আফগানিস্তান বনাম দক্𝐆ষিণ আফ্রিকার নতুন ইতিহাস লেখার এই ম্যাচে ৫৬ রানেই শেষ আফগানিস্তানের ইনিংস। দক্ষিণ আফ্রিকাকে ম্যাচ জিততে হলে করতে হবে ৫৭ রান।
SA vs AFG Live Match: ৯ উইকেটে জিতল দক্ষিণআফ্রিকা
৯ উইকেটেꦐ ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। ಞমাত্র ৮.৫ ওভারেই লক্ষ্য অর্জন করে দক্ষিণ আফ্রিকা। এই জয়ের ফলে বাইশ গজে নতুন ইতিহাস লেখে দক্ষিণ আফ্রিকা।
SA vs AFG Live Match: আট ওভারেই ৪৩/১ রান
মাত্র এক 😼উইকেট হারিয়েই জয়ের দিকে পৌঁছে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা।
SA vs AFG Live Match: সাত ওভারে ৩৫/১ রান
আজমতউল্লাহ ওমরজাই এই ওভারটি করতে আꦰসেন এবং তিনি মাত্র ১ রান খরচ করেন। এর মাঝেই পিচ নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। আইসিসি-র সেমিফাইনাল ম্যাচে এমন পিচ! প্রশ্ন তুলছে বিশেষজ্ঞরা।
SA vs AFG Live Match: ছয় ওভারে ৩৪/১ রান
লক্ষ্যের দিকে এগিয়ে চল🌠েছে দক্ষিণ আফ্রিকা। রশিদ খানের এই ওভারে কোনও ভুল করেননি রিজা-মার্করামরা।
SA vs AFG Live Match: পাঁচ ওভারে ২৬/১ রান
নবীনে🍃র এই ওভারে ১৩ রান নিল দক্ষিণ আফ্রিকা। সকলেই বলছেন রশিদ খান কবে আসবেন?
SA vs AFG Live Match: চার ওভারে ১৩/১ রান
রিজা হেন্ডরি🐻ক্স ধীরে ধীরে রানের গতি বাড়াচ্ছেন। ফারুকির এই ওভারে সাত রান নিল দক্ষিণ আফ্রিকা।
SA vs AFG Live Match: তৃতীয় ওভারে ৬/১ রান
এই ওভারে মাত্র এক রান উঠল। তবে এই ওভারে একটি সুযোগ হাতছাড়া করল আফগানিস্তান। ব্যাটারের ব্যাটে বল ল✨েগে উইকেটরক্ষক বলটি ধরেন তবে আফগানিস্তান রিভিউ নেয়নি এবং সুযোগ হাতছাড়া করে।
SA vs AFG Live Match: দ্বিতীয় ওভারে ৫/১ রান
লড়াই ছাড়েনি আফগানিস্তান। কুইন্টন ডি'কককে বোল্ড ꦺ🤪করে লড়াইয়ের শুরু করে দিয়েছে আফগানিস্তান।
SA vs AFG Live Match: আউটটটটট
কুইন্টন ডি'কককে বোল্ড করলেন ফজল হক ফারুকি। পাঁচ রানে♐ প্রথಞম উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা।
SA vs AFG Live Match: প্রথম ওভারে ১/০ রান
প্রথম ওভার বল করেন নবীন উল হক। প🌠্রথম ওভারে ১ রান ꦿদেন তিনি। কোনও উইকেট পাননি নবীন।
SA vs AFG Live Match: ৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নামল দক্ষিণ আফ্রিকা
৫৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যꦍাট করতে নামল দক্ষিণ আফ্রিকা। এখন দেখার আফগানিস🦋্তান কোনও চমক দেখাতে পারে কিনা।
SA vs AFG Live Match: দেখে নিন কেমন ছিল এদিনের আফগানিস্তানের ইনিংস
আফগানিস্তানের ⛎প্রথম ধাক্কা আসে প্রথম ওভারে রহমানউল্লাহ গুরবাজের ফর্মে, দ্বিতীয় উইকেটটি আসে তৃতীয় ওভারে গুলবদিন নায়েবের ফর্মে। পরের ওভারেই ইব্রাহিম জাদরানকে ক্লিন বোল্ড করেন কাগিসো রাবাদা। চতুর্থ বলে𒀰 মহম্মদ নবিকে বোল্ড করেন তিনি। মার্কো জানসেন নিজের ম্যাজিক দেখিয়ে যান। এনরিখ নরকিয়াও নিজের প্রথম ওভারেই সাফল্য পান। নিজের প্রথম ওভারেই দুই উইকেট নেন তাবরেজ শামসি। করিম জানাত ও নূর আহমেদকে এলবিডব্লিউ আউট করেন তিনি। রশিদ খানকে বোল্ড করেন নরকিয়া। শামসির শিকার হন নবীন উল হক।
SA vs AFG Live Match: আফগানিস্তান টি-টোয়েন্টিতে তাদের সর্বনিম্ন স্কোর করেছে
টি-টোয়েন্টিতে আফগানিস্তানের সর্বনিম্ন স্কোর৫৬ বনাম দক্ষিণ আফ্র꧃িকা, ২০২৪৭২ বনাম বাংলাদেশ, ২০১৪৮০ বনাম ইংল্যান্ড, ২০১২৮০ বনাম দক্ষিণ আফ্রিকা, ২০১০৯০ বনাম নেদারল্যান্ডস, ২০১৩
