প্রত্যেক ক্রিকেটারের💯 উচ্চাকাঙ্খা থাকে, বড় স্বপ্ন থাকে একদিন জাতীয় দলে꧋র অধিনায়ক হওয়ার। ভারতের মতো ক্রিকেট-পাগল দেশের অধিনায়ক হওয়াটাও সহজ কাজ নয়। যাইহোক, ভারতকে নেতৃত্ব দেওয়ার সম্মান এমন একটি বিষয়, যার স্বাদ পেতে চান অনেক খেলোয়াড়ই।
ভারতের অধিনায়ক হিসাবে বিরাট কোহলির মেয়াদ শেষ হওয়ার পর, রোহ꧙িত শর্মা দায়িত্ব নেন। যাইহোক, সৌরভ গঙ্গোপাধ্যায়, যিনি সেই সময়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি ছিলেন, সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছেন যে, মুম্বইয়ের তারকা ব্যাটার অধিনায়কত্ব নিতে আগ্রহী ছিলেন না। কারণ তিনি প꧒্রচুর ক্রিকেট খেলছিলেন।
আরও পড়ুন: পাছে নজর ন♏া লেগে যায়, নাতির উপর থেকে কুদৃষ্টি সরালেন রাচিন রবীন্দ্রের ঠাকু🍰মা- ভিডিয়ো
এক সাক্ষাৎকারে ভারতের প্রাক্তন অধিনায়ক বলেছেন, ‘রোহিত (শর্মা) অধিনায়কত্ব চাননি, কারণ সমস্ত ফরম্যাটে খেলার জন্য অনেক ๊চাপ ছিল- এটি এমন একটি পর্যায়ে চলে গিয়েছিল, যেখানে আমি ওকে বলেছিলাম যে, তোমাকে হ্যাঁ বলতেই হবে বা আমি তোমার নাম ঘোষণা করে দেব। আমি খুশি, ও এই দায়িত্ব নিয়েছে। এখন ও সামনে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছে এবং আপনারা ফলাফল নিজের𒅌াই দেখতে পাচ্ছেন।’ এর আগেও সৌরভ বলেছেন, ‘বিরাট চলে যাওয়ার পর, রোহিত শর্মা সেই সময়ে সেরা বিকল্প ছিল।’
এবার বিশ্বকাপে দলের ওপেনার হিসাবে তো বটেই, নেতৃত্বের ক্ষেত্রেও দুরন্ত পারফরম্যান্স রোহিত শর্মার। ভারত অধিনায়ক রোহিত শর্মা শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে থেকেই ভারতের জন্য মজবুত ভিত গড়ে দিচ্ছেন। চলতি বিশ্বকাপে রোহিত দু✤র্দান্ত ফর্মে রয়েছেন। ব্যাট হাতে অন্যদের জন্য প্ল্যাটফর্ম তৈরি করে সামনে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন এই তারকা ওপেনার।
রোহিত, যিনি আটটি ম্যাচ খেলে একটি সেঞ্চুরি এবং দু'টি অর্ধশতরান করে ফেলেছেন। তবে তিনি দলের উপর যে আগ্রাসী প্রভাব ফেলেছেন, সেটা এই পরিসংখ্যানের মাপকাঠিতে একেবারেই ব𝓀িচার্য নয়।
রোহিতের নেতৃত্বে চলতি বিশ্বকাপে ভারতই একমাত্র দল, যারা আটটি ম্যাচ খেলে ৮টিতেই জিতেছে। একবারও ⛎তারা এই টুর্নামেন্টে চ্যালেঞ্জের মুখে পড়েনি। ভারত ইতিমধ্যেই এক নম্বরে থেকে তাদের সেমিফাইনাল নিশ্চিত করেছে এবং নকআউট পর্বে তারা পয়েন্ট টেবলের শীর্ষে থেকেই যাবে। সেই জায়গাটাও পোক্ত হয়ে গিয়েছে।
রোহিতের নেতৃত্ব এবং কৌশলগত সচেতনতা এখনও পর্যন্ত ভারতের সাফল্যে বিরাট ভূমিকা পালন করে💖ছে। অধিনায়কত্ব ছাড়াও রোহিত ব্যাট হাতে ৫৫.২৫ গড় এবং ১২২.৭৮-এর বিশাল স্ট্রাইক রেট সহ আট ইনিংসে ৪৪২ রান করেছেন।