শুভব্রত মুখার্জি:- ১৭ তম আইপিএলের 𒀰সবথেকে বিতর্কিত মুহূর্ত ঘটেছিল লখনউ সুপার জায়ান্টস এবং সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের পর। ম্যাচে বাজেভাবে হেরেছিল সুপার জায়ান্টস দল। ১০ উইকেটে তাদেরকে কার্যত উড়িয়ে দিয়েছিল হায়দরাবাদ দল। ১৬৭ রান মাত্র ৯.৪ ওভারে করে নিয়েছিল হায়দরাবাদ। ম্যাচ শেষে বাউন্ডারির ধারে দেখা গিয়েছিল সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কা দলনায়ক কেএল রাহুলকে রাগতভাবে বকাঝকা করছেন। রাহুল প্রথমে কিছু বোঝানোর চেষ্টা করেন। কিন্তু তাতে ব্যর্থ হয়ে তিনি রনে ভঙ্গ দেন। বিষয়টি নিয়ে চরম জলঘোলা হয়। চাপে পড়ে সঞ্জীব গোয়েঙ্কা পরবর্তীতে নিজের বাসভবনে রাহুলকে আমন্ত্রণ জানিয়ে ব্যাপারটিতে প্রলেপ দেওয়ার চেষ্টা করেন। চলতি টি-২০ বিশ্বকাপের মাঝেই বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন ভারতীয় দলের কিপার ব্যাটার ঋষভ পন্ত। তাঁর মতে আমি প্রতিদিন বকাঝকা খাই। তবে আমি কিন্তু খুব জেদি।
আরও পড়ুন… CFL 2☂023-এর সর্বাধিক গোলদাতাকে তিন বছরের চুক্তিতে মহমেডান থেকে ছিনিয়ে নিল ইস্টবেঙ্গল
ইন্ডিয়া টিভির 'আপ কি আদালত' নামক অনুষ্ঠানে বিষয়টি নিয়ে🥃 ঋষভ পন্ত জানিয়েছেন, ‘আমি সত্যিই বুঝতে পারিনি ওই পরিস্থিতিতে ওখানে ঠিক কী ঘটেছিল (রাহুল এবং গোয়েঙ্কার মধ্যে)। দেখে যা বুঝতে পেরেছি বেশ র⛦েগেই তাদের মধ্যে কথাবার্তা বলা হচ্ছিল। তাও আমি নিশ্চিত নই যে ওখানে ঠিক কী হচ্ছিল। তবে একটা কিছুতো অবশ্যই হচ্ছিল। যা একেবারেই নর্ম্যাল ছিল না। একটা ম্যাচ হারলে এমনিতেই স্বাভাবিকভাবেই অনেক হতাশা থাকে। সাজঘরে এমনকি মাঠেও অনেক কথাবার্তা হয়। তবে যেভাবে গোটা বিষয়টা দেখানোর চেষ্টা হয়েছে সত্যিই বিষয়টি তা কিনা সেই নিয়ে সন্দেহ রয়েছে আমার। আমি রিয়াল টাইমে যখন ঘটনা ঘটছে তখনকার ভিডিয়োটা দেখিনি। যদি সেটা হত তাহলে আমি আপনাকে এই বিষয়টি নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারতাম।’
আরও পড়ুন… T20 WC 2024 থ🉐েকে ছিটকে যাওয়ার পরে দেশে ফিরছেন না বাবর আজম ও পাকিস্তান দলের পাঁচ ক্রিকেটার
ঋষভ পন্ত বিষয়টি নিয়ে বলতে গিয়ে আরও যোগ করেন, ‘আমাকে প্রায় প্রতিদি✤ন বকাঝকা শুনতে হয়। তবে এইসব বিষয়ে কিন্তু আমি খুব জেদি।’ এই বছরে সুপার জায়ান্টস দল শুরুটা বেশ ভালো করেছিল। তবে তারা মাঝপথে খেই হারায়। প্রথম দুই বছর অর্থাৎ ২০২২ এবং ২০২৩ সালে গৌতম গম্ভীর দলের মেন্টর🔥 থাকাকালীন তারা নক আউট পর্যায়ে গিয়েছিল। এই মরশুমে তারা গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছে।এই মরশুম শুরুর আগেই গৌতম গম্ভীর কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে দায়িত্ব নেন। কেকেআর এই বছরে চ্যাম্পিয়ন হয়েছে। ফলে সব মিলিয়ে সেদিন ম্যাচ হারার পরে যে হতাশা ছিল তা আর ধরে রাখতে পারেননি সঞ্জীব গোয়েঙ্কা। যার বহিঃপ্রকাশ তিনি ঘটিয়েছিলেন দলনায়ক কেএল রাহুলের প্রতি,এমনটাই মত বিশেষজ্ঞদের।