অকারণে থ্রো করে নিউজিল্যান্ডকে চার রান ‘গিফট’ দিলেন রবীন্দ্র জাদেজা। আর তাতে মারাত্মক রেগে গেলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। জাদেজাকে উদ্দেশ্য করে তুমুল বিরক্তির সঙ্গে কিছু বলতে থাকেন। নেটিজেনদের একাংশের দাবি, রেগে গিয়ে ভারতীয় তারকা অলরাউন্ডারকে গালিগালাজ করেছেন রোহিত। তারইমধ্যে কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসনের একেবারে সহজ ক্যাচ ফস꧒্কে দেন মহম্মদ শামি। তারপরই তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা বয়ে যায়। তুমুল ট্রোলড হন। তবে শেষপর্যন্ত সেই শামিই উইলিয়ামসনকে আউট করেন। আর সেই ওভারেই ফিরিয়ে দেন টম লাথামকে। ওই ওভারে দুটি উইকেটের জেরে আবারও প্রবলভাবে ম্যাচে ফিরে এসেছে ভারত।
জাদেজার থ্রো
২৩ তম ওভারের শেষ বলে সেই থ্রো করেন জাদেজা। তাঁর বলটা ডিফেন্ড করেন নিউজিল্যান্ডের তারকা। বলটা জাদেজার দিকে আসে। সেইসময় কেন কিছুটা ক্রিজের🎉 ধারে ছিলেন। তা দেখে উইকেট লক্ষ্য করে বল ছুড়ে দেন জাদেজা। কিন্তু থ্রো'টা একেবারে দিশাহীন ছিল। বিরক্তির সঙ্গে গায়ের জোরে বলটা ছুড়ে দেন। এমনভাবেই বল ছোড়েন যে কেএল রাহুল বলটা ধরার সুযোগই পাননি। সেটা চার হয়ে যায়।
রাহুল বলটা ধরতে না পারার পরই জাদেজা বুঝতে পারেন যে কী করেছেন। কোনওদিকে না তাকিয়ে আম্পায়ারের থেকে টুপি নিতে যান। ততক্ষণে ক্যামেরায় রোহিতকে দেখানো হতে পারে। তাঁর চোখেমুখে চূড়ান্ত বিরক্তি ছিল। জাদেজাকে উদ্দেশ্য করে কিছু বলতে থাকেন ভারতীয় অধিনায়ক। তিনি কী বলেছেন, তা স্পষ্ট না হল♉েও নেটিজেনদের একাংশের দাবি, গালিগালাজ করেছেন রোহিত। তারইমধ্যে ক্যামেরায় বিরাট কোহলিকে দেখা যায়। হাসিমুখে দেখা যায় তাঁকে।
শামির ক্যাচ ফস্কানো
জসপ্রীত বুমরাহের ২৯ তম ওভারের শেষ বলে কিউয়িদের অধিনায়ক কেনের সহজ ক্যাচ ফস্কে ফেলেন শামি। ডারিল মিচেল এবং কেনের জুটি তখন জমে উঠেছিল। উইকেটের জন্য মরিয়া হয়ে উঠেছিল ভারত। সেইসময় ওই ক্যাচ ফস্কান শামি। অফস্টাম্পের বাইরে ঢিমেগতির বল ছিল। বড় শট মারতে যান কেন। কিন্তু মিসটাইম হয়। মিড-অনে একেবারে লোপ্পা ক্যাচ যায়🅷 শামির দিকে। কিন্তু ক্যাচটা ফস্কে দেন। সেটা একেবারেই বিশ্বাস করতে পারেননি বুমরাহ। সোশ্যাল মিডিয়ায় তুমুল ট্রোলড হতে থাকেন শামি।
আর সে🧔ই পরিস্থিতিতে ভারতীয় সমর্থকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। তাঁরা আশঙ্কা প্রকাশ করতে থাকেন, সেমিফাইনাল অভিশাপে কি ফের বিদ্ধ হতে চলেছে ভারত? যদিও শেষপর্যন্ত তাঁদের কাঁচুমাচু মুখে হাসি ফিরিয়ে আনেন শামিই। ৩৩ তম ওভারে দুই উইকেট নেন। ৬৯ রানে আউট করেন কেনকে। অর্থাৎ তাঁর ক্যাচ ফস্কানোর জন্য বাড়তি ১৭ রান যোগ করেন কিউয়ি ক্যাপ্টেন। তারপরই ফিরিয়ে দেন লাথামকে।ꦑ সার্বিকভাবে আপাতত ভারত যে চারটি উইকেট পেয়েছে, চারটিই নিয়েছেন শামি।