🍷 আজ বিশ্বকাপের সবচেয়ে বড় হাইভোল্টেজ ম্যাচ। আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলতে নামবে ভারত এবং পাকিস্তান দুই চিরপ্রতিদ্বন্দ্বী। আর এই ম্যাচকে ঘিরে ক্রিকেট মহলেও উত্তেজনার সৃষ্টি হয়েছে। শুধু তাই নয়, উন্মাদনার পারদও পৌঁছে গিয়েছে চরমে। কারণ এই দুই দল একমাত্র আইসিসি এবং এশিয়া কাপের ইভেন্ট ছাড়া কোথাও মুখোমুখি হয় না। দীর্ঘদিন কোনও দ্বিপাক্ষীক সিরিজও তারা খেলে না। এই পরিস্থিতিতে ভারত-পাক ম্যাচ মানেই আলাদা উন্মাদনার এবং সেই সঙ্গে বলতেই হবে টানটান উত্তেজনারও বটে।
🐭আজ বিশ্বকাপের এই হাইভোল্টেজ ম্যাচে নামার আগে বড় মন্তব্য করে বসলেন প্রাক্তন পিসিবি চেয়ারম্যান রামিজ রাজা। বড় মন্তব্যই নয়, একই সঙ্গে বিস্ফোরক মন্তব্য করেছেন পাকিস্তানের প্রাক্তন এই ক্রিকেটার। ভারত-পাক ম্যাচের আগে জিও সিনেমাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রাক্তন এই ক্রিকেটার বলেন, 'এই ম্যাচে ভারত পাকিস্তানের থেকে অনেকটাই এগিয়ে নামবে।' শুধু তাই নয়, তিনিও এও বলে রাখলেন, পাকিস্তানকে জিততে হলে তাদের অশান্ত মনকে পিছনে ফেলে দিতে হবে।
✅সেই সাক্ষাৎকারে প্রাক্তন পাক ক্রিকেটার বলেন, 'ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আলাদা উত্তেজনা কাজ করে। তবে এই ম্যাচে ভারত পাকিস্তানের থেকে অনেকটাই এগিয়ে নামবে। ভারত পুরোপুরি ভাবে প্রস্তুত। তাছাড়া রোহিতের দল পুরো সেট। সেটা ব্যাটিং বিভাগ হোক কিংবা বোলিং বিভাগ। সব জায়গাতেই এগিয়ে রয়েছে ভারত। মাঠের ভিতরে যতটা উত্তেজনা থাকে, ততটাই থাকে মাঠের বাইরে। এই ম্যাচে ভারত ফেভারিট হিসেবে শুরু করবে, তাতে কোনও সন্দেহ নেই। ব্যাটিং, বোলিং এবং ফিটনেসের ক্ষেত্রে তারা এগিয়ে রয়েছে।'
♔পাশাপাশি রামিজ আরও বলেন, 'পাকিস্তানকে ভালো করতে হলে তাদের মান ব্যাপকভাবে বাড়াতে হবে। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে জয়, রেকর্ড তাড়া করে পাকিস্তান তাদের ড্রেসিংরুমে একটি বিশাল পার্থক্য তৈরি করত। তাদের জয়ের কথা ভাবতে হবে এবং অবিচ্ছিন্নভাবে এগিয়ে যেতে হবে।'
𝓰এবারের বিশ্বকাপে নাসিম শাহ নেই। ফলে পাক দলে বেশ চাপ পড়বে বলে মনে করেন রামিজ। তিনি বলেন, 'শুরুতেই পাকিস্তানের দরকার উইকেট। কিন্তু তাদের বোলিং চাপে পড়েছে, উইকেট আসছে না। নাসিম শাহ নেই। পাকিস্তান ওর অভাব বোধ করছে। শাহিন শাহ আফ্রিদির একটি আঙুলে ফোলা রয়েছে এবং সে কারণে কিছুটা সমস্যা হচ্ছে। হাসান আলির গতি কমে গিয়েছে। তবে যেভাবেই হোক, পাকিস্তানকে তাদের বোলিং পারফরম্যান্স তুলে নিতে হবে। ভালো ফিল্ডিং করতে হবে। ক্যাচ মিস করলে হবে না।'