শুভব্রত মুখার্জি: চলতি ওডিআই বিশ্বকাপে পাকিস্তান দল আদৌ সেমিফাইনালে যাবে, নাকি আরও একবার হতাশাকে সঙ্গী করে দেশে ফিরবে, তা জানতে অপেক্ষা আর কয়েকটা দিনের। বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান দল শুরুটা বেশ ভালো করেছিল। নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয় পায় তারা। এর পরের ম্যাচেই ভারতের বিরুদ্ধে বড় ব্যবধানে হারতে হয় পাক দলকে।এর পর থেকে সব মিলিয়ে চারটি ম্যাচে হেরেছে পাকিস্তান দল। এমন আবহে এসে এবার তারা পরপর দু'টি ম্যাচে জিতে সেমিফাইনালের আশা বাঁচিয𝕴়ে রেখেছে। শেষ ম্যাচে ইডেন গার্ডেন্সে বড় ব্যবধানে তাদের জিততে হবে ইংল্যান্ডের বিপক্ষে। পাশাপাশি আশা করতে হবে, কয়েকটা ম্যাচের ফল যাতে তাদের পক্ষে যায়। আর এটা হলেই সেমিফাইনালের দরজা পাক দলের জন্য খোলা সম্ভব। এমন আবহে দাঁড়িয়ে পাকিস্তানের ডিরেক্টর অফ ক্রিকেট মিকি আর্থার ঐশ্বরিক শক্তির সাহায্য প্রার্থনা করে বসলেন।
আর্থার বলেছেন, ‘কেউ জানে না টু্র্নামেন্টের বাকি ম্যাচগুলোতে আমরা কি করতে যাচ্ছি। আমাদের ভাগ্যে কী লেখা রয়েছে। আমার কেন জানি না মনে হচ্ছে, আমরা সেমিফাইনালে যাবই। তবে দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়। আমরা য꧅েটা জানি, সেটা হল শনিবারের ম্যাচটায় সবটাই আমাদের হাতে রয়েছে। আমাদের পারফরম্যান্সের উপর নির্ভর করছে সব কিছু। কিছুটা ঐশ্বরিক শক্তির সাহায্য পেলে আমরা সেমিফাইনালে নিশ্চিত ভাবেই যেতে পারি। তবে আমাদের ভালো খেলতেই হবে। এর কোনও বিকল্প নেই। আমরা এই বিশ্বকাপে একটাই পারফেক্ট ম্যাচ খেলেছি। আর আমরা সেটা খেলেছি বাংলাদেশের বিরুদ্ধে।’