শুরু হয়ে গিয়েছে বিশ্বকাপ ২০২৩। ইতিমধ্যেই উদ্বোধনী ম্যাচে গতবার꧃ের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে জয় পেয়েছে কিউই বাহিনি। দ্বিতীয় দিন পাকিস্তানের মুখোমুখি হয় নেদারল্যান্ডস। পাক🐻 বোলারদের দাপটে ৮১ রানে পরাজিত হয় ডাচ বাহিনী। নেদারল্যান্ডসকে হারিয়ে খুশি বাবর আজম। সেই সঙ্গে তিনি হায়দরাবাদের আতিথেয়তায়ও খুশি প্রকাশ করেছেন।
ম্যাচ শেষে তিনি বলেন, 'যেভাবে হায়দরাবাদ আমাদের সমর্থন করেছে, আমি তাতে অত্যন্ত খুশি। তাছাড়াও হায়দরাবাদ🏅ের আতিথেয়তা আমার মন জয় করেছে। আমি মনেপ্রাণে তা উপভোগ করেছি। আর রইল কথা আজকের খেলার ফল, আমি তাতে সন্তুষ্ট। আমাদের দল দারুণ ক্রিকেট খেলেছে।'
দ্রুত তিন উইকেট হারানোর পর যেভাবে রিজওয়ান ও শাকিল পার্টনারশিপ গড়ে এক লড়াকু ইনিংসের সম্বন্ধে পাক অধিনায়ক জানান, 'এই বিষয়ে পুরো কৃ🐷তিত্বটাই ওদের দেবো। আমরা যখন পরপর তিনটি উইকেট হারিয়ে ফেলি, তখন যেভাবে রিজওয়ান ও শাকিল দ্রুত গতিতে রান করেছে সেটা সত্যিই প্রশংসার যোগ্য। বিশেষ করে যেভাবে শাকিল ব্যাটিং করছিল এর থেকে এটাই বোঝা যায় যে কতটা উন্নতি করেছে ও।'
ডাচ বাহিনীকে ২০🔥৫ রানে আটকে দেওয়ার সম্বন্ধে বাবর জানান, 'এক্ষেত্রে আমি আমাদের বোলারদের কৃতিত্ব দেবো। কারণ ওরা শুরু থেকে চাপ তৈরি করে গেছে নেদারল্যান্ডস উপর। প্রথম ১০ ওভারে আমাদের বোলাররা পরিকল্পনা অনুযায়ী খুবই ভালো বোলিং করেছে। মাঝের ওভারে উইকেট নেওয়ার জন্যই আমরা এই ম্যাচটি জিততে পেরেছি।'
উল্লেখ্য, শুক্রবার ম্যাচে টসে হেরে নেদারল্যান্ডস পাকিস্তানকে প্রথমে ব্যাট করতে পাঠায়। শীঘ্রই টপ অর্ডার জামান, ইমাম উল হক ও বাবর আজমদের প্যাভিলিয়নে ফেরায় ডাচ বোলাররা। এরপর ধীরে সুস্থে একটি পার্টনারশিপ তৈরি করেন উইকেটরক্ষক ও দাপটে ব্যাটার মহম্মদ রিজওয়ান ও শাকিল। দুজনেই ড্রেসিং রুমে ফিরে যান ৬৮ রান করে। এরপরে নিচের দিকে আরেকটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন অলরাউন্ডার স্পিনার শাদব খান ও মহম্মদ নওযꦿ়াজ। সবশেষে ৪৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৮৬ রান তোলে পাকিস্তান। জবাবের রান তারা করতে নেমে ৪১ ওভারে ২০৫ রানে সবকটি উইকেট হারায় নেদারল্যান্ডস। অর্ধশতরান আসে ওপেনার বিক্রমজিৎ সিং ও 𒅌মিডিল অর্ডার ব্যাটার ব্যাস ডি লিড-এর থেকে। পাক বোলারদের মধ্যে তিনটি উইকেট নেন হ্যারিস রউফ।