ক্রিকেট মাঠের বিরলতম ঘটনাগুলোর মধ্যে একটি ঘটালেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার আলজারি জোসেফ। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচে বার্বাদোসে খেলতে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেখানেই অদ্ভূত কাজ করে বসলেন আরসিবিতে গত বছর খেলা এই বোলার। ম্যাচ অবশ্য ক্যারিবিয়ানরা জিতে নিল। শুধু তাই ജনয়, জোড়া শতরানের ভর দিয়ে ম্যাচ জয়ের সঙ্গে সঙ্গেই সিরিজও পকেটে পুড়ল উইন্ডিজ।
আরও পড়ুন-বর্ডার গাভাসকর ট্রফি খে🔯লতে অস্ট্রেলিয়ার উদ🧸্দেশ্য রওনা পন্তের! নিলেন মায়ের আশীর্বাদ…
মাথা গরম করে মাঠ ছাড়লেন জোসেফ-
বার্বাদোসে তৃতীয় একদিনের ম্যাচে যে কাজ করলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার আলজারি জোসেফ, তা এর আগে কখনও ক্রিকেটে হয়েছে কিনা সন্দেহ। অধিনায়কের সঙ্গে মাঠেই কথা কাটাকাটি করলেন। এরপর রাগ দেখিয়ে নিজের ওভার শেষ করেই তিনি চ🍬লে গেলেন ডাগআউটে। মাঠ ছেড়ে তাঁকে চলে যেতে দেখে ড্যারেন স্যামিরা কার্যত অবাক হয়ে গেলেন।
অধিনায়কের সঙ্গে মতের অমিল-
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমে বোলিং করছিল ওয়েস্ট ইন্ডিজ দল। ম্যাচের শুরুর কয়েক ওভারের মধ্যেই অধিনায়ক শাই 🌟হোপকে কিছু বলতে চাইছিলেন আলজারি জোসেফ। তিনি বোঝাতে চাইছিলেন স্লিপের ফিল্ডারের পজিশন নিয়ে তিনি খুশি নন। কারণ তাঁর🎃 বলেই একটি শট পয়েন্টের দিকে চলে যায়। কথা বলার সময়ই নিজের বিরক্তি প্রকাশ করছিলেন জোসেফ। কিন্তু তাই বলে তিনি যে রাগারাগি করে মাঠ ছাড়বেন, সেটা ভাবতে পারেনি কেউ।
আরও পড়ুন-মহম্মদ নবি-গজনফর꧅দের দুরন্ত পারফরমেন্স! শারজাহতে বাংলাদেশকে কচুকাটা করল আ🍨ফগানরা…
আউট করেই সাজঘরে চলে গেলেন-
এরপর একটু পরই ১৪৮ কিমির গতিবেগে এক😼টি বাউন্সার দেন আলজারি জোসেফ। আর তাতেই ইংল্যান্ডের জর্ডন কক্সের গ্লাভসে লেগে সেই বল ধরা দেয় উইকেটরক্ষকের হাতে। ব্যাস আউট হয়ে যান কক্স। কিন্তু আনন্দ উচ্ছাস না করে, তখনও অধিনায়কের সঙ্গেই বাকবিতণ্ডায় জড়াতে থাকেন ২৭ বছর বয়সী জোসেফ। তা দেখে সাইড লাইন থেকে ড্য়ারেন স্যাামি তাঁকে ঠান্ডা করার চেষ্টা করেন কিছু বলে। তবে তাতে কাজ হয়নি। তিনি নিজের ওভ🐻ার শেষ করেই ডাগআউটে চলে যান।
রোমারিও শেপার্ড পরিস্থিতি সামাল দিলেন-
স্বাভাবিকভাবেই এরপর বোলিংয়ের লোকের অভাব দেখা যায় ওয়েস্ট ইন্ডিজের। কারণ আলজারি জোসেফকে নতুন বলে স্পেলের জন্যই খেলানো হয়। অর্থাৎ টপ লাইন আপ বোলার যাকে বলে। যদিও ডাগআউটে গিয়ে বেশ কিছুক্ষণ বসার পর মাথা ঠান্ডা হলে আলজারি জোসেফ আবার মাঠে আসেন। তবে তিনি মাঠে আসলেও তখনই তাঁকে আর বোলিং দেননি অধিনায়ক শাই💦 হোপ।