এই বিশ্বকাপে প্রত্যাশা অনুযায়ী একেবারেই ভালো ফল করতে পারেনি পাকিস্তান। শুরুটা ভালো হলেও, শেষটা হলো অত্যন্ত লজ্জাজনক। প্রথম দুটি ম্যাচ জিতে লাগাতারꦐ চারটি হারের জেরে প্রতিযোগিতায় চাপে পড়ে যায় তারা। এরপর দুটি ম্যাচ জিতেও কোন লাভ হয়নি। 'রান রেট'-র ক্ষেত্রে তাদের চেয়ে অনেকটাই এগিয়ে ছিল নিউজিল্যান্ড। তবে প্রতিযোগিতার শেষ ম্যাচে তারা মুখোমুখি হয় ইংল্যান্ডের এবং পরাজিত হয় ৯৩ রানে। সব মিলিয়ে বাবর আজমদের খালি হাতে ফিরতে হয় দেশে।
এর কিছুদিনের মধ্যেই বাবর আজম অধিনায়কের পদ থেকে পদত্যাগ করেন। তবে এবার দলে বড়সড় রদবদল করল টিম ম্যানেজমেন্ট। মিকি আর্থারের বদলে এবার দলের ডিরেক্টর হিসেবে নিযুক্ত করা হলো প্রাক্তন পাক তারকা মহম্মদ হাফিজকে। এখানেই শেষ নয়। আসন্ন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে তাঁকে দেওয়া হয়েছে হেড কোচের ভূমিকা। এছাড়াও টেস্ট ক্রিকেটে দলের অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছে শান মাসুদকে এবং টি-টোয়েন্টির জন্য নিযুক্ত করা হয়েছে শাহিন শাহ আফ্রিদিকে। একদিনের দলের অধিনায়ক কে হবে, তা পরে জানানো হবে বলে জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড। এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে খুশি হাফিজ। এক সাক্ষাৎকারে প্রাক্তন পাক তারকা জানান, তিনি অত্যন্ত খুশি এই দায়িত্ব পেয়ে এবং এর জন্য তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে চিরকাল কৃতজ্ঞ থাকবেন। অন্যদিকে, টি-টোয়েন্টিতে অধিনায়কের দায়িত্ব পেয়ে খুশি প্রকাশ করেছেন শাহ👍িনও।
আসন্ন সিরিজের আগে বড় দায়িত্ব পেলেন হাফিজ। একদিকে পালন করবেন হেড কোচের ভূমিকা, আবার অন্যদিকে পালন করবেন দল পরিচালকের। এই প্রসঙ্গে তিনি জানান, 'এমন একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত খুশি। দল পরিচালকের মতো দায়িত্ব পাওয়ার অনুভূতিটাই আলাদা। এটার জন্য আমি চিরকাল কৃতজ্ঞ থাকবো পাকিস্তান ক্𒊎রিকেট বোর্ডের প্রতি। আমি সত্যিই খুশি ওরা আমার উপর বিশ্বাস রেখেছে বলে।' এছাড়াও তিনি আরও জানান, 'তবে এই মুহূর্তে আমি আমার কাজের উপর বেশি নজর দেব। আমি কোচিং স্টাফ আর ক্রিকেটারদের দুজনের সাথেই কথা বলবো। জানার চেষ্টা করবো কোথায় সমস্যা হচ্ছে, যাতে আগামীদিনে ওদের খেলতে সুবিধা হয় এবং আমাদের দল বড় প্রতিযোগিতা জিতে গোটা পাকিস্তানকে খুশি করতে পারে।'
অন্যদিকে, পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়েছে পেস তারকা শাহিন শাহ আফ্রিদিকে। অল্প বয়সে এমন একটা গুরু দায়িত্ব পেয়ে স্বাভাবিকভাবেই খুশি হয়েছেন শাহিন। পেস তারকা বলেন, 'আমি এই দায়িত্ব পেয়ে অত্যন্ত খুশি এবং আমি ধন্যবাদ জানাতে চ🦩াই বোর্ডকে আমাকে এটা দেওয়ার জন্য। আমি আমার সেরাটা দেব, যাতে আমাদের দল প্রতিটা ম্যাচ জিততে পারে এবং দেশের মুখ উজ্জ্বল করতে পারে। আমাদের দলের প্রধান শক্তি আমাদের ঐক্য, বিশ্বাস এবং লাগাতার চেষ্টা। আমরা শুধু একটা দল নই, আমরা সবাই ভাই। আমরা সবাই এক পরিবার। আমরা একসাথেই শীর্ষে উঠব।'