SA vs AFG Live Match: ICC ইভেন্টের নকআউট পর্যায়ে সর্বনিম্ন স্কোর
৫৬ - AFG vs SA, ত্রিনিদাদ, ২০২৪ (T20WC 2024)৯৩ - ENG vs AUS,🧔 লিডস, ১৯৭৫ (ODIWC 1975)১০১ - WI vs SL, লন্ডন, ২০০৯ (T20WC 2009)১০১ - SL vs WI, কলম্বো, ২০১২ (T20WC 2012)
SA vs AFG Live Match: T20I তে নরকিয়ার ৫০ উইকেট
এদিনের ম্যাচে নরকিয়া ৩ ওভার বল করে সাত রান দিয়ে ২ উইকেট শিকার করেছিলেন। এর ফলে তিনি T20I তে ৫০ উইকেট শিক༺ার করলেন। এছাড়াও ICC T20 WC এখনও পর্যন্ত ৩২টা উইকেট শিকার করেছিলেন তিনি।
SA vs AFG Live Match: দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্য ৫৭ রান
৫৬ রানেই শেষ হল আফগানিস্তানের ইনিংস। এই ম্যাচ জিততে হলে সঙ্গে নতুন ইতিহাস গড়তে হল﷽ে দক্ষিণ আফ্রিকাকে ৫৭ রান করতে হবে।
SA vs AFG Live Match: আউটটটট
৫৬ রানের মধ্যেই শেষ হল আফগানিস্𓆉তানের ইনিংস। নবীন উল হককে LBW꧋ করলেন শামসি।
SA vs AFG Live Match: ১১ ওভারে স্কোর ৫৩/৯
বেশ চাপে পড়ে গিয়♛েছে আফগানিস্তান। ১১ ওভারে মাত্র ৫৩ রানের মধ্যেই ৯ উইকেট হারিয়েছে তারা।
SA vs AFG Live Match: আউটটটটট
৫০ র꧙ানের মধ্যেই নবম উইকেট হারাল আফগানিস্তান। রশღিদ খানকে বোল্ড করলেন নরকিয়া।
SA vs AFG Live Match: ১০ ওভারে স্কোর ৫০/৮
মাত্র ৫০ রানের মধ্যেই ৮ উইকেট হারাল আফগানিস্তা♛ন। প্রথমে পেস বোলারদের দাপটের পরে এবার শামসি নিজের স্পিনের ম্যাজিক দেখালেন। জানাত ও নূরকে ফিরিয়ে আফগানিস্তানকে আরও চাপে ফেললেন তিনি।
SA vs AFG Live Match: আউটটটট
পঞ্চাশ রানের মধ্যেই আট উইকেট হারাল আফগানিস্তান। নূর আহমেদকে LBW আউটꦜ করেন শামসি।
SA vs AFG Live Match: আবার উইকেট
সাত নম্বর উইকেট হারাল আফগানিস্𒁏তান। মাত্র ৫০ রানের মধ্যেই সাতটি উইকেট হারাল আফগানিস্তান। করিম জানাতকে LBW আউট করলেন শামসি।
SA vs AFG Live Match: ৯ ওভারে স্কোর ৪৫/৬
রশিদ খান ও করিম জানাত আফগানিস্তানের ইনജিংস এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন।
SA vs AFG Live Match: ৭ ওভারে স্কোর ২৯/৬
দারুণ একটা ওবার বল করেন নরকিয়া। মেডেন ওভার সঙ্গে একটি উইকেট নেন তিনি। মাত্র ২৯ রানের মধ্যে ৬ উইকেট 🐓হারিয়েছে তারা।
SA vs AFG Live Match: আবার আউটটট
২৮ রানের মধ্যেই ৬ উইকেট হ🔯ারাল আফগানিস্তান। এনরিখ নরকিয়ার বলে আউট হন আজমত🉐উল্লাহ ওমরজাই। ত্রিস্তান স্টাবসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি।
SA vs AFG Live Match: ৬ ওভারে স্কোর ২৮/৫
পাওয়ার প্লের খেলা শেষ। ২৮ রানের মধ্যেই পাঁচ উইকেট হারিয়েছিল আফগানিস্তান। মার্কো জানসেন ৩ ওভার বল করে নিয়েছেন ১৬ রানে তিন উইকেট✅। কাগিসো রাবাদা ২ ওভারে ৫ রান দিয়ে ২ উইকেট শিকার করেছেন।
SA vs AFG Live Match: আউটটটট…
আবার আউট!!!! ২৩ রানের মধ্𝓡যে আফগানিস্তানের পঞ্চম উইকেটের পতন। এবার মার্কো জানসেনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন নাঙ্গেলিয়া খারোতে।
SA vs AFG Live Match: ৪ ওভারে স্কোর ২০/৪
দুই উইকেট নিয়ে মেডে🎉ন ওভার নিলেন কাগিসো রাবাদা। দারুণ একটা এবার করলেন তিনি। চার ওভারের পরে বেশ চাপে পড়ে গিয়েছে আফগানিস্তান।
SA vs AFG Live Match: আউটটটট… আফগানিস্তানের চতুর্থ উইকেটের পতন
আবার উইকেট নিলেন কাগিসো রাবাদা। এবার শূন্য রানে ফিরলেন মহম্মদ নবি। আফগানিস্তা♓নের অভিজ্ঞ ক্রিকেটারকে বোল্ড করেন রাবাদা।
