চলতি আইপিএলে রাজস্থান রয়্♓যালসকে সাফল্যের সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন সঞ্জু স্যামসন। রাজস্থানের বিজয়রথকে সামনে থেকে টেনে নিয়ে যাচ্ছেন ক্যাপ্টেন সঞ্জু। আইপিএল ২০২৪-এ স্যামসনের পারফর্ম্যান্সে চোখ রাখলে এটা মনে হওয়াই স্বাভাবিক যে, ঋষভ পন্ত বা লোকেশ রাহুল নন, ভারতের টি-২০ বিশ্বকাপ দলে প্রথম পছন্দের কিপার হওয়া উচিত সঞ্জুর।
আইপিএল ২০২৪-এ সঞ্জু স্যামসনের ব্যক্তিগত পারফর্ম্যান্স:-
স্যামসন ৯টি ইনিংসে ৭৭.০০ গড়ে টুর্না🌱মেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ৩৮৫ রান সংগ্রহ করেছেন। তিনি হাফ-সেঞ্চুরি করেছেন ৪টি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ৮২ রানের। সঞ্জু ১৬১.০৮ স্ট্রাইক-রেটে রান সংগ্রহ করেছেন। মেরেছেন ৩৬টি চার ও ১৭টি ছক্কা। উইকেটকিপারের দস্তানা হাতে ক্যাচ ধরেছেন ৭টি।
উইকেটকিপার-ক্যাপ্টেন হিসেবে আইপিএল ২০২৪-এ এখনও পর্যন্ত সঞ্জুর কৃতিত্ব:-
১. উইকেটকജিপার-ক্যাপ্টেন হিসেবে সব থেকে বেশি রান (৩৮৫) করেছেন।
২. উইকেটকিপা꧑র-ক♉্যাপ্টেন হিসেবে সব থেকে বেশি ম্যাচ (৮টি) জিতেছেন।
৩. উইকেটকিপার-ক্যাপ্টেন💯 হিসেবে সেরা ব্যাটিং গড় (৭৭.০০) সঞ্জুর।
৪. উইকেটকিপার-ক্যাপ্টেন হিসেবে সব থেকে বেশি সജ্ট্রাইক-রেট (১৬১.০৮) স্যামসনের।
৫. উইক𒆙🎉েটকিপার-ক্যাপ্টেন হিসেবে সব থেকে বেশি হাফ-সেঞ্চুরি (৪টি) করেছেন।
উল্লেখ্য, ঋষভ প❀ন্ত ও লোক🧸েশ রাহুলের থেকে রান, ব্যাটিং গড়, স্ট্রাইক-রেট, হাফ-সেঞ্চুরি, সবেতেই এগিয়ে সঞ্জু স্যামসন।
আইপিএল ২০২৪-এ লোকেশ রাহুলের ব্যক্তিগত পারফর্ম্যান্স:-
লোকেশ ৯টি ইনিংসে ৪২.০০ গড়ে টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ ৩৭৮ রান সংগ্রহ করেছেন। তিনি হাফ-সেঞ্চুরি করেছেন ৩টি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনি𝓰ংস ৮২ রানের। রাহুল ১৪৪.ܫ২৭ স্ট্রাইক-রেটে রান সংগ্রহ করেছেন। মেরেছেন ৩৪টি চার ও ১৪টি ছক্কা। উইকেটকিপারের দস্তানা হাতে রাহুল ক্যাচ ধরেছেন ৯টি এবং স্টাম্প করেছেন ২টি।
আইপিএল ২০২৪-এ ঋষভ পন্তের ব্যক্তিগত পারফর্ম্যান্স:-
পন্ত ১০টি ইনিংসে ৪৬.৩৭ গড়ে টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ ৩৭১ রান সংগ্রহ করেছেন। তিনি হাফ-সেঞ্চুরি করেছেন ৩টি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ৮৮ রানের। ঋষভ ১৬০.৬০ স্ট্রাইক-রেটে রান সংগ্রহ করেছেন। মেরেছেন ২৯টি চার ও 🏅২৩টি ছক্কা। উইকেটকিপারের দস্তানা হাতে পন্ত ক্যাচ ধরেছেন ১১টি এবং স্টাম্প করেছেন ৩টি।
উল্লেখ্য, চলতি আইপিএলে নিজ নিজ ফ্র্যাঞ্চাইজি দলকে নেতৃত্ব দিচ্ছেন লোকেশ রাহুল এবং ঋষভ পন্তও। রাহুল যথারীতি ক্যাপ্টেন্সি করছেন লখনউ সুপার জায়ান্টস দলের। পন্ত ক্যাপ্টেন হিসেবে কামব্যাক করেছেন দিল্লি ক্যাপিটালস শিবিরে। এবারের আইপিএলে সঞ্জুর নেতৃত্বে রা꧑জস্থান তাদের প্রথম ৯ ম্যাচের ৮টিতে জিতেছে। লো💖কেশের নেতৃত্বে লখনউ জিতেছে ৯ ম্যাচের ৫টিতে। পন্তের নেতৃত্বে দিল্লি জয় পয়েছে ১০ ম্যাচের ৫টিতে।