নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিমধ্যেই ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। দ্বিতীয় দল হিস🅷াবে কারা জায়গা করে নেবে, তা বোঝা যাবে আজ অর্থাৎ ১৬ নভেম্বর দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া ম্যাচে। ইডেনে দ্বিতীয় সেমি ফাইনালে মুখোমুখি হতে চলেছে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া। এবারের বিশ্বকাপের শুরুটা মোটেই ভালো করেনি পাঁচবারের চ্যাম্পিয়নরা। পরপর ম্যাচ হারায় একটা সময় পয়েন্ট টেবিলের সবার শেষে জায়গা করে নিতে হয় প্য়াট কামিন্সের দলকে। তারপর ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় তারা। সেমিতে জায়গা করে নিয়েছে কামিন্সের দল। আজ প্রোটিয়াদের হারাতে পারলেই আগামী রবিবার ভারতের বিরুদ্ধে আমদাবাদে নামবে তারা।
ফলে ইডেন ম্যাচ যেমন অস্ট্রেলিয়ার কাছে গুরুত্ব পাচ্ছে, ঠিক তেমনই 'চোকার্স' তকমা ঘুচিয়ে দিতে চাইছেন তেম্বা বাভুমারা। আজ এই দুই হেভিওয়েট দলের লড়াই দেখতে মরিয়া গোটা বিশ্ব ক্রিকেট। বিশ্বকাপের গ্রুপ পর্বে প্রোটিদের কাছে হারতে হয় অজিদের। আজ প্যাট কামিন্সরা সেই বদলাই নিতে চান। এই মুহূ💯র্তে দুর্দান্ত ফর্মে রয়েছে টিম অস্ট্রেলিয়া। স্বাভাবিক ভাবেই এই ম্যাচ খুব একটা সহজ হবে না বলেই মনে করছে ক্রিকেট মহল। শেষ ম্যাচে দুই দলই জিতেছে। ফলে এই ম্যাচে দুই♛ দলই চাইবে নিজেদের সেরাটা দিতে।
এই ম্য়াচে সামান্য ভুল হলেই বড়সড় খেসারত দিতে হবে তা বুঝিয়ে দিয়েছেন কোয়েটজি। প্🌺রোটিয়া ক্রিকেটাররা যে বেশ সাবধান তা বলার অপেক্ষা রাখে না। তবে এই ম্যাচে নামার আগে একটা চিন্তা কাজ করছে। হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমার। যদিও তাকে অনুশীলন করতে দেখা গিয়েছে। মনে করা হচ্ছে তিনি খেলবেন। যদিও এই নিয়ে এখনও পর্যন্ত কোনও কিছুই স্পষ্ট করেনি প্রাটিয়া টিম ম্যানেজমেন্ট। বাভুমা যদি না খেলেন সেক্ষেত্রে দলে পরিবর্তন দেখা যেতে পারে।
পাশাপাশি অস্ট্রেলিয়া দুর্দান্ত ফর্মে রয়েছে, তারা টুর্নামেন্টের শুরুটা ভালো না করলেও এই মুহূর্তে সেরা ফর্মে রয়েছে। চোট কাটিয়ে ফিরছেন গ্লেন ম্যাক্সওয়েলও। স্বাভাবিক ভাবেই অজি তারকার ফেরা দলকে অনেকটাই এ🥀গিয়ে দেবে বলা চলে। তবে বিপক্ষের🌄 থেকে পাঁচবারের চ্যাম্পিয়রা অনেকটাই এগিয়ে নামছেন তা বলার অপেক্ষা রাখে না।
এবার এক নজরে দেখে নেওয়া যাক দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ:-
দক্ষিণ আফ্রিকা- কুইন্টন ডি কক, তেম্বা বাভুমা/রিজা হেন্ডরিক্স, রাসি ভ্যান ডার দাসেন, এইডেন মার্করাম, ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন/ফেলুকওয়াও, কেশব মহারাজ, কাগিসো রাবাডা, লু♛ঙ্গি এনগিদি/কোয়েটজি, তাবরেজ শামসি।
অস্ট্রেলিয়া- ডেভিড ওয়ার্নার, হেড, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাস ল্যাবুশান, জোশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামಌিন্স, মিচেল স্টার্🌌ক, অ্যাডাম জাম্পা এবং হ্যাজেলউড।