শুভব্রত মুখার্জি:- ক্রিকেটের ইতিহাসে 'চোকার্স' তকমাটি একেবারে সেঁটে দেওয়া হয়েছিল দক্ষিণ আফ্রিকা দলের গায়ে। বারবার আইসিসির বিভিন্ন ইভেন্টে নক আউট পর্বে পৌঁছেও ফাইনাল খেলা অধরা থেকে গিয়েছে প্রোটিয়াদের। একবার দুবার নয় বারবার ঘটেছে এমন ঘটনা। একেবারে ফাইনালের দোড়গোড়ায় পৌছে গিয়েও সেই ম্যাচ হেরে যেতে হয়েছে দক্ষিণ আফ্রিকা দলকে। ১৭ বারের চেষ্টাতে কোন আইসিসি ট্রফির ফাইনালে খেলতে পারেনি তারা। তবে ১৮ তম বারে কিন্তু সেই ইতিহাস বদলে গেল। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তারা তাদের স্বপ্নের বাস্তবায়ন ঘটাল। চলতি টি-২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে সহজেই আফগানিস্তান দলকে হারিয়ে দিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছে প্রোটিয়া বাহিনী। আর এরপরেই কার্যত আবেগী হয়ে পড়ে🀅ন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা ডেল স্টেইন। চিত্তচাঞ্চল্য ঘটতে দেখা যায় প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথকেও।
আরও পড়ুন… বারꦡ্বাডোজের পিচে কি𒉰 ঘূর্ণি নাচবেন প্রোটিয়ারা, নাকি রাবাডাদের পেসে বিপাকে পড়বেন কোহলিরা?
ভারতীয় সময় বৃহস্পতিবার সকালে আফগানিস্তানের বিরুদ্ধে এই ঐতিহাসিক জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা দল। নয় উইকেটের বিরাট ব্যবধানে এই জয় নিশ্চিত করেছে তারা। মূলত তাদের বোলারদের দাপটেই তাদের এই জয় নিশ্চিত হয়েছে। প্রোটিয়া বোলাররা এদিন মাত্র ৫৬ রানে আফগানিস্তান দলকে অল আউট করে দিয়ে ম্যাচ জয়ের মঞ্চ প্রস্তুত করে দিয়েছিলেন। সেই মঞ্চের উপর দাঁড়িয়েই বাকি কাজটা করে দেন প্রোটিয়া ব্যাটাররা। ম্যাচে টসে জিতেছিলেন রশিদ খান। তি𝔍নি টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন। মার্কো জানসেন এবং তাবরেজ শামসি দুজনেই তিনটি করে 🍬উইকেট নেন।তারাই আফগানিস্তান ব্যাটিং লাইনআপের মেরুদন্ড ভেঙে দেন।এরপর আর উঠে দাঁড়াতে পারেনি আফগানিস্তান দল।
আরও পড়ুন… ডোপ টেস্টে ব্যর্থ! বিপদের মুখে জ্যাভলিন থ্রোয়ার ডিপি মনুর Paris O𝄹lympics 2024-এর স্বপ্ন
জয়ের পরেই উচ্ছাসে ফেটে পড়েন প্রাক্তন দক্ষিণ আফ্রিকার অধিনাཧয়ক তথা বর্তমানে অন্যতম প্রোটিয়া বোর্ডের কর্তা গ্রেম স্মিথ।তিনি এক্স হ্যান্ডেলে লেখেন ' আমরা ফাইনালে উঠে গেছি।' এরপর তিনি ফের লেখেন ' আমি এর থেকে আর বেশি খুশি হতে পারিনা। টিম আর মাত্র একটি ম্যাচ(ফাইনাল) বাকি রয়েছে' ।বলে এডেন মার্করামকে ট্যাগ করেন তিনি। এই মুহূর্তে অফিসিয়াল ব্রডকাস্টারদের হয়ে ধারাভাষ্য দিতে ওয়েস্ট ইন্ডিজেই রয়েছেন প্রোটিয়াদের প্রাক্তন তারকা ডেল স্টেইন। তাঁর দেশ ফাইনালে ওঠার পরেই আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা যায় তাঁকে। মাঠে নেমে তিনি দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের আলিঙ্গন করতে শুরু করেন। আনন্দশ্রুতে তাঁর চোখ চিকচিক করে উঠতে দেখা যায়।এতবছরের যন্ত্রণা,হতাশার বাঁধ যেন এদিন ভেঙে গেল ওয়েস্ট ইন্ডিজের মাটিতে।