ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ২-১ ব্যবধানে♉ জয় তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এবার ৫ ম্যাচের টি-২০ সিরিজেও ব্রিটিশদের পর্যুদস্ত করতে মরিয়া ক্যারিবিয়ান দল। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ২টি ম্যাচের জন্য যে স্কোয়াড ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ, তাতে রীতিমতো তারকার ছড়াছড়ি।
এমন শক্তি🍸শালী দল নিয়ে সাম্প্রতিক সময়ে ওয়েস্ট ইন্ডিজকে খুব কমই টি-২০ খেলতে দেখা গিয়েছে। আসলে ফ্র্যাঞ্ꦰচাইজি টি-২০ লিগ থেকে ফুরসৎ মেলায় বেশ কয়েকজন সিনিয়র তারকা এবার জাতীয় দলে ফিরলেন।
ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ২টি ম্যাচের দল ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। ওয়েস্ট ইন্ডিজ দলে ফেরায় সিনিয়র অল-রাউন্ডার আন্দ্রে রাসেলকে। টি-২০ স্কোয়াডে কামব্যাক করেন ধ্বংসাত্মক মেজাজের ♓উইকেটকিপার-ব্যাটার নিকোলাস পুরান। এছাড়া দলে ফিরলেন আগ্রাসী ব্যাটার শিমরন হেতমায়ের ও বাঁ-হাতি স্পিনার আকিল হোসেন।
গত মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজের স্কোয়াডে ছিলেন না এই চার তারকা। যদিও হেতমায়েরকে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের জন্য দলে ডেকে নেয় ওয়েস্ট ইন্ডিজ। যাঁরা শ্রীলঙ্কা সিরিজের স্কোয়াডে ছিলেন, তাঁদের মধ্য থেকে বাদ পড়েন আলিক আথানাজে, আন্দ্রে ফ্লেচার, ফ্যাবিয়ান অ্যালেন ও শামার স্প্রিঙ্গার। যদিও আনক্যাপড টেরেন্স𝔉 হাইন্ডস টি-২০ স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন।
ওয়ান ড෴ে সিরিজে ক্যাপ্টেনের সঙ্গে ঝগড়া করে মাঠ ছাড়ায় দুই ম্যাচ নির্বাসিত হয়েছেন আলজারি জোসেফ। তাঁর ব্যাকআপ হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ২টি টি-২০ ম্যাচের স্কোয়াডে ঢুকেছেন ম্য়াথিউ ফোর্ড। ওয়ান ♚ডে সিরিজে পায়ে টান ধরায় মাঠ ছাড়লেও রোমারিও শেফার্ড টি-২০ সিরিজের জন্য ফিট হয়ে উঠেছেন।
ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ২টি টি-২০ ম্যাচের স্কোয়াꦅড নিয়ে খুশি প্রকাশ করেন ওয়🐓েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন স্যামি। তিনি বলেন, ‘বেশ কিছু অভিজ্ঞ প্লেয়ার দলে যোগ দিয়েছে। এই দলটাকে আমাদের সব থেকে সেটেল টি-২০ দল মনে হচ্ছে।’
উল্লেখ্য, ১০ নভেম্বর ব্রিজট꧅াউনে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে সম্মুখসমরে নামবে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড। ১১ নভেম্বর ব্রিজটাউনেই খেলা হবে সিরিজের দ্বিতীয় টি-২০। ১৫, ১৭ ও ১৮ নভেম্বর গ্রস আইলেটে খেলা হবে সিরিজের শেষ ৩ඣটি টি-২০ ম্যাচ।
ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ২টি টি-২০ ম্যাচের জন্য ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াড
রোভম্যান পাওয়েল (ক্যাপ্টেন), রোস্টন চেস, ম্যাথিউ ফোর্ড, শিমরন হেতমায়ের, টেরেন্স হাইন্ডস, শাই হোপ, আকিল হোসেন, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, গুড়াকেশ মোতি, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, শেরফান রাদাไরফোর্ড ও রোমারিও শেফাܫর্ড।