রবিবাসরীয় ইডেন ছিল পুরোটাই বিরাটময়। কোহলির জন্মদিন, তাঁর সেঞ্চুরি, সচিন তেন্ডুলকরের ৪৯তম শতরান স্পর্শ করার ঐতিহাসিক নজির- এই সব কিছু এদিন আরও মধুর হয়ে উঠল ভারতের ২৪৩ রানের বিশাল জয়ে। দক্ষিণ আফ্রিকার সামনে ৩২৭ রানের বিশাল লক্ষ্য রেখে, তাদের ৮৩ রানে অলআউট করে দেওয়া, এমন একপেশে জয়ে য♊ে গর্ব আছে। এর থেকে ভালো জন্মদিন বোধহয় কোহলির জীবনে এর আগে আসেনি।
রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে বিরাট কোহলি ১২১ বলে ১০১ রা♊ন হাঁকান। সেই সঙ্গে তিনি ৪৯তম ওডিআই সেঞ্চুরি করে ফেলেন। সচিনের ওডিআই সেঞ্চুরির নজির স্পর্শ করে জন্মদিনেই লিখে🦩 ফেলেন ইতিহাস। তবে অনেক নিন্দুকেই নাক কোঁচকাচ্ছেন, কোহলির স্লো ব্যাটিং নিয়ে। তবে অধিনায়ক রোহিত শর্মা মনে করেন, কলকাতার ইডেন গার্ডেনে কোহলির নকটি পরিবেশ এবং ম্যাচ পরিস্থিতির সঙ্গে একেবারে উপযুক্ত ছিল।
ম্যাচের পরে রোহিত বলেওছেন, ‘আপনারা যদি দেখেন, আমরা শেষ তিন ম্যাচে কী ভাবে খেলেছি, তাহলে দেখবেন, পরিস্থিতির সঙ্গে আমরা আরও ভালো ভাবে মানিয়ে নিয়েছি। ইংল্যান্ডের বিপক্ষে আমরা চা💟পে পড়েছিলাম। কিন্তু আমরা একটি ভালো স্কোর করতে পেরেছিলাম এবং তারপর সিমাররা বাকি কাজটা করেছে। এদিন কোহলিকেও সেই জায়গায় গিয়ে মানিয়ে নিয়ে সেই ভাবে খেলতে হয়েছে। আমরা এর পরে জানতাম যে, বোলারদেরও বল ঠিকঠাক জায়গায় রাখতে হবে। এবং পিচকে বাকিটা করেছে।’
তিনি আরও যোগ করেছেন, ‘ইডেনের পিচ সহজ ছিল না। এই পরিস্থিতি ব্যাট করার জন্য আপনার কোহলির মতো একজন কাউকে দরকার ছিল। শ্রেয়স আইয়ারকেও ভুলে যাবেন না, ও কিন্তু জুটি গড়꧑তে এবং বোর্ডে রান যোগ করতে সাহাযဣ্য করেছে।’
চলতি বিশ্বকাপে মিডল-অর্ডার ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার এবং পেসার মহম্মদ শামি যে ভাবে ম্যানেজমেন্টের ভরসার মান রেখে চলেছেন। শ্রেয়স আইয়ার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও নির্ভরযোগ্য একটি নক খেলেছেন। ২ উইকেট হারিয়ে ভারত যখন 🌸চাপে, তখন কোহলির সঙ্গে দলের হাল ধরেন শ্রেয়স। তিনি ৮৭ বলে ৭৭ রানের দুরন্ত ইনিংস খেলেন। এবং শামি এদিন গুরুত্বপূর্ণ সময়ে ২টি উইকেট তুলে নেন। এই নিয়ে শামি চলতি বিশ্বকাপে চার ম্যাচ খেলে মোট ১৬টি উইকেট নিয়ে ফেললেন।
আরও পড়ুন: কিউয়িদের হা🐎রালেও জরিমানার হাত থেকে বাঁচল না পাকিস্তান, বড় শাস্তি পেলেন বাবররা
স্বাভাবিক ভাবেই খুশি দলের অধিনায়ক। রোহিত অবশ্য 🦩বলেছেন, ‘যদি (শ্রেয়স এবং শামির) বিশ্বাসের মর্যাদা রাখার ব্যাপার নাও হত, তবেও আমি ওদের উপর ভরসা রাখতাম। আমাদের এই বিশ্বাসটা রেখে যেতে হবে। শামি যে ভাবে ফিরে এসেছে, তাতে ওর মনের জোরটাই প্রতিফꦜলিত হয়। শেষ দু'টি ম্যাচে আইয়ার দেখিয়েছে, ও কী করতে পারে।’
ওপেন করতে নেমে রোহিত এবং শুভমন গিলের জুটিও নজর কাড়ছে। দুই ওপেনার মিলে ঝোড়ো মেজাজেই ইনিংস শুরু করছেন। রোহিত বলেছেন, ‘গিল এবং আমি এখন বেশির ভাগ সময় ধরে একসঙ্গে ব্যাট করছি। আমরা এই ভাবে ব্যাট করে যেতে চাই। আমরা আগে থেকে কিছু পরিকল্পনা করি না📖। আমরা শুধু পরিস্থিতি মূল্যায়ন করি এবং সেই অনুযায়ী খেলি।’