শুভব্রত মুখার্জি: শনিবার অর্থাৎ ৭ অক্টোবর চলতি ওডিআই বিশ্বকাপের অভিযান শুরু করেছে শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে তারা মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা দলের। ১৯৯৬ সালের চ্যাম্পিয়নরা এই ম্যাচে হেরেছে বড় ব্যবধানে। ১০২ রানের ব্যবধানে হেরে গিয়েছে তারা। এই হারের যন্ত্রণার মধ্যেই আর♉ও খারাপ খবর এসেছে শ্রীলঙ্কা দলের জন্য। স্লো ওভার রেটের কারণে আইসিসির তরফে জরিমানা করা হয়েছে ক্যাপ্টেন দাসুন শানাকা-সহ দলের সব ক্🍸রিকেটারদের।
২০২৩ ওয়ান ডে বিশ্বকাপের প্রথম ম্যাচে বড় পরাজয়ের গ্লানি দূর করার আগেই জরিমানাও দিতে হল শ্রীলঙ্কাকে। ম্যাচ ফি-র ১০ শতাংশ জরিমানা গুনতে হয়েছে দলের ক্রিকেটারদের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বড় হারের হতাশা তো রয়েইছে লঙ্কানদের। তার সঙ্গে সঙ্গে বড়সড় শাস্তিও পেতে হয়েছে শ্রীলঙ্কা দলকে। মন্থর ওভার রেটের কারণে দলের সব ক্রিকেটারদের ম্যাচ ফির ১০ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। রবিবার বিশ্ব ক্রিকেটে꧃র নিয়ামক সংস্থা আইসিসি এক বিবৃতিতে প্রকাশ করে এই বিষয়টি নিশ্চিত করেছে।
প্রসঙ্গত শনিবার দিল♔্লিতে এডেন মার্করাম, কুইন্টন ডি'কক, রাসি ভ্যান ডার দাসেনের শতরানের সৌজন্যে ১০২ রানের বিরাট ব্যবধানে জয় পায় প্রোটিয়া দল। এই ম্যাচেই নির্ধারিত সময়ের মধ্যে ২ ওভার পিছিয়ে ছিল শ্রীলঙ্কা দল। ফলে আইসিসির নিয়ম অনুযায়ী, মন্থর ওভার রেটের ক্ষেত্রে প্রতি ওভারের জন্য ক্রিকেটারদের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করার কথা বলা রয়েছে।
মাঠের দুই আম্পায়ার রিচার্ড এবং সৈকত, তৃতীয় আম্𓄧পায়ার মাইকেল গফ ও চতুর্থ আম্পায়ার অ্যালেক্সের রিপোর্টের ভিত্তিতে এই শাস্তির বিধান দিয়েছেন ম্যাচ রেফারি তথা প্রাক্তন ভারতীয় পেস♑ার জাভাগল শ্রীনাথ। শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা দায় স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
ম্যাচে দাসুন শানাকা যদিও ব্যাট হাতে ভালো পারফরম্যান্স করেন। তিনি ৬২ বলে ৬৮ রানের একটি অনবদ🍎্য ইনিংস খেলেন। পাশাপাশি চারিথ আসালঙ্কা ৭৯ এবং কুশল মেন্ডিস ৭৬ রানের দুটি অনবদ্য ইনিংস খেলেন। এর পরেও যদিও ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরু🌌দ্ধে জয় পেতে পারেনি শ্রীলঙ্কা দল।