২০২৩ আইসিসি ওয়ানডে বিশ্বকাপ শেষ হওয়ার পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। সিরিজটি ২৩ নভেম্বর ভাইজাগে শুরু হবে। এর পর তিরুবনন্তপুরম (২৬ নভেম্বর), গুয়াহাটি (২৮ নভেম্বর) , নাগপুর (১ ডিসেম্বর) এবং হায়দরা💮বাদে (৩ ডিসেম্বর) বাকি চার ম্যাচ অনুষ্ঠিত হবে।
অজিদের বিরুদ্ধে এই সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে সিনিয়র ক্রিকেটারদের। এমতিতেও টি-﷽টোয়েন্টি দলে বহু দিন রাখা হচ্ছে না বিরাট কোহলি, রোহিত শর্মাদের। এর মধ্যে আবার জানা গিয়েছে, হার্দিক পান্ডিয়🐎া, যিনি সম্প্রতি সংক্ষিপ্ততম ফর্ম্যাটে দলের নেতৃত্ব দিচ্ছিলেন, তাঁকেও অজিদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে পাওয়া যাবে না।
সংবাদ সংস্থা পিটিআই-এর রিপোর্ট অনুযায়ী, তারকা অলরাউন্ডারের বাঁ-পায়ের গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে। তাই হার্দিকের সেরা উঠতে আরও সময় লাগবে। এটাও জানা গিয়েছে যে, ভারতের বিশ্বকাপ সেমিফাইনালের ꦬপরেই স্কোয়াড ঘোষণা করা হবে। ১৫ নভেম্বর সম্ভবত ভারত মুম্বইয়ে সেমিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে।
অজিদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের পর টিম ইন্ডিয়ার দক্ষিণ আফ্রিকা উড়ে যাওয়ার কথা। এবং ডারবানে ১০ ডিসেম্বর থেকে প্রোটিয়াদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা রয়েছে। তখন হার্দিককে 📖পাওয়া🧜 যাবে কিনা, সেটির দিকে সকলের নজর থাকবে।
বিসিসিআই-এর একটি সূত্র পিটিআই-কে বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকা🍸র বিরুদ্ধে সিরিজের আগে সময় রয়েছে। তাই হার্দিক সেই সিরিজের আগে ফিট হবেন কিনা এবং তিনি নির্বাচনের জন্য উপলব্ধ কিনা, সেটা ঘোষণা করার আগে কিছুটা সময় পাওয়া যাবে। দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে দেখা হবে, তিনি খেলায় প্রত্যাবর্⛄তন করতে পারবেন কিনা। ছবিটা অবশ্যই অনেকটা পরিষ্কার হবে। এটি অবশ্যই এনসিএ স্পোর্টস সায়েন্স টিমের সিদ্ধান্ত হবে।’
অস্ট্রেলিয়া সিরিজে হার্দিকের স্থলাভিষিক্ত হতে পারেন সূর্যকুমার যাদব বা রুতুরাজ গায়কোয়াড়। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, হয় সূর্যকুমার যাদব, যিনি টি-টোয়েন্টি দলের মনোনীত সহ-অধিনায়ক, তিনি অথ💛বা এশিয়ান গেমসের স্বর্ণজয়ী দলের অধিনায়ক রু🌠তুরাজ গায়কোয়াড় নেতৃত্ব দেবেন।
আরও পড়ুন: IPL 2024- এ D✱C-কে নেতৃত্ব দেবেন পন্তই- বড় দাবি সৌরভের
আইপিএলের পর আগামী বছর জুন এবং জুলাই মাসে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজেಞ টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। সেটা মাথায় রেখেই টিম নিয়ে এখন থেকেই ভাবনাচিন্তা চলছে। অস্ট্রেলিয়া সিরিজের জন্য অবশ্য আয়ারল্যান্ড এবং এশিয়ান গেমসে যাঁরা খেলেছেন, তাঁদের নিয়েই মূল দল গঠন করা হবে।
বিসিসিআই-এর এক কর্মকর্তা দাবি করেছেন, ‘অবশ্যই, যে কোনও বড় ইভেন্টের সময়ে জসপ্রীত বুমরাহের মতো কাউকে খেলান💖ো হবে। তাঁর অবশ্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পর পর্যাপ্ত খেলার সময় পাবেন এবং সুন্দর ভাবে তাঁর ওয়ার্ম আপ হবে। মহম্মদ সিরাজের জন্যও তাই।’
অজিদের বিরুদ্ধে সিরিজের জন্য আর্শদীপ সিং, আবেশ খান এবং মুকেশ কুমারদের দলে নেওয়া হতে পারে। এছাড়াও আসন্ন এই সিরিজের জন্য, এশিয়ান গেমসে দলে থাকা প্লেয়ারদের বাদ দিয়ে সঞ্জু স্যামসন, ইশান কিষান, এবং যুজবেন্দ্র চাহালদে♔র দলে ফেরানো হতে পারে। অক্ষর প্যাটেল তাঁর হ্যামস্ট্রিং চোট সারিয়ে উঠলে তাঁকে নির্বাচিত করা হতে পারে। কারণ রবীন্দ্র জাদেজা অবশ্যই দক্ষিণ আফ্রিকা সফরের আগে বিশ্রাম পা✤বেন।