Ball of World Cup 2023- ভারতীয় দল ২০২৩ বিশ্বকাপের ষষ্ঠ ম্যাচে ইংল্যান্ডকে ১০০ রানে হারিয়ে দিয়েছে। টুর্নামেন্টে নিজেদের পাঁচ ম্যাচেই জ্বলে উঠেছেন ভারতীয় বোলাররা। এবার ইংল্যান্ডের বিরুদ্ধেও নিজেদের সেই পারফরমেন্স ধরে রাখল বুমরাহ-শামি-কুলদীপরা। ভারতীয় বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সের ফলে ১২৯ রানেই শেষ হয়ে গেল ইংল্যান্ডের ইনিংস। এদিনের ম্যাচে বিশেষ করে মহম্মদ শামি ও জসপ্রীত বুমরাহ দারুণ পারফর্ম করলেন। এদিকে, পেসাররা যখন ব্রিটিশ ব্যাটারদের উপর চাপ তৈরি করছিল, তখন কুলদীপ যাদব ♎নিজের জাদু চালিয়ে যাচ্ছিলেন।
বল হাতে লখনউয়ের মাঠে কুলদীপ শো দেখালেন তিনি। ম্যাচের ১৬তম ওভারের প্রথম বলে কুলদীপের সেই ম্যাজিক বলেই বোল্ড হলেন ইংল্য়ান্ডের অধিনায়ক জোস বাটলার। কুলদীপ যাদবজোস বাটলারকে বোল্ড ꦅকরার জন্য কুলদীপ যাদব যে ম্যাজিক বলটি করেছিলেন তার ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে দারুণ ভাবে ভাইরাল হচ্ছে।
আইসিসি ইনস্টাগ্রামে এই ভিডিয়োটি শেয়ার করেছে। তবে কুলদীপ যাদবের স্পিন বোলিং এই টুর্নামেন্ট জুড়েই আলোচনায় রয়েছে। কিন্তু এই বলটিই ছিল তার টুর্নামেন্টের সেরা বল এবং অন্যতম সেরা উইকেট। কুলদীপ গত কয়েকদিন ধরে দুর্দান্ত পারফর্ম করছেন। দ্বিতীয়বার ভারতীয় দলে ফিরে আসার পর থেকেই তিনি উজ্জ্বল হয়ে উঠেছেন। ভারতীয় স্পিনারের এই সংস্করণটিকে কুলদীপ 2.0ও বল🌜া হচ্ছে।
২০২৩ বিশ্বকাপে কুলদীপের দুর্দান্ত পারফরম্যান্স-
কুলদীপ যাদবের কথা বলতে গেলে, তিনি এই টুর্নামেন্টে এখন পর্যন্ত মোট ১০টি উইকেট নিয়েছেন। বুমরাহ ভারতের হযဣ়ে সর্বোচ্চ ১৪টি উইকেট নিয়েছেন, তারপর এই তালিকায় রয়েছেন কুলদীপ। মহম্মদ শামি, যিনি নিজের দ্বিতীয় ম্যাচ খেলছেন, এখন পর্যন্ত ৯টি উইকেট নিয়েছেন। দ্বিতীয় ম্যাচেও তার বোলিং অব্যাহত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শামি নিয়েছিলেন পাঁচ উইকেট। ইংল্যান্ডের বিরুদ্ধে স্টোকস, বেয়ারস্টো, মইন আলি ও আদিল রশিদকে প্যাভিলিয়নে ফেরান মহম্মদ শামি।
এদিনের ম্যাচের কথা বললে, ২০২৩ বিশ্বকাপের ২৯তম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে পরাজিত করেছে ভারতীয় দল। ২০২৩ সালের বিশ্বকাপে এটি ভারতীয় দলের টানা ষষ্ঠ জয়। যেꦯখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছে এটি পঞ্চম পরাজয়। প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৯ রান করেছিল। জবাবে ইংল্যান্ড দল ৩৪.৫ ওভারে ১২৯ রানে গুটিয়ে যায়। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন লিয়াম লিভিংস্টোন। খাতাও খুলতে পারেননি বেন স্টোকস ও জো রুটরা। ভারতের হয়ে মহম্🌸মদ শামি চারটি, জাসপ্রীত বুমরাহ ৩টি ও কুলদীপ যাদব দুটি উইকেট শিকার করেন।