SA vs AFG Live Match: আউটটটট… আফগানিস্তানের তৃতীয় উইকেটের পতন
ইব্রাহিম জাদরানকে বোল্ড করেন রাবাদা। ৫ 𝐆বলে ২ রান করেন জাদরান। ৩.১ ওভারে ২০ রানের মধ্যেই তিন উইকেট হারায় আফগানিস্তান।
SA vs AFG Live Match: ৩ ওভারে স্কোর ২০/২
তিন ওভার শেষ ২ উইꦇকেট হারিয়ে ২০ রান তুলল আফগানিস্তান।
SA vs AFG Live Match: আউটটট… আফগানিস্তানের দ্বিতীয় উইকেটের পতন
ম্যাচে দ্বিতীয় উইকেট তুললেন মার্কো জানস🍸েন। গুলবদিন নায়েবকে বোল্ড করলেন তিনি। ৮ বলে ৯ রান করেন গুলবদিন নায়েব।
SA vs AFG Live Match: দ্বিতীয় ওভারেই স্পিন
কেশব মহারাজা দ্বিতীয় ওভারে বল করতে এলেন। ৬ রান 🍃খরচ করেন তিনি। গুলবদিন নায়েব পাঁচ রান কর♛েছেন। দ্বিতীয় ওভারের শেষে আফগানিস্তানের স্কোর ১০/১ রান।
SA vs AFG Live Match: আউটটটটট
ম্যাচের ওভারটি বল করতে আসেন মার্কো জানসেন। প্রথম ওভারের শেষ বলে গুরবাজের উইকেটা হারায় আফগানিস্তান। রিজা হ🎀েন্ডরিক্সের হাতে ক্যাচ দেন গুরবাজ। আফগানিস্তা꧑ন প্রথম ওভারে তুলল ৪/১ রান।
SA vs AFG Live Match: দেখে নিন দুই দলের প্রথম একাদশ
দুই দলেরই একাদশ খেলছেনআফগানিস্তানের প্লেয়িং ইলেভেন: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, গুলবদিন নায়েব, মহম্মদ নবি, করিম জানাত, রশিদ খান (অধিনায়ক), নাঙ্গেলিয়া খারোতে, নূর আহমেদ, নবীন-উল💞-হক এবং ফজল হক ফারুকি।দক্ষিণ আফ্রিকার একাদশ: কুইন্টন ডি'কক (উইকেট-রক্ষক), রিজা হেন্ডরিক্স, এইডেন মার্করাম (অধিনায়ক), এনরিখ ক্লাসেন, ডেভিড মিলার🌳, ত্রিস্তান স্টাবস, মার্কো জানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, এনরিখ নরকিয়া এবং তাবরেজ শামসি।
SA vs AFG Live Match: ইতিহাস গড়ার ম্যাচে এগিয়ে কারা
ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর 🔥প্রথম সেমিফাইনাল খেলা হচ্ছে। এই ম্যাচে আফগানিস্তান দলের অধিনায়ক রশিদ খান টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। দুই দলেই কোনও পরিবর্তন করা হয়নি। প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে আফগানিস্তান দল। একই সঙ্গে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠতে চাইবে দক্ষিণ আফ্রিকা দল। এমন পরিস্থিতিতে প্রতিযোগিতা হবে আকর্ষণীয়। তবে আফগানিস্তান এখনও কোনও ফর্ম্যাটে দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারেনি, তাই এইডেন মার্করামের অধিনায়কত্ব করা দলকে হারিয়ে ইতিহাস তৈরি🍸 করা রশিদ খান অ্যান্ড কোম্পানির পক্ষে কঠিন হতে পারে।
SA vs AFG Live Match: টস জিতল আফগানিস্তান
T20 WC 2024 1st Semi Final AFG vs SA ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিল আফগানিস্তꦕান।
SA vs AFG Live Match: HT বাংলার লাইভ ব্লগে আপনাকে স্বাগত জানাই
T20 WC 2024 Semi Final Live Match: আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার দল এখনও কোনও ধরনের বিশ্বকা🐠প ফাইনালে উঠতে পারেনি। নকআউট ম্যাচে হেরে যাওয়ার কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চোকার হওয়ার অভিযোগ ওঠে। তবে এবার দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের সামনে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বা ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ওঠার গৌরব অর্জনের সুযোগ রয়েছে। তবে এতে কে জয়ী হয় সেটাই দেখার বিষয়।