꧒ হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমেছে পাকিস্তান। প্রতিপক্ষ নেদারল্যান্ডস। অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ হলেও ডাচদের কাছে বেশ বেগ পেতে হয়েছে বাবর আজমদের। কারণ শুরুতে উইকেট হারাতে থাকে পাকরা। শুধু তাই নয়, মাত্র ৩৮ রানে তিন উইকেট হারিয়ে ফেলে বাবর আজমরা। এমনকী পাক অধিনায়কও বড় রান করতে পারেননি। বাবর মাত্র ৫ রান করে ড্রেসিংরুমে ফিরে যান। স্বাভাবিক ভাবেই একটা সময় পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা।
𓄧কিন্তু সেই পরিস্থিতি থেকে দলকে বের করে নিয়ে আসেন মহম্মদ রিজওয়ান এবং সাকিলরা। দুই ব্যাটারের ব্যাটে ভর করে বড় রানের দিকে এগিয়ে যায় পাকিস্তান দল। রিজওয়ান এবং সাকিল এই দুই ব্যাটারই ৬৮ রান করেন। তবে রিজওয়ানের ইনিংসটি সাজানো ছিল মাত্র ৮টি বাউন্ডারির সৌজন্যে এবং সাকিলের ইনিংসটি সাজানো ছিল ৯টি বাউন্ডারি এবং ১টি ওভার বাউন্ডারির সৌজন্যে।
ꦫতবে এই ম্যাচে ঘটে একটি মজার ঘটনা। মধ্য গগনে চলছে পাকিস্তান বনাম নেদারল্যান্ডস ম্যাচ। ঠিক সেই সময় যান্ত্রিক গোলযোগের কারণে কিছু সেকেন্ডের জন্য সম্প্রচার বন্ধ হয়ে যায়। এমনকী বেশ কয়েক মিনিট স্কোর বোর্ড দেখানোও বন্ধ হয়ে যায়। স্বাভাবিক ভাবেই অনেকের মধ্য়েই কৌতুহল দেখা দেয়, হঠাৎ কেন বন্ধ হয়ে গেল স্কোর দেখানো। সেই সময় ধারাভাষ্যের দায়িত্বে ছিলেন প্রাক্তন পাক ক্রিকেটার তথা প্রাক্তন পিসিবি চেয়ারম্যান রামিজ রাজা। ধারাভাষ্য দিতে দিতেই তিনি স্কোর বোর্ড দেখতে না পরেয়ে অবাক হয়ে যান। মজার ছলে বলেন, 'এটা যান্ত্রিক সমস্যার জন্য হয়েছে। ঠিক যেমনটা হয়েছে পাকিস্তানের টপ অর্ডারের।' রমিজ রাজার এমন বক্তব্য শুনে হাস্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
🔯সম্প্রতি তিনি বিতর্কেও জড়িয়েছেন। কিছুদিন আগেই পাকিস্তান এবং অস্ট্রেলিয়া বিশ্বকাপের ওয়ার্মআপ ম্যাচ চলাকালীন ম্যাথু হেডেনের করা একটি মন্তব্যে সায় দেন। প্রাক্তন অজি তারকা বলেন, 'পাকিস্তান দল শৃঙ্খলাবদ্ধ ইসমাল ধর্মের জন্যই। সেই জন্যই তারা মনোযোগ দিয়ে ক্রিকেট খেলে।' সেই মুহূর্তে হেডেনের পাশেই বসেছিলেন রমিজ। ইসলাম ধর্মের প্রচার করা হচ্ছে বলে অনেকেই সোশ্যাল মিডিয়ায় মুখ খোলেন। এবার বিশ্বকাপের মঞ্চেই ফের একবার হাস্যকর মন্তব্য করলেন।