রবিবার চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার ১৯৯ রান তাড়া করতে নেমে ꦜভারত একসময় ২ রানে ৩ উইকেট হারিয়ে বসে। ভারতের টপ অর্ডারের তিনজন ব্যাটসম্যান ইশান কিষান, রোহিত শর্মা ও শ্রেয়স আইয়ার শূন্য র🌼ানে সাজঘরে ফেরেন।
শেষমেশ বিরাট কোহলির ৮৫ ও লোকেশ রাহুলের অপরাজিত ৯৭ রানে ভর করে ভারত ৪ উইকেটের বিনিময়ে ২০১ রান তুলে ম্যাচ জিতে যায়। ৫২ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জিতে বিশ্ব�꧅�কাপ ২০২৩ অভিযান শুরু করে টিম ইন্ডিয়া।
এমন দেওয়ালে পিঠ ঠেকা অবস্থা থেকে ম্যাচ জিতে ভারত একটি উল্লেখযোগ্য নজির গড়ে ফেলে। আসলে এত কম রানে ৩ উইকেট হারানোর পরে বিশ্বের আর কোনও দল ও🉐য়ান ডে ম্যাচ জেতেনি। যদিও এর আগের নজিরটিও ছিল যুগ্মভাবে ভারতের নামেই। তারা ২০০৪ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৪ রানে ৩ উইকেট হারানো সত্ত্বেও ম্যাচ জিতে মাঠ ছাড়ে।
সব থেকে কম রানে ৩ উইকেট হারানোর পরেও ওয়ান ডে ম্যাচ জয়ের নজির:-
১. অ🌄স্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০২৩ সালে (এই ম্যাচে) ২ রানে ৩ উইকেট হারানোর পরেও জয় ত🍌ুলে নেয় ভারত।
২. জিম্বাবোয়ের বিরুদ্ধে ২০০৪ সালে ৪ রানে ৩ উইকেট হারান💎ো সত্ত্বেও ✃ম্যাচ জেতে টিম ইন্ডিয়া।
৩. বাংলাদেশের বিরুদ্ধে ২০০৯ সালে ৪ রানে ৩ উইকেট হারানোর পরেও ম্য💧াচ জেতে শ্রীলঙ্কা।
৪. নিউজিল্যান্ডের বির🤡ুদ্ধে ১৯৯৮ সালে ৫ রানে ৩ উইকেট হারানো সত্ত্বেও ম্যাচ জিতে মাঠ ছাড়ে শ্রীলঙ্ক𒅌া।
৫. 🅷জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৯৮৩ সালে ৬ রানে ৩ উইকেট হারানো সত্ত্বেও ম্যা♉চ জেতে ভারত।
৬. জিম্বাবোয়ের বিরুদ্ধ♓ে✱ ২০০৪ সালে ৬ রানে ৩ উইকেট হারানোর পরেও ম্যাচ জেতে পাকিস্তান।
উ♏ল্লেখযোগ্য বিষয় হল, এই নিয়ে দ্বিতীয়বার রান তাড়া করতে নেমে তিনজন ব্যাটসম্যান শূন্য রানে আউট হওয়া সত্ত্বেও ম্যাচ জে🔯তে ভারত। এর আগে একবারই দেখা গিয়েছিল এমন ছবি এবং ভারত সেই ম্যাচটি জেতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই।