শুভব্রত মুখার্জি:- এই মুহূর্তে মেয়েদের এশিয়া কাপ খেলতে গিয়েছে ভারতীয় দল। হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দল এবারেও এশিয়া কাপ জয়ের অন্যতম দাবিদার। দলের সহ অধিনায়কের দায়িত্বে রয়েছেন স্মৃতি মন্ধনা। দলের ওপে൲নিংয়ের দায়িত্বও সামলান এই বাঁহাতি ওপেনার। ভারত চলতি এশিয়া কাপে ইতিমধ্যেই তাদের প🌠্রথম ম্যাচ খেলে ফেলেছে। প্রথম ম্যাচেই তারা মুখোমুখি হয়েছিল তাদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। প্রথম ম্যাচেই তারা বড় ব্যবধানে জয় পেয়েছে।আর এই ম্যাচের পরেই ঘটে গিয়েছে এমন একটা ঘটনা যাতে সকলেই ভালোবাসায় ভরিয়েছেন স্মৃতি মন্ধনাকে। বিশেষভাবে সক্ষম এক সমর্থকের প্রতি তাঁর হৃদয়স্পর্শী আচরণ মন জয় করে নিয়েছে সকলের।
আরও পড়ুন… আর কি আশা করত? হঠাৎ করেই বিরাট কোহলি- রবি শাস্ত্൩রীর বি♍রুদ্ধে সরব হলেন মহম্মদ শামি
ম্যাচ শেষে আয়োজক দেশ শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে একটি ভিডিয়ো পোস্ট করা হ💧য়েছে। সেই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। আদিশা হেরাথ একজন শ্রীলঙ্কা ক্রিকেটের সমর্থক। তাঁর সঙ্গেই স্মৃতির বেশ কিছু মিষ্টি মুহূর্ত ভাইরাল হয়েছে। ডাম্বুলাতে ভারত বনাম পাকিস্তানের প্রথম ম্যাচ শেষ হওয়ার পরে বড়সড় চমক পান আদিশা। তাঁর স্বপ্ন সত্যি হয়। তিনি দেখা করার সুযোগ পান ভারতের সহ অধিনায়কের সঙ্গে। পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পরে ম্যাচ শেষে বিশেষভাবে সক্ষম আদিশার সঙ্গে দীর্ঘক্ষণ জমিয়ে আড্ডা দেন। দুজনকেই বেশ হাসিখুশি দেখাচ্ছিল। এরপর আদিশাকে একটি মোবাইল ফোন ও উপহার দেন স্মৃতি। স্বাভাবিকভাবেই এই উপহার পেয়ে আদিশার চোখে মুখে আনন্দের ছাপ ছিল স্পষ্ট।
আরও পড়ুন… প্রথমেই সূর্যের কথা বলেননি গম্ভীর,🏅 হার্দিক ক্যাপ্টেন না হওয়ার পিছনে রয়েছে এক অন্য গল্প
স্টেডিয়ামেই তিনি ওই সমর্থকের সঙ্গে ছবিও তোলেন। প্রসঙ্গত প্রথম ম্যাচে ভারত, পাকিস্তানের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পেয়েছে। সাত উইকেটে ভারত হারিয়ে দিয়েছে পাকিস্তান দলকে। ম্যাচে প্রথমে ব্যাট করে পাকিস্তান দল। তারা মাত্র ১০৮ রানে অলআউট হয়ে যায়। দলের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন সিড্রা আমিন।ভারতের হয়ে তিনটি উইকেট নেন দীপ্তি শর্মা। জবাবে মাত্র তিন উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ব্যাট হাতে দাপট দেখান শেফালি বর্মা (৪০) এবং স্মৃতি মন্ধনা (৪৫)। ভারত প্রথম উইকেটেই ৮৫ রান তুলে নিয়েছিল। একটা সময়ে ম🃏নে হয়েছিল ভারত হয়ত দশ উইকেটে ম্যাচ জিতবে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে ম্যাচে কিছুটা কামব্যাক করে পাকিস্তান।মূলত তাদের বোলারদের হাত ধরে ম্যাচে তারা সাময়িক কামব্যাক করলে ও শেষ রক্ষা করতে পারেননি।