♒ বেঙ্গল প্রো টি-২০ লিগের উদ্বোধনী ম্যাচে হারের মুখ দেখতে হয় মনোজ তিওয়ারিদের। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে পরাজিত হন যথাক্রমে ঋদ্ধিমান সাহা ও অনুষ্টুপ মজুমদাররা। মঙ্গলবার টুর্নামেন্টের প্রথম ম্যাচে ঋত্বিক রায়চৌধুরীর নেতৃত্বাধীন শিলিগুড়ি স্ট্রাইকার্স হারিয়ে দেয় মনোজ তিওয়ারির হারবার ডায়মন্ডসকে।
ꦦ বুধবার প্রথমে সুদীপ চট্টোপাধ্যায়ের মেদিনীপুর উইজার্ডসকে হারিয়ে দেয় মুকেশ কুমারের নতৃত্বাধীন স্ম্যাশার্স মালদা। মেদিনীপুরের হয়ে মাঠে নামেন ঋদ্ধি। পরে অভিষেক পোড়েলের কলকাতা টাইগার্স ডিএলএস মেথডে পরাজিত করে অনুষ্টুপের হাওড়া ওয়ারিয়র্সকে।
মেদিনীপুর উইজার্ডস বনাম স্ম্যাশার্স মালদা:-
🍨ইডেনে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে মেদিনীপুর উইজার্ডস। যদিও তারা ১০০ রানের গণ্ডিও টপকাতে পারেননি। ১৯ ওভারে মেদিনীপুর মাত্র ৯৭ রানে অল-আউট হয়ে যায়। ঋদ্ধিমান সাহা ২৯ বলে ২১ রান করেন। তিনি ২টি চার মারেন। ২৩ বলে ২১ রান করেন প্রিয়াংশু শ্রীবাস্তব। তিনি ১টি চার মারেন। ১টি বাউন্ডারির সাহায্যে ১৯ বলে ১৭ রান করেন গৌরব চৌহান। ক্যাপ্টেন সুদীপ আউট হন ২০ বলে ১৮ রান করে। তিনি ২টি চার মারেন।
𒊎 মালদার গীত পুরি ৪ ওভারে ১৫ রান খরচ করে ৩টি উইকেট দখল করেন। ২ ওভারে ৯ রান খরচ করে ২টি উইকেট নেন ঋত্বিক চট্টোপাধ্যায়। ১টি করে উইকেট নেন রমেশ প্রসাদ, অখিল ও সৌরভ সিং।
🌜 পালটা ব্যাট করতে নেমে স্ম্যাশার্স মালদা ১৬.১ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১০১ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ, ২৩ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জেতে তারা। ঋত্বিক চট্টোপাধ্যায় ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৮ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন। ঋতম পোড়েল করেন ২০ রান। মেদিনীপুরের বৈভব যাদব ২৩ রানে ৩টি উইকেট নেন। ম্যাচের সেরা হন ঋত্বিক।
কলকাতা টাইগার্স বনাম হাওড়া ওয়ারিয়র্স:-
༺ইডেনে বুধবারের দ্বিতীয় ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে কলকাতা টাইগার্স। তারা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১২৫ রান তোলে। অভিলিন ঘোষ ৩০ বলে ৪২ রান করেন। তিনি ৬টি চার মারেন। খাতা খুলতে পারেননি অভিষেক পোড়েল। সুজিত যাদব ১৭ রানে ৩টি উইকেট দখল করেন।
𒐪 জবাবে ব্যাট করতে নেমে হাওড়া ওয়ারিয়র্স বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ১০.৩ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ৫৪ রান তোলে। ডিএলএস নিয়মে ১৬ রানে ম্যাচ জেতে কলকাতা টাইগার্স। ক্যাপ্টেন অনুষ্টুপ ১২ বলে ১৩ রান করেন। মারেন ৩টি চার। ৯ রানে ৩টি উইকেট নেন সৌরভ শ্রীবাস্তব। ম্যাচের সেরা হন তিনি।