বারবার বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের সূচি বদলে নিজেদের হাসির খোরাক করে তুলতে রাজি নয় বিসিসিআই। তাই পত্রপাঠ নাকচ করা হল হায়দরাবাদ ক্রিকেট সংস্থার অনুরোধ। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে, ফের বি🃏শ্বকাপের সূচি বদল করা সম্ভব নয়🔯।
উল্লেখ্য, বিশ্বকাপ শুরুর ১০০ দিন আগে বিসিসিআই টুর্নামেন্টের পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি ঘোষণা করে।🉐 পরে তাদের বদলাতে হয় ৯টি ম্যাচের দিনক্ষণ। নবরাত্রির জন্য আমদাবাদে ১৫ অক্টোবর ভারত-পাক মহারণ আয়োজন সম্ভব ছিল না। সেটা উপলব্ধি করেই ম্যাচটি এক দিন এগিয়ে নিয়ে আসা হয়। ইডেনে কালীপুজোর রাতে পাকিস্তানের ম্যাচ আয়োজন নিয়ে আপত্তি জানায় কলকাতা পুলিশ। ফলে সেই ম্য়াচটির সূচিও বদলাতে হয়।
উল্লেখযোগ্য বিষয় হল, বিশ্বকাপের মতো টুর্নামেন্টে যেহেতু প্রতিদ🎃িন ম্যাচ খেলা হয়, তাই একটি ম্যাচের দিনক্ষণ বদলালে অন্য বেশ কয়েকটি ম্যাচের সূচিতে প্রভাব পড়তে বাধ্য। উদাহরণ হিসেবে বলা যায় যে, রবিবারের ম্যাচ যদি সোমবার আয়োজন করতে হয়, তাহলে সোমবার যে ম্যাচটি খেলার কথা ছিল, সেটিকে অন্য দিনে আয়োজন করতে হবে।
আরও পড়ুন:- Maharaja Trophy: হার্দিকের রাজ মহারাজা টꦉ্রফিতে, ‘১২ ওভারেই’ প্রতিপক্ষকে ওড়াল গুলবার্গা
কোন সমস্যার মুখে পড়ে বিসিসিআইকে চিঠি লেখে হায়দরাবাদ ক্রিকেট সংস্থা:-
প্রথম দফায় সূচি বদলের পরেই কপাল পোড়ে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের। প্রাথমিকভাবে তাদের ৬, ৯ ও ১২ অক্টোবর বিশ্বকাপের ৩টি ম্যাচ আয়োজন করার কথা ছিল। হায়দরাবাদে পাকিস্তান বনাম শ্রীলঙ্কা লিগ ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ১২ অক্টোবর। সেই ম্যাচটি ১০ অক্টোবরে এগিয়ে নিয়ে আসা হয়। যেহেতু ৯ অক্টোবর নিউজিল্যান্ড বনাম নেদারল্যান্ডস ম্যাচটি হায়দরাবাদে অনুষ্ঠিত হবে, তাই পরপর ২ 💫দিন বিশ্বকাপের ২টি ম্যাচ আয়োজনের দায়ভার চাপে হায়দরাবাদ ক্রিকেট সংস্থার ঘাড়ে।
এক্ষেত্রে পরপর ২ দিন বিশ্বকাপের ২টি ম্যাচের নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে সংশয়ে পড়ে হায়দরাবাদ পুলিশ। বিশেষ করে পাকিস্তান ম্যাচের আগে বাড়ত𒁏ি নিরাপত্তার বন্দোবস্ত করতে 💙হবে বলেই তারা বেঁকে বসে। বাধ্য হয়েই হায়দরাবাদ ক্রিকেট সংস্থা বিসিসিআইকে সূচি বদলের অনুরোধ জানায়, যে অনুরোধে সাড়া দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। অর্থাৎ, যত সমস্যাই হোক না কেন, হায়দরাবাদ ক্রিকেট সংস্থাকে পরপর ২ দিন বিশ্বকাপের ২টি ম্যাচ আয়োজন করতে হবে।
হায়দরাবাদে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপ ম্যাচগুলির সূচি:-
৬ অক্টেবর: পাকিস্তান বনাম নেদারল্যান্ডস।
৯ অক্টেবর: নিউজিল্যান্ড বনাম নেদারল্যান্ডস।
১০ অক্টেবর: পাকিস্তান বনাম শ্রীলঙ্কা।