শুভব্রত মুখার্জি: ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া চোট না পেলে হয়তো তাঁর চলতি ওডিআই বিশ্বকাপে খেলাই হত না। হার্দিকের চোটেই দরজা খুলে যায় মহম্মদ শামির সামনে। আর হঠাৎ করেই এসে যাওয়া সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করতে একটুও কসুর করেননি ভারতীয় পেসার মহম্মদ শামি। বল হাতে বিপক্ষ ব্যাটারদের রীতিমতো শাসন করেছেন তিনি। একমাত্র নেদারল্যান্ডস ম্যাচ ছাড়া যতগুলো ম্যা♕চে খেলেছেন সবকটিতেই উইকেট পেয়েছেন মহম্মদ শামি। বুধবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে যখন জসপ্রীত বুমরাহর বলে ডারিল মিচেলের ক্যাচটি ফেলেন 🎉শামি তখন স্বাভাবিকভাবেই ভারতীয় সমর্থকদের মনে জমেছিল আশঙ্কার মেঘ। তা সরিয়ে দিয়ে ভারতকে এক দশক বাদে ফাইনালে তোলার নায়ক তিনি। আর বল হাতে এদিন মিচেল স্টার্ক, লাসিথ মালিঙ্গাদের পিছনে ফেলে গড়ে ফেললেন একাধিক নজির।
বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম বলে ৫০ টি উইকেট নেওয়ার নজির গড়লেন শামি। পিছনে ফেললেন মিচেল স্টার্ক, লাসিথ মালিঙ্গাকে। মাত্র ৭৯৫ বলে ৫০ ট⛎ি উইকেট নেওয়ার নজির গড়লেন শামি। এর আগে এই নজির ছিল মিচেল স্টার্কের। তিনি এই কৃতিত্ব অর্জন করেছিলেন মাত্র ৯৪১ বলে। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন লাসিথ মালিঙ্গা। তিনি ৫০ টি উইকেট নিয়েছেন ১১৮৭ বলে। উল্লেখ্য ভারতীয় বোলারদের মধ্যেও প্রথম বোলার হিসেবে বিশ্বকাপে ৫০ টি উইকেট নেওয়ার নজির গড়েছেন শামি। টপকে গিয়েছেন জাহির খানকে।
মহম্মদ শামি অবশ্য এখানেই থেমে থাকেননি। বিশ্বকাপের ইতিহাসে এক ম্যাচে সবথেকে বেশি বার ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার নজিরও তিনি ছিনিয়ে নিয়েছেন মিচেল স্টার্কের হাত থেকে। স্টার্ক এতদিন পর্যন্ত তিনবার বিশ্বকাপেꦯ তিনবার ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার নজির গড়েছিলেন। শা🅺মি যে নজির স্পর্শ করেছেন চলতি ওডিআই বিশ্বকাপেই। এই বিশ্বকাপেই তিনটি ম্যাচে শামি পাঁচ উইকেট নেওয়ার নজির গড়েছেন। সবমিলিয়ে চার ম্যাচে শামি এই পাঁচ উইকেট নেওয়ার নজির গড়েছেন। পাশাপাশি এক বিশ্বকাপে তিনটি ম্যাচে পাঁচ উইকেট করে নেওয়ার নজির সৃষ্টিকারী একমাত্র বোলারও তিনি। এদিনের ম্যাচে শামি ৯.৫ ওভার বল করেছেন। দিয়েছেন ৫৭ রান। সাতজন কিউয়ি ব্যাটারকে প্যাভিলিয়নের পথ দেখিয়েছেন তিনি। ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, ডারিল মিচেল, টিম সাউদি এবং লকি ফার্গুসনকে প্যাভিলিয়নের পথ দেখিয়েছেন এই ভারতীয় পেসার। গোটা স্পেলে করেছেন মাত্র দুটি ওয়াইড বল।