ম্যাচের ভাগ্য তখন ঠিক হয়ে গিয়েছে। ভারতের জয়ের অপেক্ষা। 🍨কিন্তু কোহলির সেঞ্চুরি-ভাগ্য নিশ্চিত ছিল না। ৪২তম ওভারের খেলা শুরুর আগে জয়ের জন্য মাত্র ২ রান দরকার ছিল ভারতের। সেঞ্চুরি পেতে কোহলির দরকার ছিল ৩ রান।
বাংলাদেশের স্পিনার নাসুম আহমেদ ৪২তম𒀰 ওভারে প্রথম বলটি লেগ সাইডে করেছিলেন। কোহলি বলের লাইন বুঝে শেষ মুহূর্তে বাঁ পা সরিয়ে নেন। লেগ সাইড দিয়ে বল জমা পড়ে মুশফিকুরের হাতে। সাধারণত এমন ডেলিভারি ওয়াইড হয়। কিন্তু বৃহস্পতিবার নাসুমের ওই ডেলিভারিটি আম্পায়ার রিচার্ড কেটেলবরো ওয়াইড না দিয়ে সবাইকে চমকে দেন।
সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠেছে, ডেলিভারিটি কেন ওয়াইড দেওয়া হল না? সিদ্ধান্তটা কি ক꧋োহল🅠ির সেঞ্চুরি নিশ্চিত করতে? অনেকেই আবার দাবি করেছেন, কোহলি যাতে সেঞ্চুরি করতে না পারে, তাই ইচ্ছাকৃত ভাবে নাসুম ওয়াইড বল করার চেষ্টা করেছিলেন। এই নিয়ে এখন তীব্র ঝামেলা চলছে।
বাংলাদেশকে ৭ উইকেটে হারানোর পর ম্যাচ-পরবর্তী সাংবাদিক সম্মেলনে ভারতের ওপেনা෴র শুভমান গিলকে, নাসুমের ওয়াইড বল করা এবং আম্পায়ারের ওয়াইড না দেওয়া নিয়ে প্রশ্ন করা হয়েছিল। গিল দাবি করেন, বিষয়টি সম্পর্কে তিনি নিশ্চিত নন। তাঁ🧸র মতে, ‘কি নিয়ে অবাক হব? সিদ্ধান্ত নাকি ডেলিভারি? আমি জানি না, ও ইচ্ছাকৃত ভাবে ওয়াইড বল করার চেষ্টা করেছিল কী না। আমার মনে হয় বোলার আঁটসাঁট লাইনে বল করতে চেয়েছে, তাই ওরকম হয়ে গিয়েছে।’
সেই নন-ওয়াইড কলের পরপরই ক্যামেরাগুলি যখন🐲 ভারতীয় ড্রেসিংরুমের দিকে ঘোরানো হয়েছিল, তখন গিল এবং কুলদীপ যাদব পুরো বিষয়টি দেখে মজা পেয়ে হাসছিল। এমন কী প্রশ্নের উত্তরও গিল হাসতে হাসতেই দিয়েছেন।
আরও পড়ুন: ৬ বছর বাদে দেখা মিলল বোলার কোহলির, দিলেন বড় চমকও, তবে হার্দিকের চোট চিন্তা🙈য় ফেলল ভারতকে
তবে ভারতের বিরুদ্ধে চোটগ্রস্ত শাকিব আল হাসানের পরিবর্তে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া নাজমুল হোসেন শান্ত অবশ্য দাবি কর♏েছেন, নাসুম ইচ্ছাকৃত ভাবে কখনওই ওয়াইড বল করেননি। বা তিনি নাসুমকে ইচ্ছাকৃত ভাবে কোহলিকে ওয়াইড বল করার নির্দেশ দেননি। নাজমুলের দাবি, ‘না, না। এমন কোনও পরিকল্পনা ছিল না। এটি একটি স্বাভাবিক পরিকল্পনা ছিল। কোনও বোলারই ইচ্ছে করে ওয়াইড বল করে না। আমরা সঠিক ভাবে খেলারই চেষ্টা করেছি।’
তবে আম্পায়ার যদি নাসুমের সেই বলটি ওয়াইড দিত, তবে বিরাটের শতরান অনিশ্চিত হয়ে পড়ত। কিন্তু আম্পায়ারের সৌজন্যে তা হয়নি। এর পরের বল ডট বলে পরিণত হলেও, 💯ওভারের তৃতীয় বলে কোহলি ছক্কা হাঁকান। দলের জয়ের পাশাপাশি কোহলিও নিজের সেঞ্চুরি পূরণ করেন।