শাহিন আফ্রিদি বাংলাদেশের বিপক্ষে ইতিহাস লিখে ফেলেছেন। তিনি এই ম্যাচেই দ্রুততন বোলার হিসাবে ১০০ ওডিআই-এর মাইলফলক স্পর্শ করেছেন।আফ্রিদি এখন পাকিস্তানের ২১তম বোলার, যিনি ওয়ানডেতে ১০০ বা তার বেশি উইকেট নিয়েছেন। তিনি তাঁর ৫♒১তম ম্যাচে এই মাইলফলক ছুঁয়েছেন। আর আফ্রিদির এমন সাফল্যের নজিরের দিন একটি ছবি নেটপাড়ায় হুহু করে ভাইরাল হয়েছে। যা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে পাকিস্তান ক্রিকেট ভক্তরা।
আসলে সেই ছবিটিতে দেখা গিয়েছে, শাহিন আফ্রিদি উইকেট নেওয়ার পর অধিনায়ক বাবর আজম উচ্ছ্বসিত হয়ে তাঁকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরেছেন। অনেকে এই মুহূর্তটা বেশ উপভোগ করেছেন। এক নেটিজেন ‘এক্স’-এ গিয়ে লি🌺খেছেন, ‘শীঘ্র এইচডি সংস্করণে এই ছবিটি দরকার। এটা সত্যিই 😍 ❤’ । আর এক জন লিখেছেন, ‘এটা সত্যিই মুহূর্ত। বাবর, শাহিনের ইউনিটি সেরা।’
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের পর পাকিস্তানের সংবাদমাধ্যমই দাবি করেছিল, দল নাকি দু’ভাগে ভাগ হয়ে গিয়েছে। এক পক্ষ রয়েছে বাবরের সঙ্গে। আর এক পক্ষ শাহিন আফ্রিদির সঙ্গে। নওয়াজ নাকি শাহিনের দলে। তাই ইচ্ছাকৃত ভাবে খারাপ বল করে তিনি দলকে হারিয়ে দিয়েছেন বলে অভিযোগ 🤪করেছেন বাবর। তাঁর অভিযোগ, বিশ্বকাপের ইতিহাসে তিনি যাতে পাকিস্তানের সবচেয়ে খারাপ অধিনায়ক হিসাবে পর্যবসিত হন, তার সব রকম চেষ্টা করা হচ্ছে।
সূত্রের খবর, শাহিন নাকি পাকিস্তানের পরবর্তী অধিনায়ক হওয়ার চেষ্টা চালাচ্ছেন। তাই তিনি দলে টানছেন অনেক সতীর্থকে। বাবর সেটা জেনেও কিছু করতে পারছেন 😼না। দলের অন্দরে বাবর অভিযোগ তুলেছেন, নিজেকে অধিনায়ক হিসাবে তুলে ধরার জন্যে শাহিন সব রকম চেষ্টা করছেন। তাই জন্যে ইচ্ছাকৃত ভাবে ম্যাচ হারানোরও চেষ্টা করছেন। তবে বাংলাদেশের বিরুদ্ধে একটি ছবিই সব জল্পনা মুছে ফেলছে। এখন আবার শাহিন আর বাব൩রের দুরন্ত সম্পর্ক নিয়ে চলছে আলোচনা।
২০১৮ সালে এশিয়া কাপ চলাকালীন আবু ধাবিতে আফগানিস্তানের বিপক্ষে শাহিনের ওডিআই ক্রিকেটে অভিষেক হয়েছিল। এবং তার পর থেকে তিনি খেলার সমস্ত ফর্ম্যাটে নতুন বলে শীর্ষ বোলারদের একজন হয়ে উঠেছেন। এখনও পর্যন্ত শাহিন ২৭টি টেস্টে ১০৫টি উইকেট নꦆিয়েছেন। এবং ৫২টি টি-টোয়েন্টিতে ৬৪টি উইকেট নিয়েছেন। আর ওডিআই-এ নিয়েছেন ১০০টি উইকেট। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে তিনটি উইকেট তুলে নিয়ে তিনি একশো উইকেটের মাইলস্টোন স্পর্শ করেন।