ডেঙ্গির জন্য বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ অর্থাৎ অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে পারেননি শুভমন গিল। অবশেষে ভারতীয় তৃতীয় ম্য𓆉াচে অর্থাৎ আজ পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নেমেছেন এই তরুণ ব্যাটার। বর্তমানে তিনি পুরোপুরি সুস্থ। ফলে আজকের ম্যাচে নামতে কোনও রকম সমস্যা হয়নি তাঁর। 🍃গিল না থাকায় গত দুই ম্যাচে ওপেন করেন ইশান কিষান। শুভমন ফেরায় ইশানকে আজ দলে রাখেনি টিম ম্যানেজমেন্ট।
শুভমনের পাশাপাশি ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন প্রখ্যাত ধারাভাষ্𓆉যকার হার্শ ভোগলে। কয়েক দিন আগে নিজেই সেই কথা সোশ্যাল মিডিয়ায় জানান তিনি। সেই সঙ্গে তিনি এও জানান, ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার পর তাঁর শারীরিক দুর্বলা অনেকটাই বেড়ে গিয়েছে। যার ফলে তিনি ভারত-পাক ম্যাচে থাকতে পারবেন না। পরের ম্যাচে তিনি ফের আবার ফিরবেন।
প্রখ্যাত এই ধারাভাষ্যকার যখন ডেঙ্গি আক্রান্ত হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, তার আগেই সুস্থ হয়ে উঠেছিলেন গিল। অনেকেই তখন বলতে শুরু করেন একজন ডেঙ্গি মুক্ত হতে না হতেই অন্য একজন সেই রোগে আক্রান্ত হয়েছেন। তবে 🍌ভারতীয় দলের জন্য সুখবর হল গিল ফিরেছেন। ভারতীয় ব্যাটিং অর্ডারে যে অনেকটাই শক্তি বেড়েছে তা বলার অপেক্ষা রাখে না।
তবে ডেঙ্গি কাটিয়ে উঠে ৫০ ওভারের ম্যাচ খেলা যে বেশ কঠিন কাজ তা মেনে নিচ্ছেন হার্শ ভোগলেও। টুইট করে তিনি লিখেছেন, 'বড় পরীক্ষা হতে চলেছে গিলের জন্য। এই গরমে ৫০ ওভার ফিল্ডিং করার পর আবার ব্যাট করতে নামা। অনেকটা ধকল নিতে হবে। ও সবে মাত্র ডেঙ্গি থেকে উঠেছে। তবে চিকিৎসক দলের উপর ভরসা রাখতে হবে।' গিলের জন্য যে এই প্রখ্যাত ধারাভাষ্যকার বেশ চিন্তিত রয়েছেন তা তাঁর টুইট🐻েই স্পষ্ট রয়েছে। বর্তমানে তিনি ডেঙ্গির জন্য চিকিৎসাধীন।
অন্যদিকে আজ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমেছে। টসে জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছেন রোহিত। যদিও শুরু থেকেই কিছুটা হলেও বেশ ধরে খেলতে থাকে পাকিস্তান দল। ভারতীয় বে♉ালারদের উপর বেশ চাপ বিস্তার করেন তারা। তবে ভারতীয় বোলাররাও প্রস্তুত পাক ব্যাটারদের রুখে দিতে। এখন এটাই দেখার বিষয় আজ জয়ের হ্যাটট্রিক করতে পারে কিনা টিম ইন্ডিয়া।