ইন্দোনেশিয়ার অফস্পিনার রোহমালিয়া বুধবার ইতিহাস লিখে ফেলেছেন। তিনি শুধু মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেটেই নয়, পুরুষ এবং মহিলা মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে সেরা বোলিং পরিসংখ্যানের এক নতুন বিশ্ব রেকর্ড তৈরি করেছেন। বালিতে মঙ্গোলিয়ার বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টিতে ৩.২ ওভার বল করে রোহমালিয়া কোনও রান দেননি। অথচ ৭ উইকেট তুলে নিয়েছেন। তিনটি ওভারই মেডেন। বাকি যে দুই বল করেছেন, তাতেও কোনও রান হয়নি। যে পরিসংখ্যান এখন বিশ্ব রেকর্ড। এমন নজির পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও নেই। আর মজার বিষয় হল, তিনি তাঁর আন্তর্জাতিক ক্রিকেটের অভিষেক ম্যাচেই এমন বিশাল কৃতিত্ব অর্জন করে✃ছেন।
আরও পড়ুন: ১৯ বলে ঝোড়ো হাফসেঞ্চুরি, উথাপ্পার নজির ছুঁলেন পাতিদার, অল্পের জন্য মিস গেইলের 🔯রেকর্ড
১৭ বছর বয়সী এই অফ স্পিনারের আগে মহিলা টি-টোয়েন্টি আন্তর্জাতিকে সেরা বোলিং ফিগার ছিল নেদারল্যান্ডসের ফ্রেডেরিক ওভারডিকের নামে। তিনি ২০২১ সালের আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে ইউরোপ জোন কোয়ালিফায়ারে ফ্রান্সের বিপক্ষে ৪ ওভার বল করে ২টি মেডেন দিয়েছিলেন। ৩ রান দিয়ে ৭ উইকেট তুলে নিয়েছিলেন ফ্🐠রেডেরিক। সেই নজির ছাপিয়ে গেলেন রোহমালিয়া। হল নয়া বিশ্বরেকর্ড।
আরও পড়ুন: IPL-এ ২৫০ ম্যাচ খেলার মাইলস্টোন স্পর্শ করল বেঙ🍰্গালুরু, ছুঁল মুম্বইয়ের অনন্য নজির
সামগ্রিক ভাবে রোহমালিয়া অবশ্য টি-টোয়েন্টি ম্যাচে সাত উইকেট নেওয়া চতুর্থ বোলার হলেন। আর্জেন্তিনার মহিলা দলের তারকা অ্যালিসন স্টকস এবং মালয়েশিয়ার পুরুষ দলের বোলার সায়াজরুল 🥀এজাত ইদ্রাসেরও এই কীর্তি রয়েছে। এটি অভিষেক ম্যাচে পুরুষ, মহিলা যে কোনও বোলারের ক্ষেত্রেই সেরা পারফরম্যান্স। খুব স্বাভাবিক ভাবেই রোহমালিয়া নেপালের অঞ্জলি চাঁদকেও ছাপিয়ে গিয়েছেন। অঞ্জলি চাঁদ ২০১৯ সালে মলদ্বীপের বিরুদ্ধে ২.১ ওভার বল করে ২টি মেডেন দিয়েছিলেন। কোনও রান না দিয়ে ৬ উইকেট তুলে নিয়েছিলেন। এদিন আরও এক কাঠি উপরে গেলেন রোহমালিয়া।
আরও পড়ুন: ফের চারশো পার কোহলির, রায়না-𝕴ওয়ার্নারকে পিছনে ফেলে গড়ে ফেললেন নজির
টি-টোয়েন্টিতে সেরা বোলিং ফিগার (পুরুষ এবং মহিলা মিলিয়ে)
রোহমালিয়া (ইন্দোনেশিয়ার মহিলা ক্রিকেটার) বনাম মঙ𒊎্গোলিয়া ৩.২-৩-০-৭, ২০২৪
ফ্রেডেরিক ওভারডিক (নেদারল্যান্ডের মহিলা ক্রিকেটার) বনাম 𓆉ফ্রান্স ৪-২-৩-৭, ২০২𓄧১
অ্যালিসন স্টকস (আর্জেন্তিনার মহিলা ক্রিকেট▨ার) বনাম পেরু ৩.৪ꦦ-০-৩-৭, ২০২২
সায়াজরুল এজাত ইদ্রাস (🙈মালয়েশিয়ার পুরুষ ক্রিকেটার) বনাম চিন ৪-১-৮-৭, ২০২৩
ইন্দোনেশিয়ার দুরন্ত জয়
পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে মঙ্গোলিয়ার বিপক্ষে ইন্দোনেশিয়ার জয়ে রোহমালিয়ার চাঞ্চল্যকর বোলিং পারফরম্যান্স মুখ্য ভ﷽ূমিকা পালন করেছে। প্রথমে ব্যাট করে ইন্দোনেশিয়া ৫ উইকেট হারিয়ে ১৫১ রান করে, নি পুতু আয়ু নন্দা সাকারিনি ৪৪ বলে ৬১ করেন। তিনিই ম্যাচের সর্বোচ্চ স্কোরার হন।🐼 জবাবে মঙ্গোলিয়া ১৬.২ ওভারে মাত্র ২৪ রানে অলআউট হয়ে যায়।