শুভব্রত মুখার্জি: ওডিআই বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সেরা ইনিংসটি অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল খেলেছেন আফগানিস্তানের বিরুদ্ধে। মঙ্গলবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে কার্যত এক পায়ে দাঁড়িয়ে এক অনবদ্য অপরাজিত ইনিংস খেলেছেন তিনি। ২০১ রানের অপরাজিত ইনিংস খেলে চলতি বিশ্বকাপে সেমিফাইনালে যাওয়া নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার। তবে এই ইনিংসে ম্যাক্সওয়েলকে আউট করার অনেক সুযো♓গ পেয়েছিল আফগানিস্তান দল। একটি সুযোগ ও কাজে লাগাতে পারেনি তারা। দুইবার ক্যাচ ফেলেছে আফগানরা। একবার এলবিডব্লিউ আউট হতে হতে বেঁচে গিয়েছেন ম্যাক্সওয়েল। আর তারপরেই এক অনবদ্য ইনিংস খেলে আফগানিস্তানের প্রায় জেতা ম্যাচ ছিনিয়ে আনেন তিনি। ম্যাচ হারের পরে আফগানিস্তান কোচ জোনাথন ট্রটের মন্তব্য দুটো ক্যাচ পরার পরে নাকি সবাই অপেক্ষা করছিল কখন আউট হব🎶েন ম্যাক্সওয়েল।
ম্যাচে হারের পরে ট্রট বলেছেন, ' আমি নিশ্চিত এই ম্যাচে এমন কিছু জিনিস রয়েছে যা হয়ত আমরা একটু আলাদা করতে পারতাম। হয়ত একটা বা দুটো জিনিস আমরা বদলাতেও পারতাম। ম্যাচ হারের পরে যখন ফিরে তাকাই তখন এইসব মনে হতে বাধ্য। তবে ও (ম্যাক্সওয়েল) পরপর বলে স্ট্যান্ডে মেরেই যাচ্ছিল। আমরা তো স্ট্যান্ডে আর ফিল্ডার রাখতে পারব না। আমি আশা করেছিলাম এই মুহূর্তে যদি আমরা ওই স্ট্যান্ডে ফিল্ডার রাখতে পারতাম তাহলে ভালো 🌃হত। কিন্তু ক্রিকেটে তো সেটা আর হয় না। তবে ওঁকে সম্পূর্ণ কৃতিত্ব দিতেই হবে। যেভাবে ও খেলেছে, যেভাবে ও দ্বিশতরান তুলে নিয়েছে তা এককথায় অনবদ্য। এই ম্যাচটা জয় ওর প্রাপ্য। ও অনবদ্য একটা দ্বিশতরান করেছে। এই ইনিংসকে যতট𓄧া প্রশংসা করা যায় ততই কম।'
তিনি আরও যোগ করেন, 'দুর্ভাগ্যজনকভাবে এটা সত্যি যে যখন দ্বিতীয় ক্যাচটা পড়ে গেল তখন আমাদের দলের ক্রিকেটাররা যখন অপেক্ষা করছিল যে ম্যাক্সওয়েল কখন আউট হয়ে যাবে। যখন তখন আশা করছিল যেন যে গ্লেন ম্যাক্সওয়েল ন𝐆িজে থেকেই আউট হয়ে যাক। আমি এটা লক্ষ্য করিনি যে আমাদের ছেলেরা একে অপরকে অনুপ্রেরণা দিচ্ছে।মাঠে ভালো খেলতে সেই সময়ে তাতাচ্ছে। সবাই যেন কিছু একটার অপেক্ষা করে বসেছিল। আমাদের ছেলেরা প্রত্যেকেই এই হারে ব্যথিত।তারা প্♓রত্যেকেই লড়াই করছে পরবর্তী ম্যাচে ফিরে আসার জন্য।'