Pat Cummins on Glenn Maxwell- হারা ম্যাচ কীভাবে জিততে হয় সেটা দেখিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার গ্লেন ম্য়াক্সওয়েল। প্রায় হাতের মুঠো থেকে বেরিয়ে যাওয়া ম্যাচকে একার লড়াইয়ে জিতিয়েছেন এই অজি ব্যাটার। অস্ট্রেলিয়ার এই জয়কে এখনও অনেকেই বিশ্বাস করতে পারছেন না। ২৯২ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে একটা সময়ে ৯১ রানে ৭ উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়🐼া সেখান থেকে কীভাবে এই ম্যাচ জিতল তারা? যারা ম্যাচটি দেখেননি তারা সকলেই হয়তো এমন প্রশ্ন করতে পারেন। এই ম্যাচকে নিজের মতো করেই ব্যাখ্যা করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।
এদিনের ম্যাচের পরে অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স বলেছেন, ‘এটা অসাধারণ। এটা কীভাবে বর্ণনা করব জানি না। এটা একটা দারুণ জয়! এটি এমন একটা ঘটনা যেটি সর্বকালের সবচেয়ে বড় বিষয় হতে প🍬ারে। একদিন লোকে বলবে হ্যাঁ, আমি এই খেলাটা দেখতে স্টেডিয়ামে উপস্থিত ছিলাম।’ তবে শুধু ম্যাচ নয়, ম্যাচের আসল নায়ক গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়েও উল্লাসে ফেটে পড়েছে অজি শিবির। দলে এখন নায়কের সম্মান পাচ্ছেন তিনি। ম্যাক্সওয়েল প্রসঙ্গে কামিন্স বলেন, ‘তিনি দুর্দান্ত ছিলেন, তিনি শান্ত ছিলেন। তার সবসময় একটা পরিকল্পনা ছিল। এমনকি ২০০ রানে পিছিয়ে থেকেও সেভাবে খেলা জিততে পারাটা সত্যিই বিশেষ ছিল।’
গ্লেন ম্যাক্সওয়েল ম্যাচের একটা সময়ে নিজের চোট নিয়ে লড়াই করছিলেন। একদিকে আফগান বোলার অন্যদিকে পেশির টান। এই দুইয়ের সঙ্গে ম্যাচের মাঝেই লড়াই করছিলেন ম্যাক্সওয়েল। একটা সময়ে মনে 🔥হয়েছিল তিনি হয়তো আর খেলতে পারবেন না। সেই সময়ে ডাগআউট থেকে মাঠে প্রায় নেমেই গিয়েছিলেন অ্যাডাম জাম্পা। তবে ম্যাক্সওয়েল মাঠ ছাড়েননি। চোট ও আফগান বোলার সবকিছুর সঙ্গেই লড়াই চালিয়ে যান। এই প্রসঙ্গে কামিন্স বলেন, ‘আমাদের দুজন খেলোয়াড় লাইন আপে ছিল। জাম্পা তিনবার অন এবং অফ হয়েছিলেন, কিন্তু ম্যাক্সি সেখানে থাকতে চেয়েছিলেন। এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে আপনি যে কোনও জায়গা থেকে জিততে পারেন। আমরা এখন সেমিফাইনালে, এটাই দারুণ।’
বর্তমানে সেমিফাইনালের টিকিট পাকা করেছে অস্ট্রেলিয়া। এখান থেকে নিজেদের খেলাকে♔ আরও ভালো করতে চায় টিম অস্ট্রেলিয়া। এদিন অস্ট্রেলিয়ার খ🅰েলার ভুল ভ্রান্তি নিয়ে প্রশ্ন করা হলে প্যাট কামিন্স বলেন, ‘এই প্রশ্নের উত্তর দেওয়ার এটা সঠিক সময় বা সঠিক জায়গা নয়, আমরা বিরতিতে যাচ্ছি। আমি মনে করি এখানে টস কিছুটা জটিল, প্রথম ২০ ওভার খুব গুরুত্বপূর্ণ। স্পষ্টতই আমরা আরও ভালো করতে পারতাম।’