ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে ম্যাচের দখল আরও শক্ত করে ফেলেছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের দ্বিতীয় দিনের খ🍬েলা শেষে দক্ষিণ আফ্রিকা তাদের দ্বিতীয় ইনিংসে স্কোর বোর্ডে ৫ উইকেট হারিয়ে বোর্ডে ২২৩ রান তুলেছে। প্রথম ইনিংসে ১৬ রানের লিড নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। এবার অতিথি দল দক্ষিণ আফ্রিকা মোট ২৩৯ রানের লিড নিয়েছে। এর মধ্য দিয়ে জয়ের গন্ধ পাচ্ছে তারা। আসলে ধীরে ধীরে জয়ের পথে পা বাড়াতে শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। দিনের খেলা শেষে, রান করার পর ক্রিজে উপস্থিত রয়েছেন উইয়ান মুল্ডার (৩৪) ও কাইল ভেরিন (৫০)। তৃতীয় দিনেই এই ম্যাচে জয়ের দিকে নজর থাকবে দক্ষিণ আফ্রিকার।
আরও পড়ুন… I🐷PL 2025: পঞ্জাব ক💧িংস শিবিরে তুমুল অশান্তি! চণ্ডীগড় হাইকোর্টের দ্বারস্থ প্রীতি জিন্টা
গায়ানা টেস্টের প্রথম দিন ছিল বোলারদের নামে। দুই দল মিলে মোট ১৭ উইকেট শিকার করেছিল। দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে মাত্র ১৬০ রানে অলআউট হয়ে যায়। এরপরে ওয়েস্ট ইন্ডিজও দিনের খেলা শেষে মাত্র ৯৭ রানে সাত উইকেট হারিয়ে ফেলেছিল। দ্বিতীয় দিনেও দক্ষিণ আফ্রিকার বোলাররা বিপর্যয় সৃষ্টি করে এবং স্বাগতিকদের মাত্র ১৪৪ রানে অলআউট করে দেয়। এর ফলে ১৬ রানের লিড নেয় দক্ষিণ আফ্রিকা। এই সময়ে জেসন হোল্ডার ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ স্কোরার ছিলেন। তিনি করেছিলেন ৫৪ রান। হোল্ডার ছাড়া অন্য 💦কোনও ব্যাটসম্যান ৩০ 🅷রান ছুঁতে পারেননি। দক্ষিণ আফ্রিকার হয়ে মুল্ডার ৪টি উইকেট নেন এবং বার্গার ও মহারাজ যথাক্রমে ৩টি ও ২টি করে উইকেট শিকার করেন।
আরও পড়ুন… PKL Player Auction: সচিনের দর উঠল ২.১৫ কোটি টাকা! ১১৮ জনেಞর জন্য ব্যয় হল রেকর্ড ৩০ কোটℱিরও বেশি
এইডে𒊎ন মার্করাম (৫১) এবং টনি ডি জর্জি (৩৯) দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে একটি ভালো সূচনা এনে দেন এবং প্রথম উইকেটে ৭৯ রান যোগ করেন। এর পরে দলটি কিছুটা বিপর্যস্ত হয়ে পড়ে কারণ দলটি ১৩৯ রান পর্যন্ত মোট ৫ উইকেট হারিয়েছিল। তারপর মুলডার এবং ভেরিন দলের হাল ধরেন এবং ষষ্ঠ উইকেটে ৮৪ রানের জুটি গ🎃ড়েন। এই দুই ব্যাটসম্যানই এখনও ক্রিজে রয়েছেন।
আরও পড়ুন… অংশু মালিকের বড় ঘোষণা! ১২ বছরের স্বপ্ন꧋ ভাঙতেই বিরতি নে🐷ওয়ার সিদ্ধান্ত নিলেন ভারতীয় কুস্তিগীর
দ্বিতীয় ইনিংসে জেডেন সিলস ১৬ ওভার বল করে ৫২ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছেন। এছাড়াও গুড💧়াকেশ মোতি ২২ ওভার বল করে ৬১ রান দিয়ে ২ উইকেট শিকার করেছেন। এদিন তেম্বা বাভুমা ১৮ বলে মাত্র চার ♎রান করেই সাজঘরে ফিরেছেন। ডেভিড বেডিংহ্যাম শূন্য করে সাজঘরে ফেরেন। ত্রিস্তান স্টাবস ৭৫ বলে ২৪ রানের ইনিংস খেলেন। তৃতীয় দিনে দক্ষিণ আফ্রিকা কত রানের লিড নেয় সেটাই এখন দেখার।