শুভব্রত মুখ𒀰ার্জি: চলতি আইপিএলে বেশ ভালো ফর্মেই রয়েছেন ভারত তথা আরসিবি-র প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। ধারাবাহিক ভাবে রান করে চলেছেন তিনি। সদ্য ঘোষণা হওয়া ভারতের টি-২০ বিশ্বকাপের দলেও জায়গা পেয়েছেন তিনি। তবে একটি জায়গা নিয়ে নিন্দুকেরা ব⛦ারবার প্রশ্ন তুলেছেন বা তুলছেন, আর তা হল কোহলির স্ট্রাইক রেট। রান করলেও, টি২০ ফর্ম্যাটে যত দ্রুত রান করা উচিত, বিরাট তা করছেন না বলেই আওয়াজ উঠিয়েছেন নিন্দুকেরা। অনেক প্রাক্তন ক্রিকেটারকেও দেখা গিয়েছে, সেই আওয়াজে গলা মেলাতে। স্ট্রাইক রেট নিয়ে হওয়া এই চিৎকার চেঁচামেচির বিরুদ্ধে মুখ খুলেছেন স্বয়ং কোহলি। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, তিনি এই সব বিষয়কে পাত্তা দেন না। কোহলির এই জবাবে বেশ চটেছেন সুনীল গাভাসকর। শনিবার আইপিএলের ম্যাচ শুরুর আগে ধারাভাষ্য চলাকালীন তিনি কোহলিকে কড়া আক্রমণ করেন। তাঁর স্পষ্ট বক্তব্য, বাইরের চেঁচামেচিকে যদি পাত্তাই না দেন কোহলি, তাহলে কেন জবাব দিতে গেলেন?
শনিবার আরসিবি মুখোমুখি হয়েছে গুজরাট টাইটান্সের। এই ম্যাচ শুরু হওয়ার আগে ধারাভাষ্য দিচ্ছিলেন সুনীল গাভাসকর। ধারাভাষ্য দিতে দিতেই ‘অন এয়ার’ এই মন্তব্য করেছেন কিংবদন্তি ক্রিকেটার। গাভাসকর এদিন মন্তব্য করেছেন, ‘ধারাভাষ্যকাররা তো তখন প্রশ্ন তুলেছে (বিরাটের প্রতি), যখন স্ট্রাইক রেট মাত্র ১১৮ ছিল। যদিও আমি বিষয়টি নিয়ে ১০০ শতাংশ নিশ্চিত নই। কারণ আমি এই মুহূর্তে খুব বেশি ম্যাচও দ🀅েখছি না। তাই আমি এটা বলতে পারব না যে, বাকি ধারাভাষ্যকার🔯রা কী বলেছে । তবে এটা বলতে পারি যে, তোমার (বিরাটের) স্ট্রাইক রেট যদি ১১৮ থাকে এবং তার পর যদি ওই স্ট্রাইক রেট থাকাকালীন তুমি ১৪-১৫ ওভারে আউট হয়ে যাও তাহলে বিষয়টি মেনে নেওয়া মুশকিল। তুমি যদি এর জন্য ক্রেডিট চাও, হাততালি চাও, তাহলে ব্যাপারটা অন্য রকম।’
এর পর গাভাসকর আরও যোগ করেন, ‘সমস্ত ক্রিকেটারদের তো আমি এখন বলতে শুনি যে, বাইরের আওয়াজ, চিৎকার চেঁচামেচিকে তারা পাত্তা দেয় না। তাহলে কেন বা ঠিক কী কারণে তুমি বা তোমরা বাইরের এই সব আওয়াজের প্রত্যুত্তর দিচ্ছ! আমরা সবাই তো অল্প অল্প ক্রিকেট খেলেছি তাই না, খুব বেশি খেলিনি সেটা ঠিক। আমাদের তো আলাদা কোনও এজেন্ডা নেই। আমরা যেটা দেখি, সেটাই বলে দিতে পারি। আমাদের আলাদা করে কোনও পছন্দ বা অপছন্দ নেই। আর𝓰 যদি আমাদের পছন্দ বা অপছন্দের কিছু থেকেও থাকে তাহলেও আমরা যেটা ঘটছে বাস্তবে, যেটা সত্যি সেটাই বলি।’