রোহিত শর্মা ও ‘বড়া পাও’ - সেই সম্পর্কটা যেন অন্তহীন। তবে মুম্বইয়ের ছেলে হিসেবে সেটার মধ্যে আশ্চর্যজনক কোনও বিষয় নেই। আর বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে রোহিতের আক্রমণাত্মক ইনিংস দেখে মজা করে সেই ‘বড়া পাও’ প্রসঙ🍸্গ টেনে আনলেন ধারাভাষ্যকার হর্ষ ভোগলে। পঞ্চম ওভারে ট্রেন্ট বোল্টের বলে রোহিত একটা ছক্কা হাঁকানোর পরে সেই মন্তব্য করেন তিনি। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। যা শুনে নেটিজেনদের একাংশ তুমুল হাসিতে ফেটে পড়েছেন। আবার নেটিজেনদের একাংশের সেই মন্তব্য পছন্দ হয়নি। সেই মন্তব্যের জন্য ভোগলের সমালোচনায় সরব হয়েছেন তাঁরা।।
বুধবার সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিধ্বংসী ছন্দে শুরু করেন রোহিত। আক্রমণাত্মক ছন্দে খেলতে থাকেন তিনি। তারইমধ্যে বোল্টের ওভারে ভারতীয়অ অধিনায়ক একটি ছক্কা হাঁকানোর পরই সেই 'বড়া পাও' মন্তব্য করেন হর্ষ। পঞ্চম ওভারের দ্বি꧒তীয় বলে হুক শট মারেন রোহিত। কিছুটা শর্ট লেংথে বল করেন বোল্ট। আর সেই লেংথে রোহিতকে বল করলে যা পরিণতি হওয়ার কথা সেটাই হয়। বলটার জন্য অপেক্ষা করছিলেন ভারতীয় অধিনায়ক। লং লেগের জন্য স্ট্যান্ডে বলটা ফেলে দেন।
তারপর এক রান নেন রোহিত। স্ট্রাইকে আসেন শুভমন গিল। তাঁকে বোল্ট যখন চতুর্থ বল করতে আসছিলেন, তখন কমেন্ট্রি বক্সে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক তথা ধারাভাষ্যকার নাসের হুসেন বলেন, 'ও (রোহিত) ড্রেসিংরুমে স্পষ্ট বার্তা দিয়ে গেল যে (সেমিফাইনাল বা নক-আউট হলেও) আমি আমার খেলার ভঙ্গি পালটে ফেলব না।' ꦦতারপ✅রই হর্ষ বলেন, ‘হোল্ড মাই বড়া পাও মে বি।’
আর হর্ষের সেই মন্তব্যের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। হাসি থামাতে পারেননি নেটিজেনদের একাংশ। এক নেটিজেন বলেন, ‘হর্ষ ভোগলে বললেন যে হোল্ড মাই বড়া পাও।’ তবে কেউ-কেউ চটেও গিয়েছেন সেই মন্তব্যে। এক নেটিজেন বলেন, ‘হর্ষ ভোগলে কি রোহিত শর্মার বড়া পাও নিয়ে কটাক্ষ 🐲করলেন? সত্যিই হর্ষ? যে অধিনায়ক সামনে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন, মাঠে নিজের ২০০ শতাংশ উজাড় করে দিচ্ছেন, সেমিফাইনালে বোলারদের পিটিয়ে ছাতু করছেন - তিনি হোল্ড মাই বড় পাওয়ের থেকে অন্য প্রশংসার দাবিদার।’
এমনিতে রোহিত সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২৯ বলে ৪২ রান করেন ভারতীয় অধিনায়কౠ। চারটি চার এবং চারটি ছক্কা হাঁকান। স্ট্রাইক রেট ১৬২.০৬। তিনি যেভাবে বিধ্বংসী শুরু করেন, সেটার উপরই ভর করে নির্ধারিত ৫০ ওভারে চার উইকেটে ৩৯৭ রান তোলে ভারত।