২০১৯ ওডিআই বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বাদ পড়েছিলেন ভারতীয় দলের ফাস্ট বোলার মহম্মদ শামি। টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত নিয়ে তখন অনেক প্রশ্ন উঠেছিল। এই টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স করেও দল থেকে বাদ পড়ার সিদ্ধান্তে নিজের পক্ষ দিয়েছেন মহম্মদ শামি। ফাস্ট বোলা🏅র মহম্মদ শামি চার ম্যাচে ১৪ উইকেট নিয়েছিলেন, সেই সময়ে তিনি আফগানিস্তানের বিরুদ্ধে হ্যাটট্রিকও করেছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ উইক🐻েট নিয়েছিলেন মহম্মদ শামি।
মহম্মদ শামি ওডিআই বিশ্🥃বকাপ ২০১৯ এর সময় ভারℱতের শেষ গ্রুপ পর্বের ম্যাচ থেকে বাদ পড়েছিলেন, যেটি শ্রীলঙ্কার বিরুদ্ধে ছিল। সকলেই আশা করেছিলেন এই খেলোয়াড় সেমিফাইনালে দলে ফিরবে কিন্তু তাকে বাদ দেওয়া হয়। ম্যাঞ্চেস্টারে নিউজিল্যান্ডের কাছে সেমিফাইনালে ১৮ রানে হেরেছিল ভারত। এবার সেই ম্যাচে বাদ যাওয়া নিয়ে মুখ খুললেন মহম্মদ শামি।
আরও পড়ুন… প্রথমেই সূর্যের কথা ব💟লেননি গম্ভীর, হার্দিক ক্যাপ্টেন না হওয়ার পিছনে রয়েছে এক অন্য গল্প
শুভঙ্কর মিশ্রের ইউটিউব শোতে ভারতের অভিজ্ঞ বোলার মহম্মদ শামি বলেছিলেন, ‘২০১৯ সালে, আমি প্রথম ৪-৫টা ম্যাচ খেলিনি, কিন্তু পরের ম্য🐻াচে আমি হ্যাটট্রিক করেছিলাম। এরপর পাঁচ উইকেট নিয়েছিলাম। আর পরের ম্যাচেই তুলে নিয়েছিলাম চার উইকেট। ২০২৩ সালেও একই ঘটনা ঘটেছিল। আমি প্রথম কয়েকটি ম্যাচে খেলিনি এবং তারপরে পাঁচ উইকেট নিয়েছিলাম এবং তারপরে চার এবং তারপরেꦑ পাঁচ উইকেট নিয়েছিলাম।’
মহম্মদ শামি আরও বলেন, ‘একমাত্র জিনিস যা আমাকে অবাক করে তা হল সব দলের এমন একজন খেলোয়াড় দরকার যে পা꧂রফর্ম করতে পারে। তিন ম্যাচে ১৩ উইকেট নিয়েছিলাম। আমার কাছ থেকে আর কি আশা করবেন? আমার কাছে প্রশ্ন বা উত্তর নেই। সুযোগ পেলেই নিজেকে প্রমাণ করতে পারব। আপনি আমাকে একটি সুযোগ দিয়েছেন এবং আমি তিনটি ম্যাচে ১৩ উইকেট নিয়েছি। এরপর নিউজিল্যান্ডের কাছে হেরে যাই। সব মিলিয়ে চার ম্যাচ খেলে ১৪ উইকেট নিয়েছেন। ২০২৩ সালে, আমি সাত ম্যাচে ২৪ উইকেট নিয়েছিলাম।’ ২০১৯ বিশ্বকাপে, বিরাট কোহলির অধিনায়কত্বে খেলছিলেন মহম্মদ শামি। সেই সময়ে রবি শাস্ত্রী প্রধান কোচের দায়িত্ব পালন করেছিলেন।
আরও পড়ুন… গাঁজা খেয়ে এসেছে নাকি- ধোনির সঙ্গে রিজওয়ানের তুলনা! পাক সাংবাদিকের ক্লাস ন𒆙িলেন হরভজন