মাঠের বাইরে বিতর্কে জেরবার বাংলাদেশ ক্রিকেট টিম। বিশ্বকাপের আগেই দলের অধিনায়ক শাকিব আল হাসান চোট পেয়ে চিন্তায় ফেলে দিয়েছে। এত সব ঝামেলার মাঝেও বিশ্বকাপের আগে ২২ গজে নিজেদের ফর্ম কিন্তু ধরে রাখল বাংলাদেশ। শুক্রবার শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচেই দাপটের সঙ্গে জয় ছিনিয়ে নিল টাইগাররা। গুয়াহাটির বরসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৪৮ বল বাকি থাকতেই ৭ উইকেটে হারাল বাংল▨াদেশ।
বাংলাদেশের বোলাররা যেমন এদিন ভালো বল করেছেন, তেমন ব্যাটাররাও ভরসা জুগিয়েছেন। যার ফল তারা হাতেনাতে পেয়েছে। এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নꩲিয়েছিল শ্রীলঙ্কা। শুরুটা খারাপ করেনি তারা। প্রথম উইকেটে শতরানের জুটিও হয়। ভালো খেলছিলেন পাথুম নিসঙ্কা। কিন্তু উল্টো দিকে ༒থাকা কুশল পেরেরা চোট পাওয়ায় তাঁকে উঠে যেতে হয়। আর তার পর থেকেই একের পর উইকেট পতন শুরু হয়। ৬টি চারের সাহায্যে ২৪ বলে ৩৪ করে রিটায়ার্ট হার্ট হন কুশল পেরেরা। তবে পাথুম হাফসেঞ্চুরি করেন। ৮টি চার, একটি ছয়ের সৌজন্যে ৬৪ বলে ৬৮ করে আউট হন তিনি।
তিনে নেমে কুশল মেন্ডিস তাও ১৯ বলে ২২ রান করেছিলেন। এছাড়া যখন লঙ্কা ব্রিগেড একের পর এক ൲উইকেট হারাচ্ছে, তখন ধনঞ্জয় ডি'সিলভা ছয়ে নেমে ৭৯ বলে ৫৫ রান করে কিছুটা হাল ধরেন। শ্রীলঙ্কার বাকিরা কেউ ২০ রানের গণ্ডিই টপকাতে পারেননি। ৪৯.১ ওভারে ২৬৩ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। বাংলাদেশের মেহেদি হাসান ৩ উইকেট নিয়েছেন। তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ ১টি করে উইকেট নিয়েছেন।
২৬৪ রান তাড়া করতে নেমে তানজিদ হাসান এবং লিটন দাস ১৩১ রানের পার্টনারশিপ গড়ে দলের জয়ের ভিত মজবুত করে। ১০টি চারের সাহায্যে ৫৬ বলে ৬১ রান করে সাজঘরে ফেরেন লিটন। তানজিদ ৮৮ বলে ৮৪ রান করে✅ন। হাঁকান ১০টি চার, ২টি ছক্কা। চারে নেমে তৌহিদ হৃদয় অবশ্য রানের খুলতে পারেননি। কিন্তু মেহেদি হাসান মিরাজ তিনে নেমে ৬৪ বলে ৬৭ করে দলকে জিতিয়ে মাঠে ছাড়েন। মারেন পাঁচটি চার, দু'টি ছয়। ৪৩ বলে ৩৫ করে মুশফিকুর রহিমও অপরাজিত থাকেন। ৪২ ওভারে তিন উইকেট হারিয়ে ২৬৪ রান করে ফেলে বাংলাদেশ। শ্রীলঙ্কার লাহিরু কুমারা, দুনিথ ওয়েলালাগে এবং দুশন হেমন্ত একটি করে উইকেট নিয়েছেন।