বিতর্ক এবং পাকিস্তান ক্রিকেট টিম, দু'জনেই যেন একে অপরের হাতে হাত রেখে চলছে। এখন যা অবস্থা তাতে বিপক্ষ দলের থেকে বিতর্কের আতঙ্ক বেশি চলছে পাকিস্তান শিবিরে। একেই বিশ্বকাপে দলের খারাপ পারফরম্যান্স। তার উপর বিতর্ক এবং গুজবের চাপ, সবদিক দিয়েই এখন চাপে বাবর আজম বাহিনী। কখনও গুজব উঠছে ♐দলের ক্রিকেটারদের মধ্যে মতপার্থক্যের। আর কখনও প্রাক্তন পাক তারকাদের খোঁচায় ম্যাচের আগে চিন্তায় ফেলছে ক্রিকেটারদের। বিবৃতি দিয়ে গুজব বন্ধ করলেও, প্রাক্তন পাক তারকাদের মুখ বন্ধ করতে সফল হয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ওয়াসিম আক্রম, কামরান আকমল ও দানিশ কানেরিয়ার খোঁচার পর এবার বড়ো মন্তব্য করে বসলেন পাকিস্তানের এই বিশ্বকাপ দলের এক সদস্য থেকে। তিনি স্পিনার এবং অলরাউন্ডার শাদব খান।
বরাবরই বিশ্বকাপের ইতিহাসে দেখা গিয়েছে যে দেওয়ালে পিঠ ঠেকলে অন্যরকম পারফরম্যান্স আছে পাকিস্তান দল থেকে। তবে এবার সেরকম পারফরমেন্স না আসায় খোঁচা খেতে হয়েছে প্রাক্তন পাক তারকাদের থেকে, এক সাক্ষাৎকারে এই সম্বন্ধে জিজ্ঞেস করায় শাদব খান বলেন, 'আমার মনে হয় না আমরা হাল ছেড়ে দিয়েছি। সবার নিজস্ব মতা𝓀মত থাকে এবং সেটা তারা বলতেই পারে। তবে আমাদের দলের মধ্যে ঐক্য রয়েছে। ওটা এই মুহূর্তে আমাদের বড় সম্পদ। আমরা সেই রকম 🤡ভাবেই খেলছি এবং আশা করছি আমরা খুব শীঘ্রই ঘুরে দাঁড়াবো। কিন্তু আবার একই কথা বলবো যে সবার নিজস্ব মতামত আছে। যেহেতু এখন আমরা জিততে পারছিনা, তাই সবাই আমাদের দিকে আঙুল তুলছে। এটা আমাদের মেনে নিয়ে আগে এগোতে হবে। আমাদের এখন প্রধান লক্ষ্য বাকি ম্যাচগুলো জেতা এবং সেটারই চেষ্টা করছি আমরা।'
এরপরই শাদবকে জিজ্ঞাসা করা হয় যে প্রাক্তন পাক ক্রিকেটারদের থেকে লাগাতার আক্রমণ তাঁদের চাপ বাড়াচ্ছে কিনা। সেই সম্বন্ধে তিনি জানান, 'দেখু✅ন যদি ওদের কথা মাথায় না নেন, তাহলে কোনই চাপ পড়বেনা। আর যদি নেন তাহলেই চাপে পড়বেন। বিশ্বকাপের মতো বড় প্রতিযোগিতা খেলতে এলে সমস্ত রকমের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে নিজেকে দূরে রাখতে হয়। কারণ লোকের মানসিকতাই ওরকম হয়। খেলা দেখাতে পারলে ভালো, না দেখাতে পারলে খারাপ।'
তিনি আরও জানান, 'দেখুন দিনের শেষে সব থেকে বড় সত্যি এটাই যে আপনাকে জিতে দেখাতে হবে। একবার জিতে গেলেই সমস্ত নিন্দা বা সমালোচনা বন্ধ হয়ে যাবে। আর যদি না জিততে পারেন, তাহলে আপনি যত ভালই ꦦখেলা দেখান না কেন, দলে পারফরমেন্সই সবার আগে আসে আলোচনার ক্ষেত্রে। সুতরাং সমস্ত নিন্দুকদের সমালোচনার একটাই ওষুধ। আর সেটা হলো জিতে দেখানো।'