চলতি বেঙ্গল প্রো টি-২০ লিগে টানা ২টি ম্যাচে হারের মুখ দেখতে হল সুদীপ চট্টোপাধ্যায়, ঋদ্ধিমান সাহাদের মেদিনীপ🔯ুর উইজার্ডসকে। শুক্রবার লিগের সপ্তম ম্যাচে অনুষ্টুপ মজুমদারের নেতৃত্বাধীন হ🌠াওড়া ওয়ারিয়র্সের কাছে পরাজিত হন ঋদ্ধিরা। শেষ ওভারের থ্রিলারে হাওড়াকে জয় এনে দিতে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ক্যাপ্টেন অনুষ্টুপ। তবে ৫ উইকেট নিয়ে ম্যাচের নায়ক হাওড়ার সক্ষম চৌধুরী।
ইডেনে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন মেদিনীপুর উইজার্ডসের ক্যাপ্টেন সুদীপ। মেদিনীপুর নির্ধারিত ২০ ওভারে ১৩২𓄧 রান তুলে অল-আউট হয়ে যায়। দলের হয়ে সব থেকে বেশি ৩৪ রান করেন ওপেনার বিবেক সিং। ৩১ বলের ইনিংসে তিনি ৫টি চার মারেন। অপর ওপেনার কৌশিক মাইতি করেন ৩২ রান। ৩৪ বলের ইনিংসে তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন।
ওপেনিং জুটিতে ৭৩ রান তুলে ফেলে মেদিনীপুর। তবে তার পরেই তাদের ইনিংসে ধস নামে। ক্যাপ্টেন সুদীপ ১৯ বলে🐈 ১৪ রান করেন। ২ বল খেলেও খাতা খুলতে পারেননি ঋদ্ধিমান সাহা। ৩টি চার ও ১টি ছক্কার সাহ💙ায্যে ১৯ বলে ২৭ রান করেন প্রিয়াংশু শ্রীবাস্তব।
হাওড়া উইজার্ডসের স🐎ক্ষম চৌধুরী ২ ওভার বল করে মাত্র 𝓡১০ রানের বিনিময়ে ৫টি উইকেট দখল করেন। ৪ ওভারে ২০ রানের বিনিময়ে ২টি উইকেট নেন সুজিত যাদব। ৪ ওভারে ২৫ রান খরচ করে ২টি উইকেট নেন কণিষ্ক শেঠ। ৪ ওভারে ১৭ রান খরচ করে ১টি উইকেট নেন আমির গনি।
জবাবে ব্যাট করতে নেমে হাওড়া ওয়ারিয়র্স ১৯.৫ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৩৫ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ, ১ বল🌄 বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জেতে হাওড়া। প্রমোদ চাণ্ডেলা ৪২ বলে ৪৬ রান করেন। তিনি ৩টি চার ও ২টি ছক্কা মারেন। ১৯ বলে ৩৬ রানের আগ্রাসী ইনিংস খেলে অপরাজিত থাকেন পঙ্কজ শাউ। তিনি ২টি চার ও ৩টি ছক্কা মারেন। ক্যাপ্টেন অনুষ্টুপ ৩১ বলে ৩০ রান করেন। তিনি ৪টি চার মারেন।
মেদিনীপুরের হয়ে ৪ ওভারে ১৬ রানের বিনিময়ে ২টি উইকেট নেন বৈভব যাদব। ১টি করে উইকেট নেন কৌশিক মাইতি, শ্রেয়ান চক্রবর্তী ও দীপক কুমার। ম্যাচের সেরা ক্র🌱িকেটারের পুরস্কার জেতেন হাওড়া ওয়ারিয়র্সের সক্ষম।