এবারের বিশ্বকাপ একেবারেই ভালো যাচ্ছে না শ্রীলঙ্কার জন্য। পরপর ম্যাচ হারার পর এমনিতেই কোনঠাশা হয়ে যায় দলটি। জয় বলতে মাত্র দুটি, ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে। এবার আরও বড় চাপের🐈 মুখে পড়ল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। সেই দেশের ক্রীড়া মন্🍌ত্রী রোশান রনসিংহে বরখাস্ত করল বোর্ডের সব সদস্যদের। জানা গিয়েছে, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে লজ্জাজনক হারের জেরে (৩০২ রানে হার) এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে রোশান রনসিংহে। এই বড় ব্যবধানে হারের পর ক্ষোভ প্রকাশ করেছে গোটা দেশের ক্রিকেটপ্রেমীরা। এমনকী, শাম্মি সিলভা সহ গোটা বোর্ড কর্তাদের পদত্যাগের দাবিতে চিঠি দেওয়া হয়েছিল প্রশাসনকে। বিষয়টি চরম পর্যায়ে চলে যাওয়ার পর এই সিদ্ধান্ত নিতে বাধ্য হন ক্রীড়া মন্ত্রী।
ঘটনা সম্পর্কে জানা গিয়েছে, ভারতের হাতে ৩০২ রানে লজ্জাজনকভাবে পরাজিত হওয়ার পর শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের চত্বরের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে সেই দেশের ক্রিকেট♈প্রেমীরা। বিক্ষোভকারীদের উগ্রতা এমন পর্যায়ে চলে যায় যে শেষ পর্যন্ত পুলিশ নামা🌃তে বাধ্য হয় প্রশাসনকে। সেই সঙ্গে রনসিংহ ১৯৭৩ সালের ২৫ নম্বর ক্রীড়া আইনে সাহায্যে অস্থায়ী সাত সদস্যের কমিটি গড়ে ফেলেন। এই কমিটিতে রয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন তারকা অর্জুনা রণতুঙ্গা সহ তিনজন অবসরপ্রাপ্ত বিচারপতি।
উল্লেখ্য, এই বিশ্বকাপে টিম ইন্ডিয়ার কাছে ৩০২ রানে হারে কুশল মেন্ডিস বাহিনী। প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত ৫০ ওভারে ৩৫৭ রান তোলে। অর্ধশতরান করেন ওপেনার শুভমন গিল (৯২), বিরাট কোহলি (৮৮) এবং শ্রেয়স আইয়ার (৮২)। এছাড়াও মারমুখী ইনিংস খেলেন অন্যান্য ভারতীয় ব্যাটাররা। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে সর্বোচ্চ প♓াঁচটি উইকেট নেন দিলশাꦬন।
জবাবে রান তারা করতে নেমে ১৯.৩ ওভারে সবকটি উইকেট হারায় শ্রীলঙ্কা। ভারতের বোলারদের মধ্যে সর্বোচ্চ পাঁচটি উইকেট নেন মহম্মদ শামি। এছাড়া তিনটি উইকেট নেন মহম্মদ সিরাজ এবং একটি করে উইকেট নেন রবীন্দ্র জাদেজা ও জসপ্রীত বুমরাহ। ম্যাচের সেরা হন মহম্মদ শামি। তবে এটি প্রথম বার নয় এর কিছুদিন আগেও এশিয়া কাপের ফাইনালে ভাꩵরতের হাতে লজ্জাজনক ভাবে হার হয়েছিল শ্রীলঙ্কা বাহিনীর। লাগাতার হারের পর কোন দিকে এগোচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট? বোর্ডের সমস্ত সদস্যদের বরখাস্ত করে দেওয়ার পর কি পরিণতি হতে চলেছে? জল্পনা বাড়ছে। তবে শ্রীলঙ্কার ক্রিকেট যে বেশ টালমাতাল পরিস্থিতির মধ্যে পড়েছে তা বলার অপেক্ষা রাখে না।