান সিচুয়েশন থেকে আউটসাইড ইনসাইড করে ডিফেন্ডারকে ডচ করতেই, সের্টোকে ফাউল করা হয়, এরপর পেনাল্টি থেকে গোল করে যান সেরিটো। ৩৮ মিনিটের মাথায় বক্সের ভিতর পড়ে যাওয়ার পরেও উঠে দাঁড়িয়ে বল কন্ট্রোলে নিয়ে বাঁপায়ের🦂 শটে অনবদ্য গোল করে যান সালাহউদ্দিন। প্রথমার্ধের সংযুক💙্তি সময়ের একদম শেষে ফের গোল করেন সালাহ। ফলাফল ৬-১ রেখে লেমন ব্রেকে যায় মোহনবাগান।
আরও পড়ুন-ফের বিতরඣ্কে জড়ালেন শাকিব!এবার রিজওয়ানের দিক🌊ে বল ছুঁড়লেন!সাবধান করলেন আম্পায়ার…
৭৫ মিনিটের মাথায় মোহনবাগানের হয়ে সপ্তম গোলটি করেন উত্তম হাঁসদা। হেডারে গোল করে যান উত্তম। রেলওয়ে গোলরক্ষকের ভুলে ৮৮ মিনিটে গোল পেয়ে যান মোহনবাগানের তপꦿন হালদার। শেষ পর্যন্ত ৮-১ স্কোরলাইন রেখেই মাঠ ছাড়ে সবুজ মেরুন শিবির।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।