রবিবারের ইডেনে জোড়া ধামাকা। একদিকে দক্ষিণ আফ্রিকাকে বড় ব্যবধানে হারিয়েছে ভারত। অন্যদিকে বিরাট কোহলির জয়। সব মিলিয়ে ক্রিকেট উৎসবে মেতে ওঠে ইডেন গার্ডেন্স। প্রায় ৭০ হাজার দর্শক টিম ইন্ডিয়ার হয়ে গলা ফাটালেন। বিরাটের গড়া ꦦমঞ্চে দুর্দান্ত বোলিং করলেন রবীন্দ্র জাদেজা। নিলেন ৫ উইকেট। ভারতকে জিততে অনেকটাই সাহায্য করলেন তিনি।
মুম্বইতে শ্রীলঙ্কাকে যেমন ভাবে উড়িয়ে দিয়েছিলেন ভারতীয় বোলাররা। ইডেনেও ঠিক একই ঘটনা ঘটল। মাত্র ৮৩ রানে অলআউট হয়ে গেল দক্ষিণ আফ্রিকা। ফলে গোটা কলকাতা এই ফলাফলে মোটেই অবাক হয়নি। কারণ এর আগেও এমন হয়ে এসেছে। ফলে এই জয় বেশ ভালো ভাবেই উপভোগ করলেন দর্শকরা। এই ম্যাচ﷽ে জাদেজা ৫ উইকেট নিলেও, দর্শকরা গলা ফাটিয়েছেন বিরাটের জন্য। হবে নাই বা কেন, এই মুহূর্তে স্বপ্নের ফর্মে রয়েছেন কো❀হলি। প্রতি ম্যাচেই রান পাচ্ছেন। ইডেনেও অন্যথা হয়নি। শতরান করলেন তিনি। তাও আবার নিজের জন্মদিনে। সেই সঙ্গে সচিন তেন্ডুলকরের রেকর্ডও স্পর্শ করেছেন ভিকে।
বিরাট কোহলির জন্মদিন পালনের একাধিক উদ্যোগ নেয় সিএবি। আইসিসির নিষেধাজ্ঞায় যদিও অনুষ্ঠানকে কাট𒉰ছাট করে সিএবি। ম্যাচ শেষে সোনার বিশেষ ব্যাট উপহার দেয় বঙ্গ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। পাশাপাশি একটি বিশেষ কেকও কাটেন কোহলি। এটা তো গেল মাঠের সেলিব্রেশন। তখনও অনেক কিছু বাকি ছিল। একটি জনপ্রিয় হিন🧸্দি গানের লাইন খুবই পরিচিত, 'রাত বাকি বাত বাকি।' ঠিক সেটাই ছিল ভারতীয় দলের ক্ষেত্রে।
ম্যাচ শেষে বাইপাসের ধারে এক পাঁচতারা হোটেলে রয়েছেন বিরাট কোহলি-রোহিত শর্মারা। টিম হোটেলে পৌঁছতেই ফের চলল সেলিব্রেশন। এবার শুধু বিরাট একাই নন, কেট কাটেন রবীন্দ্র জাদেজাও। পাঁচ উইকেট নিয়ে 🥂দলকে জিতিয়েছেন। পাশেই ছিলেন 'বার্থ ডে বয়' কোহলি। এই দুই ক্রিকেটারই এক সঙ্গে কেক কাটেন। তারপর একে অপরকে খাইয়েও দেন। সেই সময় ভারতীয় দলের সঙ্গেই উপস্থিত ছিলেন বিসিসিআই সচিব জয় শাহ। এছাড়াও ছিলেন রাজীব শুক্লা সহ আরও অনেকে। মধ্যরাত পর্যন্ত চলে সেলিব্রেশন। আর সেখানেই দেখা যায় বিরাটকে কেক মাখাতে যান জাদেজা। কিন্তু বিরাট তাতে বারণ করেন। পুরো পার্টির মেজাজে চলে যান ক্রিকেটাররা।
টানা আট ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের মগডালে রয়েছে ভারত। স্বাভাবিক ভাবেই ছন্দেই রয়েছে টিম ইন্ডিয়া। তাহলে টিম হোটেলে হালকা মেজাজে দেখা গেল। টিম ইন্ডিয়ার পরবর্তী ম্যাচ বেঙ্গালুরুতে। রোহিত শর্মার দল নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতেꦿ নামবে আগামী ১২ নভেম্বর।