এবারের বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে চলেছে আফগানিস্তান দল। এখনও পর্যন্ত তারা ৭টি ম্যাচ খেলেছে। যার মধ্যে তিনটি ম্যাচে জিতেছেন রশিদ খানরা। আজ অর্থাৎ ৭ নভেম্বর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছে আফগানরা। সেই ম্যাচেও দাপট অব্যাহত রেখেছে তারা। এদিন অজিদের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেম𓂃ে ৫ উইকেট হারিয়ে ২৯১ রান তোলে আফগানিস্তান। দুর্দান্ত ব্যাট করেন ইব্রাহিম জাদরান। মাত্র ১৪৩ বলে ১২৯ রানের ইনিংস খেলেন তিনি। তাঁর এই ইনিংসটি সাজানো ছিল ৮টি বাউন্ডারি এবং ৩টি ওভার বাউন্ডারির সৌজন্যে।
এবারের বিশ্বকাপে আফগানদের এই পারফরম্যান্স প্রশংসা ফেলে দিয়েছে। বড় বড় দলকে তারা হারিয়েছে। সেই সঙ্গে সেমিফাইনালের গন্ধ পেতে শুরু করে দিয়েছে তারা। বিশ্বকাপে সেমির টিকিট পেয়ে গেলে আফগানিস্তান দল ক্রিকেট ইতিহাসের পাতায় নাম লেখাবে। বিশ্ব ক্রিকেটের অনেকেই চায় আরও 💟উন্নতি হোক আফগানিস্তা🐻নের ক্রিকেট। যত সময় গড়াচ্ছে ততই তার প্রমাণ পাওয়া যাচ্ছে।
এদিন পাঁচবারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে জাদরান যা পারফরম্য়ান্স করলেন তা সত্যি প্রশংসা পেয়েছে। শুধু তাই নয়, একটি রেকর্ডও গড়ে ফেলেছেন এই ব্যাটার। তৃতীয় ব্যাটার হিসাবে বিশ্বকাপের মঞ্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শতরান করলেন তিনি। এই তালিকায় নেই সচিন তেন্ডুলকরও। যার পেপ টকেই তিনি বাজিমাত করেছেন। ম্যাচ শেষে তাঁর মুখে শোনা গেল সচিনের কথা। জাদরান অপরাজিত ১২৯ রান করেন। বিশ্বকাপের মঞ্চে তৃতীয় ক🌠্রিকেটার যিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সর্বোচ্চ রান করলেন। জাদরান আগে অর্থাৎ প্🥀রথমে রয়েছেন জিম্বাবোয়ের নেইল জনসন। যিনি ১৯৯৯ বিশ্বকাপে অপরাজিত ১৩২ রান করেন। দ্বিতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের ক্রিস হ্যারিস। যিনি ১৯৯৬ বিশ্বকাপে ১৩০ রান করেন। ঠিক তার পরেই রয়েছেন আফগানিস্তানের জাদরান।
অজিদের বিরুদ্ধে এই রেকর্ড গড়ে জাদরান বলেন, 'সচিন স্যা🌳রের সঙ্গে আমার কথা হয়। যা এই রান করতে আমাকে অনেকটা সাহায্য করেছে। সে দীর্ঘ ২৪ বছর ধরে খেলেছে, অনেক অভিজ্ঞতা তাঁর। অনেক ধন্যবাদ জানাই তাঁকে। তাঁর কথা শুনে অনেক আত্মবিশ্বাস আমি পেয়েছি। সেই জন্য সচিন স্যারকে ধন্যবাদ জানাই।' আফগানিস্তান যেভাবে খেলছে তাতে তাদের জয় প্রায় নিশ্চিত বলা চলে। 🍨এখন এটাই দেখার সেমিতে তাদের দেখা যায় কিনা।